প্রতি বর্গফুট গরুর চামড়া ৪৭, খাসি ‌১৮ টাকা নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোরবানির লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা, গত বছর যা ছিল ১৫ থেকে ১৭ টাকা। পাশাপাশি প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা, গত বছর যা একই ছিল।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এক ভার্চুয়াল মিটিং শেষে এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি জানান, ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা। গত বছর যা ছিল ৪০ থেকে ৪৫ টাকা। একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে; গত বছর যা ছিল ৩৩ থেকে ৩৭ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তথ্যসচিব মো. মকবুল হোসেন, শিল্পসচিব জাকিয়া সুলতানা, ভোক্তা অধিকারের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদসহ চামড়ার ব্যবসার সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম///

এসওএস ডেভেলপমেন্টের ৬০% শেয়ার নিবে এডিএন টেলিকম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড আরেকটি কোম্পানি এসওএস ডেভেলপমেন্ট লিমিটেডের শেয়ার নিবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটি জানায়, এডিএন টেলিকম লিমিটেড কোম্পানিটির ৬০ শতাংশ শেয়ার শেয়ার অধিগ্রহণ করবে। এসব শেয়ারের আর্থিক মূল্য দাড়াঁবে ২ কোটি টাকা।

এসওএস ডেভেলপমেন্ট লিমিটেড একটি ফায়ার সিকিউরিটিজ সল্যুশন সার্ভিস।

কোম্পানিটির শেয়ার অধিগ্রহণের এই অর্থ নিজস্ব তহবিল থেকে প্রদান করবে এডিএন টেলিকম লিমিটেড। এতে প্রতি বছর এডিএন টেলিকম লিমিটেডের টার্ণওভার বাড়বে ৫০ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম///