আইপিও’র অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এসএস স্টিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেড আইপিও থেকে উত্তোলিত অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঋণ পরিশোধ ও আল ফালাহ স্টিল এন্ড বি-রোলিং মিলস একটি ইস্পাত কোম্পানিতে এসব অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। তবে কোন খাতে আইপিওর কত টাকা খরচ করা হবে তা জানানো হয়নি।

এরই লক্ষ্যে কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। আগামী ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এই ইজিএমটি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ আগষ্ট।

গত জুলাইয়ে আইপিও অনুমোদনের পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানায়, ১০ টাকা অভিহিত মূল্যে আড়াই কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ২৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে এসএস স্টিল।

সংগৃহীত অর্থে যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিওর ব্যয় নির্বাহে খরচ করবে বলে জানিয়েছিল কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম///

রাশিয়ার গ্যাস বন্ধের আশঙ্কায় জার্মানি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রক্ষণাবেক্ষণ কাজের জন্য নর্ড স্ট্রিম পাইপলাইন–১ দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ সাময়িক স্থগিত করেছে রাশিয়া। তবে এই লাইন দিয়ে গ্যাস সরবরাহ স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে ইউরোপের দেশ জার্মানি। খবর বিবিসির।

বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস যায়। এটি মূলত রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইন। গত জুন মাসের মাঝামাঝি সময়ে নর্ড স্ট্রিম–১ পাইপলাইন দিয়ে ধারণক্ষমতার ৪০ শতাংশ গ্যাস সরবরাহ কমিয়ে দেয় রাশিয়া। এরপর সর্বশেষ গত সোমবার বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে ১০ দিনের জন্য এই পাইপলাইন বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের অপারেটর কোম্পানি নর্ড স্ট্রিম এজি।

সরবরাহ সাময়িক এ বন্ধের ঘোষণা স্থায়ী রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, রাশিয়ার গ্যাসের চালান পুনরায় শুরু না–ও হতে পারে। এ জন্য ইইউ দেশগুলোকে প্রস্তুত থাকতে হবে।

রবার্ট হ্যাবেক বলেন, জার্মানি রাশিয়ার গ্যাসের ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধে ইইউর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ‘অস্ত্র হিসেবে’ গ্যাসকে ব্যবহার করছে রাশিয়া। তবে এই অবস্থা কাটাতে জার্মানি চেষ্টা করছে। দেশটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল চলতি বছরের শেষ নাগাদ প্রস্তুত হবে বলে জানান তিনি।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করেছে জার্মানি। দেশটি রাশিয়া থেকে গ্যাস কেনা সম্পূর্ণ বন্ধ করতে চায়।

জার্মানিতে প্রাকৃতিক গ্যাসের সরবরাহকারী দেশগুলোর মধ্যে রাশিয়ার পরের অবস্থানে রয়েছে নরওয়ে (৩১ শতাংশ) ও নেদারল্যান্ডস (১৩ শতাংশ)। রাশিয়া থেকে আমদানি কমিয়ে জার্মানি এখন নরওয়ে ও নেদারল্যান্ডস থেকে বেশি গ্যাস কিনছে।

প্রতিবছর গ্রীষ্মের সময় নর্ড স্ট্রিম–১ পাইপলাইন রক্ষণাবেক্ষণের কাজ চলে। তাই শীতের তুলনায় এই সময় গ্যাসের সরবরাহ কম থাকে। কিন্তু এই বছর পরিস্থিতি একটু ভিন্ন। ইউক্রেন–রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি ইউরোপের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এদিকে নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধের কারণে সংকটে পড়েছে ইউরোপের আরেক দেশ ইতালিও। দেশটির একটি জ্বালানি কোম্পানি জানিয়েছে, তারা গত কয়েক দিনে প্রায় এক–তৃতীয়াংশ কম গ্যাস পাচ্ছে। ইউরোপের অপর দুই দেশ অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্র নর্ড স্ট্রিম–১ লাইন থেকে কিছু পরিমাণে গ্যাস পায়।

ইতিমধ্যে পোল্যান্ড, বুলগেরিয়া, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। দেশগুলো গ্যাসের মূল্য পরিশোধে রাশিয়ার দেওয়া নতুন নিয়ম মেনে চলতে অস্বীকৃতি জানানোর পরে সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল বলেছেন, রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারে। এ জন্য ইউরোপকে এখনই প্রস্তুত হতে হবে।

স্টকমার্কেটবিডি.কম///

লিব্রা ইনফিউশনের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৪ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর ২০১৯ সালে কোম্পানিটি  ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

বড় লোকসানের দিকে যাচ্ছে লিব্রা ইনফিউশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন লিমিটেড গত বছরের তিনটি প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটি আয় থেকে বড় ধরণের লোকসানের দিকে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানু-মার্চ,২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬.১০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১১.০৮ টাকা।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৯) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৯.৭৯ টাকা।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর,১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.৩১ টাকা।

তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২৬৪ টাকা। যা গত ২০১৯ সালের ৩০ জুন ছিল ১৫২৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম//

দেশ জেনারেলের ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২১- জুন, ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৩১ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ০.২৯ টাকা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৮৩ টাকা। যা গত বছর একই সময়ে যা ছিল ০.৭২ টাকা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ১২.১৫ টাকা । যা গত ২০২০ সালের ৩০ জুন ছিল ছিল ১১.৮৭ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস