বিডি থাইয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আরগুস কেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) ডমিনেজ স্টিলের দীর্ঘ মেয়াদে ‘এ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ হিসেবে রেটিং করেছে।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

জুলাইতে বিও হিসাব কমেছে ২ লাখের বেশি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জুলাই মাসে শেয়ারবাজার থেকে বেরিয়ে গেছে প্রায় সোয়া দুই লাখ বিওধারী। নবায়ন না করার কারণে গত মাসে দুই লাখের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বন্ধ হয়ে গেছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, জুন মাসের শেষ দিন শেয়ারবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৫৩ হাজার ৪২২টি। আর জুলাই মাসের শেষ দিন বিও হিসাব ১৮ লাখ ৩৩ হাজার ৮৮৪টিতে দাঁড়ায়। অর্থাৎ জুলাই মাসে দুই লাখ ১৯ হাজার ৫৩৮টি বিও হিসাব বন্ধ হয়ে গেছে।

জুলাই মাসে পুরুষদের বিও এক লাখ ৫৮ হাজার ২৪৭টি কমে দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৮ হাজার ৯৬৫টিতে। জুন মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৫ লাখ ২৭ হাজার ২১২টিতে। আর জুলাই মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৬০ হাজার ৯২০টি কমে চার লাখ ৪৯ হাজার ১০৫টিতে দাঁড়িয়েছে। জুন মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫ লাখ ১০ হাজার ০২৫টিতে।

জুন মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ১৮৫টিতে। আর জুলাই মাসে কোম্পানি বিও ৩৭১টি কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৪টিতে।

স্টকমার্কেটবিডি.কম///

আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন ফান্ডের রোড শো অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিল (সিএমএসএফ) ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল) যৌথ উদ্যোগে গঠিত ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড’-এর প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত রোড শো সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএএমসিএলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ রোড শোতে মেয়াদি এ ফান্ডটির বিভিন্ন দিক তুলে ধরা হয়। ফান্ডটির আকার ১০০ কোটি টাকা ও প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এরই মধ্যে ফান্ডটির উদ্যোক্তা সিএমএসএফ ৫০ কোটি ও আইএএমসিএল ২০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

আইপিও-পূর্ব প্লেসমেন্টের মাধ্যমে আইসিবি ৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। আইপিওতে যোগ্য বিনিয়োগকারী (ইআই), মিউচুয়াল ফান্ড, প্রবাসী বাংলাদেশী ও স্থানীয় বিনিয়োগকারীদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ফান্ডটির আইপিওর চাঁদা গ্রহণ এ বছরের ১৭ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলবে। ফান্ডের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) ও কাস্টডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড দায়িত্ব পালন করছে। সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। —বিজ্ঞপ্তি

স্টকমার্কেটবিডি.কম///

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসইসির শ্রদ্ধা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৫ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে স্বাস্থ্য বিধি মেনে এ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, মো. আব্দুল হালিম, ড. মিজানুর রহমান, ড. রুমানা ইসলামসহ কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

স্টকমার্কেটবিডি.কম///