লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৭৭ কোটি ২০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকার।

৩৭ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সামিট এলায়েন্স পোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

দিনশেষে কমলো লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৪৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, দর কমেছে ২১৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৪টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ১৩৩ কোটি ৭১ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ৩৫৩ কোটি ৭৩ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪৮৭ কোটি ৪৪ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৩ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির দর। সিএসইতে ২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধির কারণ নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত ১৭ আগষ্ট শেয়ারটির দর ছিল ২৫.৮০ টাকা। যা গতকাল ২৩ আগষ্ট লেনদেন শেষে দর ৩২.১০ টাকায় দাঁড়িয়েছে।

কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে । এসময় কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, কোনো কারণ ছাড়াই বাড়ছে মেট্রো স্পিনিং মিলসের শেয়ার দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এ

লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে: নসরুল হামিদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের কর্মঘণ্টা এগিয়ে আনার পাশাপাশি অফিসের সময় এক ঘণ্টা কমানোর বিষয়টি আগামী এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নসরুল হামিদ এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘লোডশেডিং দিতে বাধ্য হয়েছি। যেহেতু আমাদের জ্বালানি ও গ্যাস শর্টেজ (স্বল্পতা) ছিল, ওই জায়গা থেকে আমরা লোডশেডিং ব্যালান্স করার চেষ্টা করছি। ব্যালান্স করে আমরা সাশ্রয় করতে পারছি।’

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বেলা ৩টা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী অফিস চলবে। ব্যাংকের লেনদেনের সময়ও এগিয়ে আনা হয়েছে। এ ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে দুই দিন।

এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগের প্রবণতা ছিল, সকাল ১০টা থেকে বিদ্যুতের চাহিদা বাড়ত। এখন দেখলাম, সকাল ৯টা থেকে বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে ডেসকোর (ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড) রিকোয়ারমেন্ট (চাহিদা) প্রায় ১ হাজারের ওপরে চলে গেছে। তার মানে শহরের ভেতরে ডেসকো ও ডিপিডিসির (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে) পিক আওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে।

নসরুল হামিদ বলেন, ‘আমরা চাচ্ছি, সন্ধ্যা থেকে পিক আওয়ারটা যাতে দিনের বেলায় চলে আসে। তাহলে একটা ব্যালান্স করতে পারব। আগামী একটা সপ্তাহ আমরা দেখি। যদি এটা ভালো হয়, তাহলে অন্তত বিদ্যুতের ব্যালান্সটা ঠিক করতে পারব।’

স্টকমার্কেটবিডি.কম///

৫ কোটি টাকা বিনিয়োগ পেল চালডাল ডটকম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি মালিকানাধীন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে পাঁচ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে চালডাল ডটকম। এর আগেও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) অধীন কোম্পানিটি থেকে বিনিয়োগ পেয়েছিল দৈনন্দিন বাজারসদাইয়ের অনলাইন প্ল্যাটফর্মটি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে চালডাল ডটকম।

এ বিষয়ে চালডালের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলিম বলেন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে বিনিয়োগ পাওয়া প্রথম ব্যাচের প্রতিষ্ঠানগুলোর অন্যতম চালডাল। কাজের ধরন ও সফলতার কারণে ফলো-অন বিনিয়োগ পাওয়া গেছে। নতুন এ বিনিয়োগ দিয়ে লজিস্টিক, অনলাইন ফার্মেসি ও পেমেন্ট সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।

২০১৩ সালে ওয়াসিম আলিম, জিয়া আশরাফ এবং তেজস বিশ্বনাথ নামের তিন বন্ধু মিলে প্রতিষ্ঠা করেন চালডাল ডটকম। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় চালডালের ৩২টি পণ্যগুদাম আছে। প্রতিদিন প্রায় ১০ হাজার অর্ডার ডেলিভারি করা প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় ৩ হাজার।

স্টকমার্কেটবিডি.কম///

রবির কাছে ২২৭ কোটি টাকা চেয়ে মামলা সাবেক সিইও মাহতাবের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ প্রতিষ্ঠানটির কাছে ২২৭ কোটি টাকা চেয়ে মামলা করেছেন। এই টাকা তিনি চেয়েছেন ‘অবসর–সুবিধা ও অন্যায়ভাবে চাকরিচ্যুতি’র ক্ষতিপূরণ বাবদ।

ঢাকা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে গতকাল সোমবার মাহতাব এই মামলা করেন। এতে রবি আজিয়াটা ছাড়াও প্রতিষ্ঠানটির সাবেক সিইও ইজাদ্দিন ইদ্রিস, বর্তমান বোর্ড চেয়ারম্যান থায়াপরান এস সাঙ্গারা পিল্লাইসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

২০১০ সালে মাহতাব উদ্দিন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) পদে রবিতে যোগ দেন। ২০১৬ সালে হন সিইও। পরে ২০২১ সালে তিনি পদত্যাগ করেন।

মাহতাব উদ্দিনের আইনজীবী হাসান এম এস আজিম এক বিজ্ঞপ্তিতে বলেন, মাহতাব উদ্দিন ২০২১ সালের ২ আগস্ট পদত্যাগপত্র জমা দেন, যা একই বছরের ৩১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা। রবির পরিচালনা পর্ষদ সে বছরের ৫ আগস্ট শর্তহীনভাবে সে পদত্যাগপত্র গ্রহণের কথা এক চিঠিতে তাঁকে জানায়। তবে ২০২২ সালের ২২ মে রবি আজিয়াটা গ্রুপ মাহতাব উদ্দিনকে চাকরিচ্যুত করার নোটিশ দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হঠাৎ করে রবি মাহতাব উদ্দিনের বিরুদ্ধে ২০১৯ সালের একটি আর্থিক লেনদেনের বিষয়ে ২০২১ সালের ৭ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ পাঠায়। এই লেনদেন সম্পর্কে আজিয়াটা গ্রুপ ও রবির বোর্ড অবগত ছিল।

স্টকমার্কেটবিডি.কম///

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ডিএসইর এমডি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া পদত্যাগ করেছেন।

মঙ্গলবার ই-মেইলে ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের কাছে পদত্যাগপত্র পাঠান তারিক আমিন ভূঁইয়া।

গণমাধ্যমকে ই-মেইলে পদত্যাগপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ইউনুসুর রহমান। জানা গেছে, সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।

গত বছরের ২৫ জুলাই ডিএসইর এমডি হিসেবে যোগ দেন অস্ট্রেলিয়া প্রবাসী তারিক আমিন ভূঁইয়া। তিনি ছিলেন প্রযুক্তি খাতের একজন বিশেষজ্ঞ। তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

৩ বছরের জন্য নিয়োগ পেলেও ১৩ মাসের মাথায় এসে দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম///