মার্কেন্টাইল ব্যাংকের দুই উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক ;

শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের ২ উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা মিসেস বিলকিস বেগমের কাছে ৭ লাখ শেয়ার বিক্রি করেছেন। এছাড়া অপর উদ্যোক্তা একেএম শাহীদ রেজা ৬ লাখ শেয়ার বিক্রি করেছেন। এর আগে মিসেস বিলকিস বেগম ১০ আগস্ট ও একেএম শাহীদ রেজা ২৮ আগস্ট শেয়ার বিক্রির ঘোষণা দেন।

ঘোষণা পর ৩০ কার্যদিবসের মধ্যে এই দুইজন পরিচালক শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম///

ওরিয়ন ইনফিউশনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৪ আগষ্ট কোম্পানির শেয়ারের দর ছিল ১২৯.১০ টাকা। টানা দর বেড়ে গত ২৫ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর সর্বশেষ লেনদেনে বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকায়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইউয়ান-রুবলে বাণিজ্য বাড়ছে রাশিয়ার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউক্রেনে হামলার পর থেকেই আন্তর্জাতিক অর্থব্যবস্থা থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। একের পর এক নিষেধাজ্ঞার পাশাপাশি পেমেন্ট ব্যবস্থা সুইফট থেকে বাদ দেওয়া হয় রাশিয়ার শীর্ষ কিছু ব্যাংককে। এমনকি যুদ্ধ শুরুর পর এক হাজার ২০০ বহুজাতিক কম্পানি রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করেছে।

এ অবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য চালিয়ে যেতে দেশটি চীনের দিকে ঝুঁকে পড়ে।

চীনের লেনদেনব্যবস্থা ব্যবহার করার পাশাপাশি দেশটির মুদ্রা ইউয়ানে পেমেন্ট গ্রহণ শুরু করে। স্থানীয় মুদ্রায় লেনদেনে দুই দেশ চুক্তির ব্যাপারেও একমত হয়েছে। সুইফটের প্রতিবেদন অনুযায়ী, চীনা মুদ্রা ইউয়ানে পেমেন্ট বেড়ে যাওয়ায় চীনের বাইরে রাশিয়া এখন ইউয়ানের তৃতীয় বৃহৎ বাজার। গত জুলাই মাসে মূল্য অনুযায়ী বৈশ্বিক ইউয়ান পেমেন্টের প্রায় ৪ শতাংশ করেছে রাশিয়ার কম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো, যা জুন মাসের ১.৪২ শতাংশ থেকে অনেক বেশি। মস্কো এক্সচেঞ্জের হিসাব অনুযায়ী গত সপ্তাহে প্রথমবারের মতো ইউয়ান-রুবল বাণিজ্য ডলার-রুবল বাণিজ্যের পরিমাণকে অতিক্রম করেছে। এ ছাড়া ইউরো-রুবল বাণিজ্যও বেড়েছে গত জুলাই মাসে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চাপে পড়েছে রাশিয়ার অর্থনীতি। তাই বাণিজ্য চালিয়ে যেতে দেশটির আর্থিক ও করপোরেট খাত ডলারভিত্তিক বৈশ্বিক লেনদেন ব্যবস্থা থেকে বের হয়ে আসছে। এতে মস্কো ও বেইজিং আরো ঘনিষ্ঠ হচ্ছে। ইউয়ান ও অন্যান্য এশীয় মুদ্রায় আগ্রহ দেখাচ্ছে দেশটি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া এরই মধ্যে সুইফটের বিকল্প নিজস্ব আর্থিক লেনদেন ব্যবস্থা চালু করেছে, যার নাম এসপিএফএস। বিশেষ অ্যাকউন্ট খুলেছে এখনো নিষেধাজ্ঞায় পড়েনি এমন ব্যাংকগুলোতে। এর মাধ্যমে জ্বালানি তেল, গ্যাস ইত্যাদি পণ্য রপ্তানির লেনদেন করছে চীন, ভারত ও তুরস্কের সঙ্গে। পেমেন্ট নিচ্ছে ইউয়ান, রুবল ও এশীয় অন্যান্য মুদ্রায়।

এই তিন বন্ধুপ্রতিম দেশের মুদ্রা ইউয়ান, রুপি, লিরাও কিনছে নিজস্ব মুদ্রাবিনিময়ের মাধ্যমে বাণিজ্য বাড়াতে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ডেপুটি গভর্নর আলেক্সেই জাবিকোন বলেন, ‘ইউয়ান-রুবল বাণিজ্যের ক্ষেত্রে তারল্য ইউরো-রুবলের তারল্যের পর্যায়ে চলে গেছে। বছরের প্রথম ছয় মাসে ইউয়ানের গড় দৈনিক লেনদেন ১২ গুণ বেড়েছে। ’

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, বৈরী দেশগুলোকে রাশিয়ার তেল- গ্যাস কিনতে হলে রুবলে মূল্য পরিশোধ করতে হবে। ব্লুমবার্গ বলছে, রুবল গত পাঁচ বছরের মধ্যে এখন সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কম্পানি গ্যাজপ্রম তাদের পেমেন্টের একটি বড় অংশ নিচ্ছে ইউয়ানে। এতে বৈশ্বিক লেনদেনে শক্তিশালী হচ্ছে চীনা মুদ্রা। এ ছাড়া চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্যও বাড়ছে। চীনের জ্বালানি তেলের সবচেয়ে বড় সরবরাহকারী এখন রাশিয়া।

স্টকমার্কেটবিডি.কম/

রেনাটার ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের ঋণমান ‘এএএ’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-১। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের আগষ্ট পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা রেটিং।

স্টকমার্কেটবিডি.কম/বি

RENATA:

আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করেছে পিপলস লিজিং

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করেছে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল)।

উচ্চ আদালতের অনুমতি নিয়ে এ পর্যন্ত ১৪ কোটি এক লাখ ১২ হাজার টাকা ফেরত দিয়েছে প্রতিষ্ঠানটি।

এর ধারাবাহিকতায় সোমবার (২৯ আগস্ট) আরও ৩ কোটি ৭০ লাখ ৫৮ হাজার ৭৩৯ টাকা ফেরত দেওয়ার অনুমতি নেওয়া হয়েছে।
বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ অনুমতি দেন।

২০১৯ সালের ১৪ জুলাই পিপলস লিজিং অবসায়নের জন্য আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক। ওই দিনই মামলার শুনানি শেষে অবসায়নের পদক্ষেপ নিতে নির্দেশ দেন আদালত। এছাড়া অবসায়ন কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের উপ-মহাব্যবস্থাপক পদমর্যাদার একজনকে অবসায়ক নিয়োগ দিতে বলা হয়। পরে সাময়িক অবসায়ক হিসেবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের উপমহাব্যবস্থাপক আসাদুজ্জামান খানকে নিয়োগ দিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংক।

পরে ২০১ জন আমানতকারী একটি আবেদন করেছিলেন। আবেদনে তারা বলেছেন, পিপলস লিজিংকে রিভাইভ বা রিকনস্ট্রাক্ট করা। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শোনার পর আদালত সিদ্ধান্ত নিয়েছেন পিপলস লিজিং রিভাইভ করা হবে।

গত বছরের ২৮ জুন আদালত পিপলস লিজিং পুনরুজ্জীবিত করার আদেশ দেন পরবর্তীতে একটি বোর্ড গঠন করে দেন।

এরপর ঋণ খেলাপিদের আদালতে হাজির হতে বলেন। অনেকে হাজির হন। কিন্তু যারা হাজির হননি তাদের আটক করে হাজিরের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

পিপলস লিজিংয়ের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান জানান, আদালত গঠিত বোর্ড ইতোমধ্যে অনেক কাজ করেছে। তার ধারাবাহিকতায় ১ লাখ টাকা পর্যন্ত ৫৮২ জন ক্ষুদ্র আমানতকারীর টাকা পিপলস লিজিংয় ফেরত দিয়ে দেবে। মোট অর্থের পরিমাণ ৩ কোটি ৭০ লাখ ৫৮ হাজার ৭৩৯ টাকা। হাইকোর্ট আজকে এটার অনুমতি দিয়েছেন।

এর আগে হাইকোর্টের আদেশ ছিলো মানবিক কারণে কোনো কোনো আমানতকারীর টাকা ফেরত দিতে পারবে বোর্ড। যেমন মুক্তিযোদ্ধা, বৃদ্ধ, অসুস্থ ইত্যাদি। এই আদেশ অনুসারে ১৪ কোটি ৯১ লাখ ১২ হাজার টাকা ইতোমধ্যে দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

সোনালী পেপারের ফয়েল পেপার বক্স উৎপাদন শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের নতুন পণ্য অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্সের উৎপাদন আজ থেকে শুরু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বছরে ২.৮০ কোটি পিস ফয়েল পেপার উৎপাদন করতে পারবে। যার মাধ্যমে বছরে আয় হবে প্রায় ১৯.৬০ কোটি টাকা।

৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম///

জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিজেলের আমদানি শুল্ক ও কর কমানোর পর জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমাল সরকার। সোমবার রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় জ্বালানি বিভাগ। রাত ১২টার পর থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, ডিজেল ও কেরসিনের দাম হবে লিটার ১০৯ টাকা। পেট্রল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা করে কিনতে পাওয়া যাবে।

ভর্তুকি কমাতে চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫২ শতাংশ পর্যন্ত বাড়ায় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এর আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রলের দাম ছিল ৮৬ টাকা। জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির পর শুল্ক কমানোর দাবি ওঠে।

স্টকমার্কেটবিডি.কম///