ডিএসইতে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের মিশ্রাবস্থা দেখা গেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৫৩৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৫০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৫৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৮০ কোটি ৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৩৬০ কোটি ৭৪ লাখ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৮টির, আর দর অপরিবর্তিত আছে ১৪০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল রিকুইজিটি, বাংলাদেশ শিপিং করপোরেশন, আইপিডিসি ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস, লাফার্জ হোলসিম বিডি, মালেক স্পিনিং মিলস, শাহজিবাজার পাওয়ার ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৪.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৩২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৮৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ২ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৯২লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

ভারতের নিষেধাজ্ঞায় এশিয়ার চালের বাজারে অস্থিরতা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারত চাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় বাণিজ্যিক অস্থিরতা দেখা দিয়েছে এশিয়ার চালের বাজারে। বিকল্প উৎস ভিয়েতনাম, থাইল্যান্ড এবং মিয়ানমারের চাল কিনতে চেয়েও পাচ্ছেন না এই অঞ্চলের ক্রেতারা। ভারতের নিষেধাজ্ঞার কারণে বেড়ে গেছে দাম। এর ফলে এই তিন দেশের ব্যবসায়ীরাও আপাতত চাল বিক্রি বন্ধ করে দিয়েছেন।

জানা গেছে, বিশ্বের বৃহত্তম খাদ্যশস্য রফতানিকারক দেশ ভারত। কিন্তু দেশটিতে বর্ষা মৌসুমে গড় বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় ধান উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে দেশীয় বাজারে চালের সরবরাহ বৃদ্ধি এবং দাম নিয়ন্ত্রণে রাখতে গত বৃহস্পতিবার থেকে ভাঙা চালের রফতানি নিষিদ্ধ করেছে ভারত। একই সঙ্গে অন্যান্য বিভিন্ন ধরনের চালের রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি।

গত ছয় মাসের বেশি সময় ধরে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে নজিরবিহীন অর্থনৈতিক সংকট। বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানির উৎপাদনকারী রাশিয়ার জ্বালানি ও খাদ্যশস্যের সরবরাহ ভেঙে পরায় বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে সরবরাহ সংকট ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াইরত বিশ্বের বিভিন্ন দেশের সরকার নানা ধরনের রফতানি নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে।

এর মধ্যেই ভারতের এই নিষেধাজ্ঞার ঘোষণায় ইতোমধ্যে এশিয়ার বাজারে চালের দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ক্রেতা-বিক্রেতাদের উদ্বেগ সত্ত্বেও চলতি সপ্তাহে চালের দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের বৃহত্তম চাল রফতানিকারক কোম্পানি সত্যম বালাজির নির্বাহী পরিচালক হিমাংশু আগারওয়াল বলেছেন, “এশিয়াজুড়ে চালের ব্যবসা স্থবির হয়ে গেছে। ব্যবসায়ীরা তড়িঘড়ি করে কিছু করতে চান না।”

তিনি বলেন, “বিশ্ববাজারে চালের চালানের ৪০ শতাংশের বেশি ভারতের। তাই আগামী মাসগুলোতে চালের দাম কতটা বাড়বে তা কেউ নিশ্চিত নন।”

বিশ্বের ৩০০ কোটিরও বেশি মানুষের প্রধান খাদ্যশস্য চাল। ২০০৭ সাল ভারত যখন চাল রফতানি নিষিদ্ধ করে তখন বিশ্ববাজারে এর দাম নতুন উচ্চতায় পৌঁছায়। সেই সময় প্রতি টন চালের দাম বেড়ে প্রায় ১ হাজার ডলারে দাঁড়ায়।

গত বছর ভারতের চাল রফতানি রেকর্ড ২ কোটি ১৫ লাখ টন ছুঁয়েছে। ভারতের এই চাল রফতানি বিশ্বের বৃহত্তম শস্য রফতানিকারক চার দেশ— থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মোট রফতানির চেয়েও বেশি।

বিশ্বে চীনের পর চালের প্রধান ভোক্তা দেশও ভারত। বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশেরও বেশি চালের মার্কেট শেয়ার রয়েছে ভারতের। অভ্যন্তরীণ উচ্চ মজুত আর স্থানীয় বাজারে কম দামের কারণে গত দুই বছর ব্যাপক ছাড়ে চাল বিক্রি করেছে ভারত, যা এশিয়া ও আফ্রিকার অনেক দরিদ্র দেশকে গমের দামের ঊর্ধ্বগতির সাথে লড়াই করতে সাহায্য করেছে।

বিশ্বের ১৫০টিরও বেশি দেশে চাল রফতানি করে ভারত। দেশটির চালান হ্রাস পেলে বিশ্বজুড়ে খাদ্য মূল্যস্ফীতি দেখা দিতে পারে। সূত্র: রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম//

জেনেক্স ইনফোসিসের সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের বৃহৎ আন্তজার্তিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেডের সাথে শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেডের একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হযেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

চুক্তির আওতায় জেনেক্স ইনফোসিস এই ব্যাংকের গ্রাহকদের সেবা প্রদান করবে। পাশাপাশি ব্যাংকটির নেট্ওয়ার্কিং সাপোর্ট দিবে।

এই চুক্তির মেয়াদ কত বছরের তা না জানানো হলেও এই সেবার মাধ্যমে কোম্পানিটি বাৎসরিক সাম্ভাব্য আয় হবে ৬ কোটি টাকা।

এসব সেবার জন্য ইতিমধ্যে জেনেক্স ইনফোসিস লিমিটেডকে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিনিকেশন রেগুলেরেটরি কমিশন (বিটিআরসি)।

স্টকমার্কেটবিডি.কম/

সোনালী আঁশের শেয়ার দর বৃদ্ধির কারণ নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে দর বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৫০৪.৮০ টাকা। এর পর দর বেড়ে গতকাল ১২ সেপ্টেম্বর ৬০৬ টাকায় গিয়ে দাঁড়ায় কোম্পানিটির শেয়ারের দর।

সর্বশেষ ৪ কার্যদিবসে শেয়ারটির দর টানা বেড়েছে। শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে সোনালী আঁশের পক্ষ থেকে জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

মেঘনা ইন্স্যুরেন্সের ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৪ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭.৮৮ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এ