বিমান বাংলাদেশের ১১০০ কোটি টাকার ক্ষতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মিশরীয় দুটি বিমান লিজ গ্রহণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

যে চার জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- সিভিল এভিয়েশন অথরিটির প্রিন্সিপাল এসিস্ট্যান্ট ডিরেক্টর সাইফুল হক শাহ, এয়ার ওয়ার্থনেস কনসালটেন্ট গোলাম সারওয়ার, বিএফসিসি ম্যানেজার সাদেকুল ইসলাম ভূইয়া ও কামাল উদ্দিন আহমেদ।

সোমবার আরও তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা হলেন- প্রধান প্রকৌশলী (মেনটেইনেন্স) এসএম সিদ্দিক, আই অ্যান্ড কিউএ’র প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এসএম হানিফ এবং এমসিসির প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার দেবেশ চৌধুরী। তবে এদিন ফ্লাইট অপারেশন পরিচালক এবং পরিদর্শক দলের টিম লিডার ইশরাত আহমেদ হাজির হননি।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ-

২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে মিশরের ইজিপ্ট এয়ার থেকে বোয়িং ৭৭৭-২০০ ইআর মডেলের উড়োজাহাজ দুটি লিজ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম বছর শেষেই দু’এয়ারক্রাফটেরই ইঞ্জিন বিকল হয়। ইঞ্জিনগুলো প্রায় ১২-১৫ বছরের পুরানো এবং এর উড্ডয়ন যোগ্যতার মেয়াদকাল কম থাকায় ইঞ্জিনগুলো পুরোপুরি বিকল হয়ে যায়। উড়োজাহাজ সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকেই ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। দেড় বছরের মাথায় নষ্ট হয় বাকি ইঞ্জিনটিও। এতে পাঁচ বছরে দেশের ক্ষতি হয়েছে ১১শ’ কোটি টাকা। যা একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তদন্তে উঠে এসেছে।

স্থায়ী কমিটির পাঠানো প্রতিবেদনের আলোকে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রয়োজনে এর সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তাদেরও পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///

পুত্রকে শেয়ার দিবেন নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালক

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের একজন পরিচালক নিজের শেয়ার তার পুত্রকে প্রদান করার ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আব্দুস সামাদ নামে বিমাটির এই পরিচালক তার পুত্র জাওয়াদুল আলম চৌধুরীকে ৯ লাখ ২৭ হাজার ১১১টি শেয়ার প্রদান করবে। তার হাতে বিমাটির সব শেয়ার তার পুত্রকে দিবেন।

ডিএসইর অনুমোদন সাপেক্ষে এসব শেয়ার উপহার সরূপ তার পুত্রকে প্রদান করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্থান্তর করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে আইডিএলসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড বন্ড ছাড়বে। প্রতিষ্ঠানটি জিরো কুপন বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা তুলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটির ৩১৮তম পরিচালনা বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট রেগুলেটরের অনুমোদনের পরই তারা টাকা তুলতে পারবে।

কোম্পানির সূত্র মতে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার আনসিকিউরিড নন-কনভার্টিবল জিরো কুপন বন্ড ইস্যু করবে। এ বন্ডের মেয়াদ হবে দুই বছর।

স্টকমার্কেটবিডি.কম//

ওরিয়ন ইনফিউশনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারের দর ছিল ৩১০.৩০ টাকা। টানা দর বেড়ে গতকাল ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর সর্বশেষ লেনদেনে বেড়ে দাঁড়িয়েছে ৫৪৩.৩০ টাকায়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

বীকন ফার্মার দরবৃদ্ধির তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে বীকন ফার্মাসিটিউক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১৩ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ২৮৮.৯০ টাকা। গতকাল ১৯ সেপ্টেম্বর তা ৩৭৯ টাকার উপরে সর্বশেষ লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে বীকন ফার্মাসিটিউক্যালস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এস