ফুয়াং ফুডের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি ফুয়াং ফুড লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিলকো ফার্মার লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২১.৯৫ টাকা।

আগামী ১০ জানুয়ারি কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

সেন্ট্রাল ফার্মার নো ডেভিডেন্ড ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ০.৫৭ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৫.৯৬ টাকা।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

এনবিআরকে ১০ বছর প্রযুক্তিগত সেবা দেবে জেনেক্স

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব আহরণে প্রযুক্তিগত সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেড। এনবিআরের সঙ্গে এ-সংক্রান্ত ১০ বছর মেয়াদি একটি চুক্তি করা হয়েছে।

এরই মধ্যে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ বিষয়ে অনুমোদনও দিয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানিটি।

তথ্য অনুসারে, জেনেক্স ইনফোসিস এনবিআরের পক্ষে পাইকারি ও খুরচা বিক্রেতা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) স্থাপন, রক্ষণাবেক্ষণ ও মনিটরিং করবে।

কোম্পানিটি আগামী পাঁচ বছরে তিনটি ভিন্ন জোনে ৩ লাখ ইএফসি অথবা এসডিসি মেশিন স্থাপন করবে। এ সেবা প্রদানের ফলে সরকারের মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক (এসডি) আহরণ বাড়বে। আর এনবিআরকে উল্লেখিত সেবা প্রদান করতে পারলে কোম্পানিটির প্রতি বছর ২১২ কোটি টাকা আয় বাড়বে।

স্টকমার্কেটবিডি.কম///