এবি ব্যাংকের ২০২১ সালের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে এসটি ২। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশে এন্ট্রি-ভিসা পাবেন সৌদি নাগরিকরা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সৌদি আরবের নাগরিকরা বাংলাদেশে পৌঁছামাত্র এন্ট্রি ভিসা পাবেন। ঢাকায় অবস্থিত সৌদি আরবের দূতাবাসকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।

এতে আরও বলা হয়, সৌদি দূতাবাস একটি আপডেট সম্পর্কে টুইট করেছে।

তাতে বলা হয়েছে, ঢাকায় বিমানবন্দরে পৌঁছামাত্র সৌদি নাগরিকদের এন্টি ভিসা দিতে সম্মত হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রয়োজন হলে ফোনে বা ইমেইলে নাগরিকদের যোগাযোগ করতে বলেছে সৌদি মিশন

স্টকমার্কেটবিডি.কম/////

কুইন সাউথের অটো ডিসপেনসিং ও সল্ট রিকোভারি সিস্টেমস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড নিজেদের কারখানায় অটো ডিসপেনসিং ও সল্ট রিকোভারি সিস্টেমস চালু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির কারখানায় এই অটো ডিসপেনসিং ও সল্ট রিকোভারি সিস্টেমস চালু করলে কারখানায় পানি ও কেমিক্যালস ব্যবহার কমবে।

এই সিস্টেমস চালু হলে কোম্পানিটির কারখানায় উৎপাদন খরচ কমে আসবে, ফলে বেড়ে যাবে নীট মুনাফা।

গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিস্টেমস চালু করার জন্য নীতিগত সম্মতি দেয় শেয়ারহোল্ডাররা।

কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানায় অটো ডিসপেনসিং ও সল্ট রিকোভারি সিস্টেমস চালু হলে প্রতি মাসে কোম্পানিটির খরচ ১ কোটি ১ লাখ টাকা কমে আসবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

কাসেম ইন্ডাস্ট্রিজের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ১’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ১২ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এম

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এম