সিএসই-৩০ সূচক সমন্বয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানির সূচক সিএসই-৩০ চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে আটটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। অন্যদিকে সূচক থেকে বাদ পড়েছে আটটি কোম্পানি। ১৫ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসই-৩০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও স্কয়ার টেক্সটাইলস লিমিটেড।

অন্যদিকে সিএসই-৩০ সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

প্রসঙ্গত, সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট মূলধনের ২০ দশমিক ৫৩ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৩১ দশমিক ৯৪ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইতে এটিবির যাত্রা শুরু আগামী কাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামীকাল অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) লেনদেন শুরু করতে যাচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ বোর্ডে প্রথম কোম্পানি হিসাবে লেনদেন করবে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ডিএসইতে প্রথম কোম্পানি হিসাবে আগামীকাল সকাল ১০টায় লেনদেন শুরু করবে লংকাবাংলা সিকিউরিটিজ। কোম্পানিটি ‘স্টক ব্রোকার’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। এর ট্রেডিং কোড ‘এলবিএসএল’ আর কোম্পানি কোড হবে ‘৫৯০০১’। গত বছরের ২৪ নভেম্বর কোম্পানিটি এটিবিতে তালিকাভুক্ত হয়েছে।

অতালিকাভুক্ত ও তালিকাচ্যুত সিকিউরিটিজসহ করপোরেট বন্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বেমেয়াদি মিউচুয়াল ফান্ড এটিবিতে তালিকাভুক্ত হতে পারবে। মূলত এখানে তালিকাভুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শেয়ার ও ইউনিট লেনদেন করার সুযোগ পাওয়া যাবে। এ প্লাটফর্মে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন। এটিবিতে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিগুলোর কোনো ন্যূনতম মূলধনি সীমা বেঁধে দেয়া হয়নি।

যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধিত যেকোনো অতালিকাভুক্ত কোম্পানি এ প্লাটফর্মে শেয়ার লেনদেনের সুযোগ পাবে। তবে এ প্লাটফর্মের মাধ্যমে মূলধন বাড়ানোর সুযোগ থাকবে না। এখানে লেনদেনের ক্ষেত্রে টি+২ নিষ্পত্তি হবে। বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার ক্ষেত্রে ঋণ সুবিধাও পাওয়া যাবে। এ প্লাটফর্মে তালিকাভুক্ত হলে কোম্পানিগুলোকে বছরে একবার মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করতে হবে।

লংকাবাংলা সিকিউরিটিজ ছাড়াও বেঙ্গল মিট, এএফসি হেলথ ও প্রাণ এগ্রো এ প্লাটফর্মে তালিকাভুক্তির প্রক্রিয়ায় রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

বসুন্ধরা পেপারের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার এন্ড প্রিন্টিং শিল্প খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ২’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩১ অক্টোবরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম///

ভিএফএস থ্রেডসের ঘোষিত বোনাস লভ্যাংশ বাতিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ভিএফএস থ্রেডস ডায়িং লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কশিমন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

এই ঘোষিত লভ্যাংশটিকে বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/এম