মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে বিমাটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২ জানুয়ারি শেয়ার দর ছিল ৬৪.২০ টাকা। আর আজ ১৮ জানুয়ারি সর্বশেষ শেয়ারটি ৮৮.১০ টাকায় লেনদেন হয়েছে।

বিমাটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় সন্ধানী মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. জেনেক্স ইনফোসিস
  2. বাংলাদেশ শিপিং কর্পােরেশন
  3. বসুন্ধরা পেপার মিলস
  4. শাইনপুকুর সিরামিকস
  5. আমরা নেটওয়ার্কস
  6. লাফার্জ হোলসিম
  7. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
  8. ওরিয়ন ফার্মা
  9. জেএমআই হসপিটাল মেনুফেকচারিং
  10. ইষ্টার্ণ হাউজিং লিমিটেড।

দিনশেষে সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। । তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে । অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৫৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২২১০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩৪ কোটি ২৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯০০ কোটি ৮৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৮টির, আর দর অপরিবর্তিত আছে ১৮১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পােরেশন, বসুন্ধরা পেপার মিলস, শাইনপুকুর সিরামিকস, আমরা নেটওয়ার্কস, লাফার্জ হোলসিম বাংলাদেশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল মেনুফেকচারিং ও ইষ্টার্ণ হাউজিং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৫.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৮৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৮২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৪২ কোটি ২৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

আমরা নেটওয়ার্কসের বোনাস বিওতে প্রেরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ বিও হিসাবে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

টুইটারের আয় কমল ৪০ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এক বছরে টুইটারের আয় কমেছে প্রায় ৪০ শতাংশ! এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের পক্ষ থেকে এই নিয়ে একটি টুইটও করা হয়েছে।

ইলন মাস্কের যে বড় অংকের ঋণ পরিশোধ করার কথা ছিল তা শোধ করা এখনও বাকি। তার আগেই টুইটারের আয় কমার খবরে বহু টুইটার কর্মী উদ্বেগে রয়েছেন বলেও রয়টার্স জানিয়েছে।

সম্প্রতি টুইটারের সিঙ্গাপুরের সদর দফতর বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন ইলন মাস্ক। কর্মীদেরও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এতেই প্রশ্ন উঠেছিল, এশিয়ায় টুইটারের সদর দফতর কি বন্ধ হওয়ার মুখে? যদিও সে বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। যেভাবে তড়িঘড়ি অফিস ছাড়ার নোটিশ দেওয়া হয়, তাতে কর্মীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। জল্পনা তৈরি হয়েছিল, ইলন মালিকানা নেওয়ার পর কি তাহলে লাভের মুখ দেখছে না মাইক্রোব্লগিং সাইট? সেই জল্পনা যে অনেকটাই সত্য, তারই প্রমাণ পাওয়া গেল রয়টার্সের সংবাদ থেকে। সূত্র: রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/////

খান ব্রাদার্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবিবি-’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৪’।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম////

মুন্নু সিরামিকসের ৪ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের এক কর্পোরেট পরিচালক ২ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ২ লাখ শেয়ার বিক্রি করলেন। ঘোষণার সময় এই পরিচালকের হাতে কোম্পানিটির মোট ১ কোটি ১ লাখ ৩৯ হাজার ৭৭ টি শেয়ার ছিল।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

২০২২ সালে বিদেশ ভ্রমণ বেড়েছে দ্বিগুণ : জাতিসংঘ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

২০২১ সালের তুলনায় সদ্য বিদায়ী বছরে দ্বিগুণ আন্তর্জাতিক ভ্রমণ হয়েছে। মধ্যপ্রাচ্য এবং ইউরোপ শক্তিশালীভাবে প্রত্যাবর্তন করছে।

মঙ্গলবার জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএনডব্লিউটিও এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালে ৯০ কোটির বেশি (৯০০ মিলিয়ন) পর্যটক আন্তর্জাতিক ভ্রমণ করেছে। বিশ্বের কিছু দেশ কঠোর করোনাভাইরাস নীতি শিথিল করায় ভ্রমণ বেড়েছে। আন্তর্জাতিক ভ্রমণের এই সংখ্যা করোনা মহামারি যুগের ৬৩ শতাংশ।

রিপোর্টে আরও বলা হয়েছে, ২০১৯ সালে আন্তর্জাতিক ভ্রমণ করেছিল প্রায় দেড়শো কোটি মানুষ। আর ২০২১ সালে ভ্রমণ করেছিল ৪৫ কোটি ৫৫ লাখ ( ৩৫৫ মিলিয়ন) পর্যটক।

করোনা মহামারির আগে ভ্রমণ এবং পর্যটন বৈশ্বিক জিডিপিতে ১০ শতাংশ অবদান রেখেছিল।

স্টকমার্কেটবিডি.কম/////

১০ মাসে ১৯৪০ কোটি ডলারের পোশাক নিয়েছে ইইউ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গেল বছরের প্রথম ১০ মাসে বাংলাদেশ থেকে ১৯৪০ কোটি ডলারের পোশাক নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা, ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে, জানুয়ারি থেকে অক্টোবর ২০২২ সময়ের মধ্যে, ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব থেকে ৮৬.৭৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২৪.৪১ শতাংশ।

জানুয়ারি-অক্টোবর ২০২২ সালে, ইইউ বাংলাদেশ থেকে ১৯.৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। ইইউ এর পোশাক আমদানির জন্য বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম পোশাক আমদানির উৎসের অবস্থানে রয়েছে। ২০২১ সালের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি ৪১.৭৬ শতাংশ বেড়েছে।

চীন ২৯.৩৯ শতাংশ শেয়ার নিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সবচেয়ে বড় পোশাক সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে। ২০২২ সালের প্রথম দশ মাসে, চীন থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি বছরওয়ারি ২২.৪৩ শতাংশ প্রবৃদ্ধিসহ ২৫.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সময়ে, তুরস্ক থেকে আমদানিও বছরওয়ারি ১২.৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি ১০.১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ভারত থেকে আমদানি ৪.২৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২৩.৪৬ শতাংশ।

অন্যান্য শীর্ষ সরবরাহকারীদের মধ্যে কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি যথাক্রমে ৩৯.৬৯ শতাংশ, ৩৩.০৫ শতাংশ, ২৮.৫৫ শতাংশ, ৯.৫৯ শতাংশ, ১৮ শতাংশ এবং ৩১.৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের ২য় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৩ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৪ টায় রাজধানীর সাভার আশুলিয়াতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম