ফরচুন সুজের আয় ৭০০% কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হযেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের এই প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭৫ টাকা। এসময় কোম্পানিটির প্রায় আয় ৭০০ শতাংশ কমেছে।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৮৮ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১৪.৩০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

বাণিজ্য মেলায় এসেছে ৩০০ কোটি টাকার রফতানি আদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা থেকে প্রায় ৩০০ কোটি টাকার স্পট রফতানি আদেশ পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ -চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে একথা জানান তিনি। মাসব্যাপী এ মেলার আয়োজন করেছিল বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

টিপু মুনশি বলেন, ‘এবারের ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মানুষের আগ্রহ অনেক বেড়েছে। অংশগ্রহণকারী বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। মেলায় প্রায় ৩০-৩৫ লাখ দর্শনার্থী এসেছেন, কেনা-বেচা হয়েছে প্রায় ১০০ কোটি টাকার। স্পট রফতানি আদেশ মিলেছে প্রায় ৩০০ কোটি টাকার।’

বাণিজ্য মেলা রফতানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে উল্লেখ করে তিনি বলেন, গত বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা ঘোষণা করে প্রকৃত রপ্তানি হয়েছিল ৬১ বিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার দেয়া হয় ১০টি সেরা প্যাভিলিয়ন ও স্টলকে, দ্বিতীয় পুরস্কার দেয়া হয় ১৩টি প্যাভিলিয়ন ও স্টলকে, তৃতীয় পুরস্কার দেয়া হয় ১১টি প্যাভিলিয়ন ও স্টলকে। এ ছাড়া শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে চারটি প্রতিষ্ঠানকে, বেস্ট ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে তিনটি প্রতিষ্ঠানকে, বেস্ট ফার্নিচার উৎপাদনকারী বা রফতানি প্রতিষ্ঠান হিসেবে চারটি প্রতিষ্ঠানকে এবং ইনোভেটিভ পণ্য উৎপাদনকারী বা বিক্রেতা হিসেবে দুটি প্রতিষ্ঠানকে ট্রফি দেয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/////

এসএস স্টিলের টানা তিনবছর একই লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এস এস স্টিল লিমিটেড গত ২০২১-২২ হিসাববছরের জন্য ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। মুনাফা ভিন্ন হওয়া সত্ত্বেও শেয়ারহোল্ডারদের জন্য টানা তিনবছর একই পরিমাণ লভ্যাংশ ঘোষণা করে আসছে কোম্পানি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় উক্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৭ টাকা। আর এ বছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৪.০৫ টাকা।

২০২০-২১ বছরেও ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড। এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২.৩১ টাকা। আর এ বছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ দাঁড়ায় ২৩.৫৮ টাকা।

এর আগের বছর ২০১৯-২০ সমাপ্ত অর্থবছরের জন্যও ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। এই অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ১.৫৫ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের মূল্য (এনএভি) ছিল ১৭.৯৮ টাকা।

গত ২০১৯ সালে এস এস স্টিল লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। শেয়ারহোল্ডারদেরকে সেই বছর ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে কোম্পানিটি।

এসএস স্টিল লিমিটেডের ৩০ জুন ২০২১ সালের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ বাতিল করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কশিমন (বিএসইসি)। পরে বাতিল আদেশ স্থগিত করে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/////

হাওয়েল টেক্সটাইলের আয় দ্বিগুণ বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি হাওয়েল টেক্সটাইল বিডি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হযেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের এই প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭৬ টাকা। এসময় কোম্পানিটির প্রায় আয় দ্বিগুণ বেড়েছে।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪.৮৯ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৩৪.৩৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম