এমারেল্ড ওয়েলের তিন বছরের বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড ওয়েল লিমিটেডের বিগত তিন বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ ফেব্রুয়ারী আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৫টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাগুলো অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ২০১৭, ২০১৮ ও ২০১৯ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য তিন বছরের লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

একইদিন আরেক বোর্ড সভায় কোম্পানিটি ১ম, ২য় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/////

সিনেমা হলের ঋণ আবেদনে সময় বাড়ল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সিনেমা হল নির্মাণ ও সংস্কারে কম সুদের এক হাজার কোটি টাকার বিশেষ তহবিল থেকে ঋণ আবেদনের সময় এক বছর বাড়াল বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ঋণ নিতে আগ্রহীরা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

গতকাল বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সিনেমা হলের জন্য বিশেষ এ তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। এখান থেকে ঋণ নিতে আগ্রহীদের প্রথমে গত বছরের মার্চের মধ্যে আবেদন করতে বলা হয়। পরে সময় বাড়িয়ে গত বছরের ডিসেম্বর নির্ধারণ করা হয়। এখন আরেক দফা সময় বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হলো।

বিশেষ এ তহবিল থেকে মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ৫ শতাংশ এবং এর বাইরে সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ পান গ্রাহকরা। এক বছরের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ আট বছরের জন্য ঋণ নেওয়া যায়।

স্টকমার্কেটবিডি.কম////

শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম বাড়ল আরও ৬৫ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় আবারও বাড়ল বিদ্যুতের দাম। দেশটির বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা বিদ্যুতের দাম ৬৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে। বুধবার থেকে বাড়তি দাম কার্যকর হয়েছে।

শ্রীলঙ্কার সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

এর আগে গত বছরের আগস্টে বিদ্যুতের দাম ৭৫ শতাংশ বাড়িয়েছিল দেশটি।

অর্থনৈতিক দুর্দশায় জেরবার শ্রীলঙ্কায় চরম ভোগান্তিতে রয়েছে মানুষ। এ সংকট কাটাতে একটি পথই খোলা দেখছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। সেটি হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়া। কিন্তু আইএমএফের শর্তের বেড়াজালে ঋণ পেতে দেরি হচ্ছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, আইএমএফের ঋণ পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করা হচ্ছে। শিগগিরই ২৯০ কোটি ডলারের ঋণ বা বেইল আউট পাওয়া যাবে।

স্টকমার্কেটবিডি.কম////

১০০০ টাকার নতুন নোট বাজারে আসছে আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার সই করা ১০০০ টাকা মূল্যমানের নোট আজ বৃহস্পতিবার বাজারে আসছে। কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশনস থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান গভর্নরের সই করা ১০০০ টাকা মূল্যমানের নোট আগামীকাল বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, যা পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন এবং সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

স্টকমার্কেটবিডি.কম////

দেশবন্ধু পলিমারের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের ঋণমান ‘এ’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআরএল)।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঘুরে দাঁড়াচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দীর্ঘদিন ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে পড়ে থাকা অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড সক্রিয় হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই বোর্ডে ফিরে আসার পর বিভিন্ন ইতিবাচক কার্যক্রমে পুনরায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে অ্যাপেক্স উইভিং। ইতিমধ্যে কোম্পানিটি বিশ্বের বৃহত্তম বাণিজ্য মেলা ‘মেসে ফ্রাঙ্কফুর্টে’ অংশগ্রহণ করেছে।

ক্রেতাদের চাহিদা অনুযায়ী ১০০ শতাংশ তুলা এবং পলিয়েস্টার তুলা ব্যবহার করে বিভিন্ন প্রিন্ট এবং প্লেইন পণ্য তৈরি করে।

‘মেসে ফ্রাঙ্কফুর্টে’ প্রদর্শিত পণ্যগুলি বৈচিত্র্যময় এবং ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানির ক্রেতাদের জন্য সরবরাহ করা হয়। পণ্যের মধ্যে রয়েছে বালিশের কভার, বিছানার চাদর, কুশন কভার, পর্দা এবং তোয়ালে।

এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিশিং মিলসের মার্চেন্ডাইজিং ম্যানেজার মিস ফেলি সাংবাদিকদের জানান, বাণিজ্য মেলায় অংশগ্রহণ তাঁত ও ফিনিশিং শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের পণ্যের প্রচার এবং নতুন ক্রেতাদের প্রদর্শনের অন্যতম প্ল্যাটফর্ম। বাণিজ্য মেলায় ব্যবসা বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরিতেও সাহায্য করে। “এই বছর, কোম্পানি একটি সুন্দর অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন করেছে। এছাড়াও বিদেশী ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান তিনি।

মিস ফেলির মতে, বিদেশী ক্রেতাদের কাছ থেকে সাড়া ইতিবাচক ছিল, কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালে কোম্পানির কার্যক্রমের কিছুটা ধীর গতি ছিল। করোনাকালীন সময় আমাদের পণ্য ছিল তবে বিক্রি হতো না। এখন ধীরে ধীরে অর্ডার পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আশা করছি ভবিষ্যতে ব্যবসায়িক গতি বৃদ্ধি পাবে।

জার্মানিতে গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চার দিনব্যাপী এ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এটি একটি বার্ষিক ইভেন্ট যা ব্যবসায়িক যোগাযোগ এবং নতুন অর্ডার পাওয়ার অন্যতম প্লার্টফর্ম।

এই আয়োজনে বিভিন্ন দেশ থেকে আনুমানিক ২ হাজার ১৩২ জন প্রদর্শক এসেছেন, যা আগের ইভেন্টের তুলনায় কম ছিল। তবে ভবিষ্যতে এটি আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।

১৯৯৬ সালে অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। কোম্পানিটি ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে তৈরি পণ্য রপ্তানি করে।

১০০ শতাংশ রপ্তানিমুখী টেক্সটাইল মিল একটি একক কম্পাউন্ডের মধ্যে থেকে প্রশস্ত-প্রস্থ বুনন, ইন-হাউস প্রিন্টিং, ইন-হাউস ফিনিশিং এবং মিষ্টান্ন ইউনিট সরবরাহ করে।বর্তমানে, প্রতিদিন ১ লাখ ২০ হাজার মিটার ১০০ শতাংশ তুলা এবং পলিকটন মিশ্রণ তৈরি করা যেতে পারে (মুদ্রিত এবং রঙ্গিন)।

এদিকে কোম্পানিটির এরকম বাণিজ্যিক কার্যক্রমে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হচ্ছে। এছাড়া এভাবে ঘুরে দাঁড়ানোর মধ্যে কোম্পানিটির কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা।

স্টকমার্কেটবিডি.কম////

আরামিট সিমেন্টের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২০ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ৪টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

আরামিটের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ শিল্প খাতের কোম্পানি আরামিট লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২০ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ৩টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফুয়াং সিরামিকিসের ২য় প্রান্তিকের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি ফুয়াং সিরামিকিস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা বোর্ড।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.০৯ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৩৫ টাকা। যা ২০২২ সালের ৩০ জুন ছিল ১১.৭৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস