কনফিডেন্স সিমেন্টের ইজিএম আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৪ এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এই ইজিএমটি অনুষ্ঠিত হবে। আগামী ১৩ মার্চ ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে।

কোম্পানিটি ১৫০ কোটি টাকা প্রিফারেন্স শেয়ার ছেড়ে মূলধন বৃদ্ধির এজেন্ডা অনুমোদনের জন্য এই ইজিএমটি আহবান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ডিএসইতে লেনদেন ২’শ কোটি টাকার ঘরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমে ২’শ কোটি টাকার ঘরে নেমেছে।  অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২২৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২২২১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৪০ কোটি ৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ২৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৮টির, আর দর অপরিবর্তিত আছে ১৩২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বাংলাদেশ শিপিং কর্পােরেশন, শাইনপুকুর সিরামিক্স, জেনেক্স ইনফোসিস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এ্যাপেক্স ফুটওয়ার, জেমিনী সী ফুডস, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, ওরিয়ন ফার্মা, বীকন ফার্মাসিউটিক্যালস ও  মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৪.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৮৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৬২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৪৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৩ কোটি ৪৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে শাইনপুকুর সিরামিক্স ও ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

  1. বাংলাদেশ শিপিং কর্পােরেশন
  2. শাইনপুকুর সিরামিক্স
  3. জেনেক্স ইনফোসিস
  4. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  5. এ্যাপেক্স ফুটওয়ার
  6. জেমিনী সী ফুড
  7. সী পার্লস স্পা
  8. ওরিয়ন ফার্মা
  9. বীকন ফার্মা
  10. মুন্নো এগ্রো লিমিটেড।

গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৮ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ২০২২ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২:৪৫টায় রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গতবছর বিমাটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম

কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ মীরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করেছেন। আজ রবিবার সকাল সাড়ে ১০টার পর কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ ফ্লাইওভার উদ্বোধন করেন তিনি।

এত দিন আনুষ্ঠানিক উদ্বোধন না করায় ফ্লাইওভার বন্ধ ছিল। তবে নিচের প্রশস্ত রাস্তা চালু করায় তার সুফল পাচ্ছিল মিরপুরের বাসিন্দারা। সড়ক প্রশস্ত হওয়ায় যানজট হচ্ছে না। ফ্লাইওভারেও ভালো সুফলের আশা করছে মিরপুরবাসীসহ সড়ক ব্যবহারকারীরা।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইসিবি চত্বর থেকে কালশী ও মিরপুর ডিওএইচএসমুখী ২.৩৪ কিলোমিটার দীর্ঘ চার লেনের এই ফ্লাইওভারের র‌্যাম্প রয়েছে পাঁচটি। মিরপুর ডিওএইচএস প্রান্ত এবং ইসিবি চত্বরের দিকের প্রান্ত থেকে ফ্লাইওভারে ওঠা যাবে। কালশী রোড প্রান্ত দিয়ে শুধু নামার সুযোগ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

কনফিডেন্স সিমেন্টের ২য় প্রান্তিকের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা বোর্ড।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩.৪২ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৬.২২ টাকা। যা ২০২২ সালের ৩০ জুন ছিল ৭২.২৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

রবি আজিয়াটার লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড গত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৫ টাকা। আর এবছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১২.৮২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এ