লিন্ডে বিডির নতুন সিএফও সুভেন্ধু চৌধুরী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি লিন্ডে বিডি লিমিটেডের পরিচালনা বোর্ড সুভেন্ধু চৌধুরীকে কোম্পানিটির সিএফও হিসেবে নিয়োগ দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল রবিবার (১২ মার্চ) অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

আগামী ১২ মার্চ থেকে তিনি কোম্পানিটির নতুন সিএফও হিসাবে দ্বায়িত্ব পালন করবেন।

গত ৩০ নভেম্বর কোম্পানিটির বর্তমান সিএফও মো: আনিসুজ্জামানের মেয়াদ শেষ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

লিন্ডে বিডির এমডি বিভাবাসু সেনগুপ্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি লিন্ডে বিডি লিমিটেডের পরিচালনা বোর্ড বিভাবাসু সেনগুপ্তকে কোম্পানিটির এমডি হিসেবে নিয়োগ দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল রবিবার (১২ মার্চ) অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

আগামী ১০ এপ্রিল থেকে বিভাবাসু সেনগুপ্ত কোম্পানিটির নতুন এমডি হিসাবে দ্বায়িত্ব পালন করবেন।

আর ৩১ মার্চ কোম্পানিটির বর্তমান এমডি সুজিত কুমার পাইয়ের মেয়াদ শেষ হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

যুক্তরাষ্ট্রে আরেকটি ব্যাংক বন্ধ হলো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার তিন দিনের মধ্যে বন্ধ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, গতকাল রোববার নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ব্যাংক বন্ধের ঘটনার দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম নজির।

যথারীতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, সিগনেচার ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৩৬ কোটি ডলার এবং তাদের আমানত আছে ৮ হাজার ৮৫০ কোটি ডলার।

তবে এই ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের করদাতাদের ঘাড়ে কোনো নতুন চাপ আসবে না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। অর্থাৎ এসভিবি বা সিগনেচার ব্যাংককে বেইল আউট করা হবে না। আমানতকারীদের স্বার্থও রক্ষা করা হবে জানিয়েছে তারা।

এসভিবির মতো সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা অনেকটা আকস্মিকভাবেই আসে। সাপ্তাহিক ছুটির দিন হলেও গতকাল রোববার সিগনেচার ব্যাংকের ম্যানহাটনের প্রধান কার্যালয়ে এক বৈঠকে উপস্থিত হওয়ার জন্য কর্মীরা জড়ো হয়েছিলেন। এমনকি ইতালীয় রেস্তোরাঁ কারমিন থেকে দুপুরের খাবারের অর্ডারও দিয়েছিলেন তাঁরা, সঙ্গে ছিল স্টারবাকসের কফি। কিন্তু ব্যাংক বন্ধ করে দেওয়ার ঘোষণা আসার সঙ্গে সঙ্গে কর্মীরা এক এক করে প্রধান কার্যালয় থেকে বেরিয়ে আসেন।

এই ব্যাংক বন্ধ করে দেওয়ার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ও ফেডারেল রিজার্ভের যৌথ ঘোষণায় বলা হয়েছে, মার্কিন অর্থনীতি সুরক্ষিত এবং মানুষের আস্থা ধরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এফডিআইসি সিগনেচার ব্যাংকের সব হিসাব ফিফথ থার্ড ব্যাংক করপোরেশনে স্থানান্তর করেছে। আজ সোমবার থেকেই গ্রাহক করে তাঁর হিসাব ব্যবহার করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/////

কর আদায় ব্যবস্থা সহজ করতে চায় এনবিআর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘কর আদায় সহজীকরণের বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে,’ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ‘বিদেশি বিনিয়োগে উৎসাহিত করতে এ প্রক্রিয়া আরও সহজ করতে হবে। এ ক্ষেত্রে অন্য দেশগুলোর তুলনায় আমরা পিছিয়ে রয়েছি।’

গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘খসড়া আয়কর আইনেও কর পরিশোধের প্রক্রিয়া সহজীকরণের অনেক বিষয় আনা হয়েছে। করজাল বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে রিটার্ন ফরম সহজ করা এবং অনলাইনে জমা দেওয়ার বিষয়ে আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস সব খাতে ই-পেমেন্ট করার নির্দেশনা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে দেওয়া হয়েছে। তারা আমাদের ভালোর জন্য বলে সবকিছু। সেসব আমরা দ্রুত করতে পারি না, তাই আইএমএফের একটা তাগিদ থাকে।’

করোনা মহামারি-পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করা হয় আলোচনায়। এ জন্য ব্যক্তি-শ্রেণির করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ও আয়করের হার করদাতার জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব দিয়েছে ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন। সেইসঙ্গে ব্যক্তি-শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাবও করেছে অ্যাসোসিয়েশন।

তাছাড়া মূলধনী বিনিয়োগকে উৎসাহিত করা, সম্পদ ও মূলধন পাচার রোধ, কর্মসংস্থান সৃষ্টি ও ভবিষ্যতে অধিক রাজস্ব আহরণের লক্ষ্যে অপ্রদর্শিত আয়কে সহজ শর্তে প্রদর্শনের সুযোগ দিয়ে ধারা-১৯ এ পুনর্বহাল করার প্রস্তাব করা হয়েছে।

সব ক্ষেত্র ৭ দশমিক ৫ শতাংশ করপোরেট কর কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন শিপিং এজেন্সি কমিশনের ওপর প্রদেয় উৎসে করের হার ৮ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

ক্যাবলস বিক্রয়ে আধুনিক কৌশল ওয়ালটনের, কক্সবাজারে ইএস প্লাজা চালু

কক্সবাজারে ওয়ালটন ক্যাবলসের ৫৬তম ইএস (ইলেকট্রিক্যাল সলিউশন) প্লাজা উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ক্যাবলস প্রস্তুতকারক ওয়ালটন। নিজস্ব কারখানায় উৎপাদিত সর্বোত্তম মানের পণ্য ও সেবা সরাসরি গ্রাহকদের হাতে পৌঁছে দিতে বদ্ধপরিকর ওয়ালটন ক্যাবলস।

ওয়ালটন ক্যাবলসের ইএস প্লাজা শোরুম স্থাপনের প্রথম ধাপের কার্যক্রম এরইমধ্যে শুরু করা হয়েছে। সম্প্রতি কক্সবাজারে ওয়ালটন ক্যাবলসের ৫৬তম ইএস প্লাজা আউটলেট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. সোহেল রানা, হেড অব সেলস মাহবুবুল ওয়াহিদ, ব্র্যান্ড ম্যানেজার মো. জাকিবুর রহমানসহ স্থানীয় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর, কক্সবাজার মার্কেট এসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি, কক্সবাজার ইলেকট্রিক্যাল শপ ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সিবিও সোহেল রানা সবার জন্য উন্নতমানের পণ্য সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ক্যাবলসের জন্য আলাদা আউটলেট চালুর মাধ্যমে আমরা আরো বেশি সংখ্যক ক্রেতার নিকট পৌঁছাতে পারবো; তাদের চাহিদা সম্পর্কে জানতে পারবো এবং তাদের হাতে সেরা মানের পণ্য তুলে দিতে সক্ষম হবো।

কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য ও সেবা দিতে ওয়ালটন বদ্ধপরিকর। এক্ষেত্রে ওয়ালটন ক্যাবলসের বিক্রয় কৌশল রিটেইল আউটলেটে স্থানান্তরিত এবং নতুন শোরুম খোলার সিদ্ধান্ত একটি সাহসী ও কৌশলগত পদক্ষেপ। ক্যাবলসের জন্য আলাদা শোরুম স্থাপনের মাধ্যমে গ্রাহকদের চাহিদা আরো ভালোভাবে বোঝা সম্ভব হবে। যার ফলে ওয়ালটন ক্যাবলসের ব্যবসায়িক প্রসার ঘটবে। এই পদক্ষেপ শতভাগ সফল হবে এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সম্প্রসারণ অব্যাহত থাকবে। গ্রাহকদের সর্বোত্তম পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ক্যাবলস উৎপাদনকারী হিসেবে বাজারে ওয়ালটনের অবস্থান আরো শক্তিশালী ও সুদৃঢ় হবে।

স্টকমার্কেটবিডি.কম////

 

লিন্ডে বিডির লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি লিন্ডে বিডি লিমিটেড গত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল রবিবার (১২ মার্চ) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮.০৪ টাকা। আর এবছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩৯৭.৪৪ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ১১ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এ