ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা স্হগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভাটি স্হগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামীকাল ৫ জুন বেলা ৩টায় রাজধানীর পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বোর্ড সভার পরিবর্তিত দিন ও সময় পরে জানিয়ে দেওয় হবে

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে এবারই প্রথম শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি।

স্টকমার্কেটবিডি.কম///

ডলারের বিপরীতে ইউয়ানের মান আরও কমার আশঙ্কা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত ছয় মাসের মধ্যে ডলারের বিপরীতে ইউয়ানের অবস্থান সর্বনিম্নে অবস্থান করছে। বিশ্লেষকদের আশঙ্কা, আগামী দিনগুলোতে সূচক আরো নিম্নমুখী থাকতে পারে। ফলে দীর্ঘদিন মহামারীজনিত অচলাবস্থার পর অর্থনীতি পুনরুদ্ধারের পথে বিনিয়োগকারীদের ফিরিয়ে আনা এখনো ঝুঁকিপূর্ণই রয়ে গেছে।

রয়টার্স প্রকাশিত খবরে বলা হয়, একদিকে অর্থনীতি পুনরুদ্ধারের পথে হতাশাজনক পরিস্থিতি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান দূরত্ব। পাশাপাশি করপোরেট খাতের ঝুঁকির মতো বিষয়গুলো সামগ্রিকভাবে ইউয়ানের পতনের পেছনে অনুঘটকের ভূমিকা পালন করেছে। ২০২৩ সালের জানুয়ারিতে ডলারের বিপরীতে ইউয়ানের পতন ঘটে ৫ শতাংশের বেশি।

ন্যাটিক্সিসের জ্যেষ্ঠ কর্মকর্তা গ্যারি এনজির দাবি, চীনের পুনরুদ্ধার প্রক্রিয়ার গতি প্রত্যাশিত ছিল না। নতুন কোনো আশাজাগানিয়া সংকেতও নেই সামনে। তার কারণেই ইউয়ানের পতন ঘটেছে।

পরিস্থিতি বিবেচনায় দুর্বল মুদ্রা রফতানিতে ইতিবাচক হতে পারে, কারণ বৈশ্বিক বাণিজ্যও অর্থনৈতিক মন্দাবস্থা পার করছে। চীনা অর্থনীতির জন্য কয়েক বছর ধরেই রফতানি অন্যতম প্রধান দিক। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে দুর্বল হয়ে উঠছে বৈশ্বিক চাহিদা। ফলে হ্রাস পাচ্ছে রফতানি খাত।

আরবিসি ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক আলভিন টান বলেন, ‘‌ইউয়ানের পতনের ঘটনাটি মূলত অর্থনৈতিক স্থিতাবস্থার লক্ষণ। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ডলারের বিপরীতে বিনিময় হার ৭ দশমিক ১ ও শেষ দিকে ৭ দশমিক ৫ শতাংশে দাঁড়াবে বলে প্রাক্কলন করেছিলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম////

এমারেল্ড ওয়েলের বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ জুন আহবান করা হয়েছে ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীতে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম////

ক্রিস্টাল ইন্সুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের দীর্ঘমেয়াদী ঋণমান এসেছে ‘এএ+’’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড ।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

ওরিয়ন ইনফিউশনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

রিন সাইন টেক্সটাইলসের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি রিন সাইন টেক্সটাইলস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় রাজধানীতে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম////

বেক্সিমকো সুকুকের ষান্মাসিক মুনাফা ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বেক্সিমকো গ্রীন-সুকুক আল ইসতিসনার ইউনিটধারীদের জন্য ষান্মাসিক মুনাফা (Half Yearly Periodic Payment) ঘোষণা করা হয়েছে। আলোচিত সময়ের জন্য ইউনিটধারীদেরকে ৫ দশমিক ৫ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১ জুন) অনুষ্ঠিত বেক্সিমকো গ্রীন-সুকুকের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়।

বেক্সিমকো গ্রীন-সুকুক আল ইসতিসনার ট্রাস্টি রাষ্ট্রায়ত্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সূত্রে এই তথ্য জানা গেছে।

ঘোষিত মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২২ জুনকে রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

এমারেল্ড ওয়েলের ২০২০ ও ২০২১ সালের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প কোম্পানি এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ২০২০ ও ২০২১ সালের শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১ জুন) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

২০২০ ও ২০২১ সালের কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা ও ০.৫৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের দায় দাঁড়িয়েছে যথাক্রমে ১৯.৯৯ টাকা ও ২০.২৯ টাকা।

আগামী ১২ জুলাই কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন।

স্টকমার্কেটবিডি.কম/এ