ডমিনেজ স্টিলের নতুন সিএফও মঈনুল আরেফীন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের পরিচালনা বোর্ড কোম্পানিটির নতুন সিএফও হিসেবে নিয়োগ দিয়েছেন মো: মঈনুল আরেফীনকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। এই নতুন সিএফও কোম্পানিটির বর্তমান সিএফও মো: জিল্লুর রহমানের স্থলাভিসিক্ত হবেন।

গত ১ জুন থেকে কোম্পানিটির নতুন সিএফও হিসাবে দ্বায়িত্ব পালন করছেন বলে ডিএসই সূত্রে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম////

গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি এসেছে ঋণমান ‘এএএ’ ও দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৩ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমা শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/////

এমকে ফুটওয়ারের সাবস্ক্রিপশন ১১ হতে ১৫ জুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এসএমই প্ল্যাটফর্মের জন্য কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) অনুমোদন পাওয়া এমকে ফুটওয়ার পিএলসির সাবস্ক্রিপশন আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে। এ সাবস্ক্রিপশন চলবে ১৫ জুন পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজার থেকে কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি শেয়ার ছেড়ে ১০ কোটি টাকা উত্তোলন করবে।

গত ২৭ ফেব্রুয়ারি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৮তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়।

বিএসইর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোম্পানির পুঁজি উত্তোলন করে কারখানার মেশিন ও যন্ত্রপাতি ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৯ টাকা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৯৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

পূবালী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পূবালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান।

সভায় পূবালী ব্যাংকের শেয়ারহোল্ডারদের মতামতের ভিত্তিতে ২০২২ সালের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত অনুমোদন হয়।

বার্ষিক সাধারণ সভায় পরিচালকরা উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন এবং দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

স্টকমার্কেটবিডি.কম/////

বিদেশি এয়ারলাইন্সের জন্য ডলার ছাড় করার নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশেই চলছে ডলার সংকট। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই সংকট দেখা দিয়েছে। আর এই ডলার সংকটের কারণে বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রায় আয় নিতে পারছে না বিভিন্ন বিদেশি এয়ারলাইন্স। সম্প্রতি গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।

সংবাদমাধ্যমে এই খবর প্রকাশের পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক। দ্রুত ওইসব বিদেশি এয়ারলাইন্স এজেন্সির অনুকূলে ডলার ছাড় করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য আরও একটি উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ওইসব এয়ারলাইন্স যেন আগামীতে বাংলাদেশ থেকে টাকায় তেল কিনতে পারে সেই ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে তেল কিনতে চাইলে ডলারে পরিশোধ করতে হয়। যদিও বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে তেল কেনে খুব কম।

মঙ্গলবার বিকাল ৫টায় এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র মো. আবুল বশর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

তিনি বলেন, বিভিন্ন সংবাদপত্রে বলা হয়েছে বিদেশি এয়ারলাইন্সগুলোর পরিশোধের জন্য ২১ কোটি ৪০ লাখ ডলার বকেয়া আছে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে তথ্য নিয়ে দেখেছে, বকেয়ার পরিমাণ মূলত ১৭ কোটি ৭৮ লাখ ডলার। এ বকেয়া যেন দ্রুত পরিশোধ করা হয় ব্যাংকগুলোকে সে নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত এয়ারলাইন্স খাতে ৪০ কোটি ২২ লাখ ডলার পরিশোধ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

আলিফ ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

গত ২৫ মে এই শেয়ারটির দাম ছিল ৫৩.৪০ টাকা। গতকাল ৬ জুন এই শেয়ারটির দর বেড়ে ৭৭.৭৯ টাকা দাঁড়িয়েছে।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৩ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন সকাল ১০টায় রাজধানীর পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গতবছর বিমা শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

একই দিন আরেক বোর্ড সভায় বিমাটির চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/////