ভারতের রিজার্ভ কমেছে ২৯০ কোটি ডলার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আবারও কমেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) বিদেশি মুদ্রার রিজার্ভ। গত ২৩ জুন শেষ হওয়া সপ্তাহে আরবিআইয়ের বিদেশি মুদ্রার রিজার্ভ ২৯০ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ৫৯৩ দশমিক ১৯ বিলিয়ন বা ৫৯ হাজার ৩১৯ কোটি ডলারে।

তবে আগের সপ্তাহে আরবিআইয়ের রিজার্ভ বেড়েছিল। ১৬ জুন শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ ২৩৫ কোটি ডলার বেড়ে দাঁড়ায় ৫৯৬ বিলিয়ন বা ৫৯ হাজার ৬০০ কোটি ডলারে।

ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ২০২১ সালের অক্টোবর মাসে ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ সর্বকালের উচ্চতায় ওঠে। তখন আরবিআইয়ের রিজার্ভ ছিল ৬৪৫ বিলিয়ন ডলার। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতের মুদ্রা রুপিরও দরপতন হয়। তখন আরবিআই রুপির দরপতন ঠেকাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে।

এ ছাড়া গত ২৩ জুন শেষ হওয়া সপ্তাহে রিজার্ভের অন্যতম অনুষঙ্গ বিদেশি মুদ্রায় রক্ষিত সম্পদের মূল্য ২১২ কোটি ডলার কমে দাঁড়ায় ৫২৫ বিলিয়ন ডলারে। আরবিআইয়ের সাপ্তাহিক পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।
বিদেশি মুদ্রায় রক্ষিত সম্পদের মান ডলারে প্রকাশিত হয়। তবে যেসব সম্পদ ডলার ব্যতীত অন্যান্য মুদ্রায় রক্ষিত হয়, যেমন ইউরো, পাউন্ড ও ইয়েন—এসব মুদ্রার দরপতন হলে সম্পদের মূল্যও কমবেশি হয়।

এদিকে আরবিআইয়ের সোনার রিজার্ভের পরিমাণও কমেছে। তথ্যানুসারে, ২৩ জুন শেষ হওয়া সপ্তাহে আরবিআইয়ের মজুত সোনার মূল্য ৭৪ কোটি ৫০ লাখ ডলার কমে ৪ হাজার ৪৩০ কোটি ডলারে নেমেছে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রদত্ত স্পেশাল ড্রইং রাইটসের পরিমাণ ৮ কোটি ৫০ লাখ ডলার বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৩ কোটি ডলারে। অন্যদিকে আইএমএফের কাছে আরবিআইয়ের রিজার্ভের পরিমাণ ২ কোটি ৯০ লাখ ডলার কমে দাঁড়িয়েছে ৫১২ কোটি ডলারে।

স্টকমার্কেটবিডি.কম/

উত্তরা ব্যাংকের ঋণমান ‘এএ’ ও ‘এসটি-২’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদী ঋণমান এসেছে ‘এএ+’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ২৫ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ বোনাস ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির পরিচালনা বোর্ডের সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে । এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এ