ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্সের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২৩ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আজ ১৭ জুলাই বেলা ৩:৩০টায় রাজধানীর পুরান পল্টনে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ১ম ও ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

কনফিডেন্স সিমেন্ট কোম্পানির নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নাম পরিবর্তন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন নাম হবে কনফিডেন্স সিমেন্ট পিএলসি।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের পাশাপাশি মেমোরেনডামও পরিবর্তন করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

আগামীকাল মঙ্গলবার থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে ।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

অগ্রণী ইন্সুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৩ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ৩০ জুন, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ৩০ জুন, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধ্যা ৭:৩০টায় রাজধানীর ফকিরাপুলে বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

এসএমই কর্পোরেশন স্টক ব্রোকার ও ডিলারের অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ এসএমই কর্পোরেশন লিমিটেডকে স্টক ব্রোকার ও ডিলারের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ এসএমই কর্পোরেশন লিমিটেডকে স্টক ব্রোকার ও ডিলারে অনুমোদন প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাংলাদেশ এসএমই কর্পোরেশন লিমিটেডের থ্রি ডিজিটের আইডি SME । আর সিক্স ডিজিটের আইডি DLRSME ।

স্টকমার্কেটবিডি.কম///

রূপালী ব্যাংকের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে ব্যাংকনটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

গত ১০ জুলাই এই শেয়ারটির দাম ছিল ২৮.৪০ টাকা। গত ১৩ জুলাই এই শেয়ারটির দর বেড়ে ৩৪.৪০ টাকা দাঁড়িয়েছে।

ব্যাংকটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় রূপালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম////

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের আয় ও সম্পদ বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এসময় বিমাটির আয় ও সম্পদ মূল্য বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (এপ্রিল-জুন) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৫ টাকা।

চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৫ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ১.০৪ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৭০ টাকা। গত ২০২২ সালের ৩১ ডিসেম্বর এই এনএভি ছিল ১৮.৫৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

প্রাইম ব্যাংকের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রান্তিকে ব্যাংকটির মুনাফা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। গত বছরের এ সময়ের ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৭ টাকা।

চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১.৯৩ টাকা। গত বছরের এ সময়ের ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ১.৫৯ টাকা।

এ প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের সম্বনিত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮.৫৬ টাকা। গত ২০২২ সালের ৩১ ডিসেম্বর এই দায় মূল্য ছিল ২৬.১৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ঢাকা ডায়িংয়ের কারখানায় আগুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টঙ্গী বিসিকের পাগার এলাকায় অবস্থিত দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা করে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, কারখানাটিতে প্রায় এক হাজার ৫০০ শ্রমিক কাজ করে।

হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখে শ্রমিকরা হৈচৈ শুরু করে। প্রথমে কারখানার অভ্যন্তরীণ অগ্নিনির্বাপনী ব্যবস্থায় আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, আগুন নিয়ন্ত্রণের জন্য তিনটি ইউনিট কাজ করেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

স্টকমার্কেটবিডি.কম////