৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে স্টার অ্যাডহেসিভ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি স্টার অ্যাডহেসিভের পরিচালনা পর্ষদ ৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি আনসিকিউরড, সম্পূর্ণ কনভার্টেবল বা রিডামবল বন্ড ইস্যু করবে। বন্ডটির মেয়াদ হবে ৬ বছর। বন্ডটি অর্ধবার্ষিকী ভিত্তিতে মুনাফা ঘোষণা করবে।

স্ট্যার অ্যাডহেসিব বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধের জন্য বন্ড ইস্যু করবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন দুপর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠান হবে।

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

জুলাই মাসে বিও অ্যাকাউন্ট কমেছে ১ লাখ ১৮ হাজার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জুলাই মাসে শেয়ারবাজারে বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট কমেছে প্রায় ১ লাখ ১৮ হাজার। জুলাই শেষে বিও অ্যাকাউন্ট সংখ্যা কমে নেমেছে ১৭ লাখ ৪৩ হাজার ২৫টিতে। এ সংখ্যা গত প্রায় ১৪ বছরের সর্বনিম্নে নেমেছে। অবশ্য আগস্টের প্রথম তিন কার্যদিবসে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে ৬৯৯টি। ফলে বৃহস্পতিবার শেষে কিছুটা বেড়ে এ সংখ্যা ১৭ লাখ ৪৩ হাজার ৭২৪টিতে উন্নীত হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি প্রতিষ্ঠান সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ২০০৯ সালের নভেম্বরের পর এ বছরই বিও অ্যাকাউন্ট সংখ্যা ১৭ লাখে নেমেছে। ২০০০ সালে সিডিবিএলের কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত ৭৮ লাখ ৮৯ হাজার ৬১৩টি বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার সিংহভাগই বন্ধ হয়ে গেছে। এ দফায় নতুন খোলার তুলনায় বেশি সংখ্যক বিও অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ঘটনা শুরু হয় গত ১৩ জুন থেকে। ওই দিন থেকে ৩১ জুলাই পর্যন্ত নিট ১ লাখ ২৯ হাজার ৫৪৮টি বিও অ্যাকাউন্ট কমে যায়।

নির্দিষ্ট মাসে বিও অ্যাকাউন্ট কমে যাওয়া নতুন কিছু নয়। সাধারণত প্রতি বছর জুন থেকে জুলাই মাসে নবায়ন না করায় বিপুল সংখ্যক বিও অ্যাকাউন্ট বন্ধ হয়। জুলাই মাসেই বন্ধ হয় সবচেয়ে বেশি। ২০১০ সালে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এক প্রজ্ঞাপনে বছরে ৫০০ টাকা দিয়ে বিও অ্যাকাউন্ট নবায়নের প্রথা চালু করে। এর পর থেকে প্রতি বছরই এমন হচ্ছে।

নিয়ম হচ্ছে, কোনো বিও অ্যাকাউন্টহোল্ডার নবায়ন ফি না দিলে বিও অ্যাকাউন্ট খোলায় সহায়তাকারী প্রতিষ্ঠান ডিপোজিটরি পার্টিসিপেন্ট বা ডিপি শেয়ারশূন্য অবস্থায় ওই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে শেয়ার থাকলে নবায়ন ফি না দিলেও ওই অ্যাকাউন্ট বন্ধ করা যায় না। নবায়ন ফি প্রদান না করা পর্যন্ত ওই অ্যাকাউন্ট স্থগিত করার ক্ষমতাও ডিপিকে দেওয়া আছে।

পর্যালোচনায় দেখা গেছে, এ বছর জুলাই মাসে প্রায় ১ লাখ ১৮ হাজার বিও অ্যাকাউন্ট বন্ধ হলেও গত বছর ২ লাখ সাড়ে ১৯ হাজার অ্যাকাউন্ট শেয়ারশূন্য বিও অ্যাকাউন্ট নবায়ন ফি না দেওয়ার কারণে বন্ধ হয়েছিল। ২০২১ সালের জুলাই মাসে এ সংখ্যা ছিল ৫ লাখ ৬৬ হাজার, যা ছিল এক মাসে সর্বোচ্চ বিও অ্যাকাউন্ট বন্ধের রেকর্ড। এর আগের পাঁচ বছরের মধ্যে শুধু ২০১৮ সালের জুলাই মাসে নিট হিসাবে বিও অ্যাকাউন্ট বন্ধ না হয়ে খোলা হয়েছিল বেশি। ওই মাসে নিট ১ লাখ ৫৯ হাজার ৪০৯টি বিও অ্যাকাউন্ট বেড়েছিল। এর বাইরে ২০১৬, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালের জুলাই মাসে যথাক্রমে নিট ২ লাখ ৩৫ হাজার ৯৬৪, ২ লাখ ৬৪ হাজার ৩৭৯, ১ লাখ ৫১ হাজার ৯১০ এবং ২৬ হাজার ৮১৯টি বিও অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল।

গত বৃহস্পতিবারের হিসাবে মোট ১৭ লাখ ৪৩ হাজার ৭২৪টি বিও অ্যাকাউন্টের মধ্যে একক অ্যাকাউন্ট ছিল ১২ লাখ ১৮ হাজার ২৫২টি এবং যৌথ অ্যাকাউন্ট ছিল ৫ লাখ ৯ হাজার ১০৪টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪৪ শতাংশ কম। এর মধ্যে ১৩ লাখ ৪ হাজার ৮৯৯টি ছিল পুরুষ বিনিয়োগকারীর অ্যাকাউন্ট, যা গত বছরের তুলনায় পৌনে ৫ শতাংশ কম। ৪ লাখ ২২ হাজার ৪৫৭টি ছিল নারী বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্ট, যা এক বছর আগের তুলনায় প্রায় ৬ শতাংশ কম।
অন্য এক হিসাবে দেখা গেছে, বিভিন্ন ধরনের বিও অ্যাকাউন্টের মধ্যে বিদেশি ও প্রবাসী বাংলাদেশিদের বিও অ্যাকাউন্ট কমার হার সবচেয়ে বেশি, যা ১৩ দশমিক ৬৮ শতাংশ। গত বৃহস্পতিবার শেষে বিদেশি ও প্রবাসীদের অ্যাকাউন্ট ছিল ৫৫ হাজার ৪৭৩টি। ঠিক এক বছর আগে এ সংখ্যা ছিল ৬৪ হাজার ২৬৩টি।

স্টকমার্কেটবিডি.কম/////

আইসিবি এএমসিএলের ৮ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) পরিচালিত ৮টি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ হিসাববছরের (২০২২-২৩) জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আলোচিত ফান্ডগুলো হচ্ছে-আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড ওয়ান, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।

বৃহস্পতিবার (৩ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডগুলোর ট্রাস্টি কমিটির সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

ফান্ডগুলোর মধ্যে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৬ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড ওয়ান মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৪ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ২.৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৯ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

মেয়াদ বাড়ল বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তারের

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তারে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে কর্মরত অধ্যাপক ড. মাহমুদা আক্তারের চাকরির মেয়াদ আগামী ২ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মেয়াদ বৃদ্ধি করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মাহমুদা আক্তার গত ২০২০ সালের ৩ আগস্ট ৩ বছরের জন্য বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট পদে যোগদান করেন। গতকাল ২০২৩ সালের ২ আগস্ট তার চাকরির মেয়াদ ৩ বছর পূর্ণ হয়েছে। তার চাকরির মেয়াদ ৩ আগস্ট ২০২৩ তারিখ হতে ২ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত ২ বছরের জন্য নবায়ন করা হয়েছে।

অধ্যাপক ড. মাহমুদা আক্তার জাপানের সুকুবা ইউনিভার্সিটি থেকে ২০০০ সালে ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডি অর্জন করেন। এর আগে এই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

স্টকমার্কেটবিডি.কম/////

‘আগামী ২ বছর বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য ঝুঁকিপূর্ণ’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য আগামী ২ বছর ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এই ২ বছর আমাদের ‘ব্যাঙলাফ’ দিয়ে এগুতে হবে।

তিনি বলেন, ‘আমরা এমনিতেই পিছিয়ে আছি। করোনাভাইরাস আসবে, সেটা তো কেউ জানতো না। সেজন্য আমাদের ২ বছর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো ইঞ্জিনিয়ার, কনসাল্টেন্ট, বিদেশি কর্মী কেউ তখন ছিল না। পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলো। গ্যাসের দাম উঠলো ১৬৭ ডলারে, যেটা এখন আমরা মাত্র ১১ ডলারে পাচ্ছি।’

আজ শনিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত এক সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ব্যবসায়ীদের এই সংগঠনটি তাদের মতিঝিলের কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার: বঙ্গবন্ধুর দর্শন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই ২ বছরের মধ্যে আমাদের লোকাল গ্যাস উৎপাদন বাড়াতে হবে, কমপক্ষে ৬০০ মিলিয়ন ঘনফুট আমাদের টার্গেট… আমরা ভোলার গ্যাস খুলনায় নিয়ে আসার জন্য পাইপলাইনের কাজে হাত দেবো। ঢাকা ও নারায়ণগঞ্জের যত পুরোনো গ্যাসের পাইপলাইন আছে, সবগুলো নতুন করে বসাতে হবে, কমপক্ষে ১ হাজার ২০০ কোটি টাকা লাগবে। এগুলোকে অটোমেটেড করতে হবে।’

নসরুল হামিদ বলেন, ‘অনেকে হয়তো জানেই না যে, আমরা সমুদ্রের নিচ দিয়ে ২৬০ কিলোমিটার লম্বা পাইপলাইন করেছি তেল খালাসের জন্য। মহেশখালী থেকে তেল পাইপলাইনের মাধ্যমে পতেঙ্গায় আসবে। সেখান থেকে আরেকটি পাইপলাইনে করে ঢাকায় আসবে সেই তেল। আগে তেল খালাস করার জন্য যেখানে ১০ থেকে ১২ দিন সময় লাগতো, এখন মাত্র ১২ ঘণ্টায়ই এটা সম্ভব। আমাদের প্রতি বছর কমপক্ষে ১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অনারারি অধ্যাপক বদরূল ইমাম।

স্টকমার্কেটবিডি.কম/////

ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ জুলাই থেকে ৩ আগস্ট) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৪ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৪৪ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০২ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়েছে।

এর আগের সপ্তাহের শুরুতে (২৩ থেকে ২৭ জুলাই) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৪২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৪ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ কমেছিল।

স্টকমার্কেটবিডি.কম/////

চলতি বছর ২ হাজার ৭০০ টন আম রপ্তানি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরে এখন পর্যন্ত ২ হাজার ৭০০ টন আম রপ্তানি হয়েছে, যা গত বছরের তুলনায় ১ হাজার টন বেশি। গত বছর মোট ১ হাজার ৭৫৭ টন আম রপ্তানি হয়েছিল।

শুক্রবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গতবছর ২৮টি দেশে আম রপ্তানি হয়েছিল, এ বছর ৩৪টি দেশে আম রপ্তানি হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে ১ হাজার ২৫৬ টন, ইতালিতে ২৯৬ টন, সৌদি আরবে ২৬০ টন, সংযুক্ত আরব আমিরাতে ১৩৭ টন, কাতারে ১১১ টন, সিঙ্গাপুরে ৫৫ টন, সুইজারল্যান্ডে ১৪ টন, জার্মানিতে ৭০ টন, ফ্রান্সে ৮৫ টন, সুইডেনে ৬৫ টন, কুয়েতে ২১৮ টন ও কানাডায় ৪০ টন আম রপ্তানি হয়েছে।

দেশে বছরে প্রায় ২৫ লাখ টন আম উৎপাদিত হয়। কিন্তু, উৎপাদনের তুলনায় রপ্তানির পরিমাণ অনেক কম। ২০১৭-১৮ সালে মাত্র ২৩২ টন, ২০১৮-১৯ সালে ৩১০ টন, ২০১৯-২০ সালে ২৮৩ টন, ২০২০-২১ সালে ১৬৩২ টন, ২০২১-২২ সালে ১৭৫৭ টন আম রপ্তানি হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম///

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় সি পার্ল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৪০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ার লেনদেন হয়েছে ১০৮ কোটি ৭৭ লাখ টাকার।

জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ১০৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯২ কোটি ২১ লাখ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৮২ কোটি ৮৩ লাখ, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৭৯ কোটি ২৫ লাখ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৭০ কোটি ৪৭ লাখ, মেট্রো স্পিনিংয়ের ৬৪ কোটি ৬৯ লাখ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ৬১ কোটি ১১ লাখ ও ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ৫৯ কোটি ৯১ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

৫ দিনে মূলধন বেড়েছে সাড়ে ১৭ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে ১৭ হাজার কোটি টাকা কমেছে। এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৮.৯৯ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৬৩ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৫৬ কোটি টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৮.৯৯ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৫৯২ কোটি ৭৭ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৬৫১ কোটি ৩৩ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৮.৯৯ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৫২ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬টির শেয়ার ও ইউনিটের দর। আর ১৫টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৮৯৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮১ হাজার ৩৭০ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১৭ হাজার ৪৭২ কোটি টাকা বা ২.২৯ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

এফবিসিসিআই নির্বাচনের ভোট পুনর্গণনার দাবি তিন প্রার্থীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের একাংশের ভোট এবং তারপর সমঝোতার ভিত্তিতে সভাপতি ও সাত সহসভাপতি নির্বাচিত হওয়ার রেশ না কাটতেই ভোট কারচুপির অভিযোগ তুললেন তিন প্রার্থী। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের এই তিন প্রার্থী গতকাল বৃহস্পতিবার ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে নির্বাচন আপিল বোর্ডের কাছে পুনরায় ভোট গণনার জন্য আপিল করেছেন।

তিন প্রার্থী হলেন বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন প্রস্তুতকারক সমিতির প্রতিনিধি মো. মাহবুব হাফিজ ও বাংলাদেশ মিষ্টি উৎপাদক সমিতির প্রতিনিধি মো. মারুফ আহমেদ।

এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ডের আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, ভোট পুনর্গণনায় আপিল করা মো. মোস্তফা আল মাহমুদের প্রাপ্ত ভোট ৮০৫। প্রতিদ্বন্দ্বিতা করা ৪৯ প্রার্থীর মধ্যে তাঁর অবস্থান ২৪তম। মোস্তফা আল মাহমুদের চেয়ে মাত্র ৮ ভোট বেশি পেয়ে ২৩তম পরিচালক পদে বিজয়ী হয়েছেন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থী হারুনুর রশীদ। তিনি কাঠ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে ভোট পুনর্গণনার আপিল করা অপর দুই প্রার্থীর মধ্যে মো. মাহবুব হাফিজের প্রাপ্ত ভোট ৭৯৯ ও মো. মারুফ আহমেদের ভোট ৭৭৫। তাঁরা যথাক্রমে ২৫ ও ২৬তম বিজয়ী হয়েছেন।

ভোট পুনর্গণনার জন্য আপিল করা অপর দুই প্রার্থী মো. মাহবুব হাফিজ ও মো. মারুফ আহমেদের আবেদনের অভিযোগ প্রায় একই রকম। তাঁরা অভিযোগ করেছেন, গভীর রাতে ভোট গণনার সময় সুকৌশলে কয়েকটি টেবিলে তাঁদের নামে ভোটের জায়গায় অন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি নজরে এলেও মৌখিক প্রতিবাদ কেউ গ্রাহ্য করেননি; বরং তাড়াহুড়া করে গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম///