ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তিনটি বাৎসরিক বোর্ড সভার দিন স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ ৩ আগষ্ট বেলা ৩ রাজধানীর গুলশানে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্যকারণ বশত এটা স্থগিত করা হয়েছে।

এই বোর্ড সভার নতুন দিন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ২০১৯, ২০২১ ও ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এই তিন বছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা কথা ছিল।

সর্বশেষ গত ২০১৮ সালে বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

বাংলাদেশ এখন অনেক উন্নত দেশ থেকেও এগিয়ে : প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ জনশক্তি তৈরি করতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন অনেক উন্নত দেশ থেকেও এগিয়ে। সরকার দেশকে আরও এগিয়ে নিতে কাজ করছে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’-এর প্রথম সভায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশকে ডিজিটাল হিসেবে গড়ে তোলে।

অথচ এ নিয়ে একসময় আমাদের ব্যঙ্গ করা হতো। সে সময় যারা ডিজিটাল বাংলাদেশ নিয়ে ব্যঙ্গ করেছিল এখন তারাই নানান অপপ্রচারে এর বেশি ব্যবহার করছে।

তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটি পূরণ করেছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাওয়ায় দেশের সবক্ষেত্রেই উন্নতি হচ্ছে।

ডিজিটাল থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের পথে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, এবার সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করা। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট- এ চারটি মূল ভিত্তিকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে।

স্টকমার্কেটবিডি.কম////

ব্যাংক ঋণ নিতে স্বাক্ষরের পাশাপাশি আঙুলের ছাপও লাগবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংক থেকে ঋণ নিতে এতদিন প্রয়োজনীয় কাগজপত্রে শুধু স্বাক্ষর হলেই চলত। তবে এখন থেকে ঋণ নিতে বাধ্যতামূলকভাবে উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ দিতে হবে। ঋণের জামিনদাতাদের আঙুলের ছাপও নেওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকগুলো জাতীয় পরিচয়পত্রের জন্য সংরক্ষিত ডাটাবেজ থেকে আঙুলের ছাপ যাচাই করে তা গ্রহণ করবে। পাশাপাশি ঋণ দেয়ার উদ্দেশ্যে গ্রহণ করা চার্জ ডকুমেন্টসের বিষয়বস্তু ঋণগ্রহীতা, জামিনদাতাসহ সংশ্লিষ্ট তৃতীয় ব্যক্তিকে পড়ে শোনাতে হবে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঋণ বিতরণের আগে ঋণসংশ্লিষ্ট চার্জ ডকুমেন্টগুলো সম্পাদন করাসহ প্রাথমিক ও সহজামানতের ওপর চার্জ আরোপের নির্দেশনা রয়েছে। এতে গ্রাহকভিত্তিক, ঋণের ধরনভিত্তিক ও ঋণের জামানতভিত্তিক গৃহীত চার্জ ডকুমেন্টগুলো তালিকা আকারে উল্লেখ করা রয়েছে, যেখানে ঋণগ্রহীতা ও তৃতীয় ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করা হয়ে থাকে।

স্টকমার্কেটবিডি.কম////

সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১০ আগস্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত  সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ডটির ট্রাস্টি সভা আগামী ১০আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ফান্ডটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

আগের বছর ফান্ডটি ইউনিটহোল্ডারদের ৮ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

গ্রামীণ ওয়ান: স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১৪ আগস্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ান: স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ডটির ট্রাস্টি সভা আগামী ১৪ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ফান্ডটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

আগের বছর ফান্ডটি ইউনিটহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

আজ ৯ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আজ অনুষ্ঠিত হবে। এই সভায় ফান্ডগুলোর ৩০ জুন,২০২৩ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে-

আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আজ ৩ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

আইসিবি ইম্পোলয়েজ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা আজ ৩টায় অনুষ্ঠিত হবে।

পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আজ ৩ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

প্রাইম ব্যাংক আইসিবি ওয়ানের ট্রাস্টি সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ৩টায় অনুষ্ঠিত হবে।

আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা আআজ ৩ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ট্রাস্টি সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

প্রাইম ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৮ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৫টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটির।

একই দিনে প্রতিষ্ঠানটির চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তিনটি বাৎসরিক বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ ৩ আগষ্ট বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাগুলো অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এই তিন বছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

সর্বশেষ গত ২০১৮ সালে বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম////

মুন্নু সিরামিকসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক শিল্প খাতের কোম্পানি মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদী ঋণমান এসেছে ‘এ’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’। বীমা সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআরএল)।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

সিঙ্গারের ১৭২বছর পূর্তিতে উরাধুরাFriday-তে ৭২% পর্যন্ত ডিসকাউন্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সিঙ্গারের ১৭২বছর পূর্তি উপলক্ষে ৩, ৪ এবং ৫ই আগস্ট singerbd.comতে চলবে ৩ দিনব্যাপী স্পেশাল Uradhura Friday।

এই Uradhura ক্যাম্পেইনে অনলাইন অর্ডারে Singerbd.com- এ থাকবে সর্বোচ্চ ৭২% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও গ্রাহকরা টিভিতে উপভোগ করতে পারবে সর্বোচ্চ ১১,০০০ টাকা পর্যন্ত স্পেশাল ক্যাশ ডিসকাউন্ট এবং রেফ্রিজারেটরে থাকছে সর্বোচ্চ ১৯% পর্যন্ত ডিসকাউন্ট।

পাশাপাশি গ্রাহকরা ওয়াশিং মেশিন ,মাইক্রোওয়েভওভেন, সু্ইংমেশিন, স্মলহোম এপ্লায়েন্স সহ বিভিন্ন সিঙ্গার পণ্যে লুফেনিতে পারবেন আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট।

আরও থাকছে অনলাইন অর্ডারে নির্দিষ্ট মডেলে ফ্রী হোমডেলিভারি, ১২ মাস পর্যন্ত ০% ইন্টারেস্ট সুবিধা এবং ১২ মাসে সহজ কিস্তিতে ক্রয়ের সুযোগ।

৩, ৪ এবং ৫ই আগস্ট তারিখে singerbd.com ভিজিটকরুন এবং উরাধুরা friday এর সঙ্গে সিঙ্গারের ১৭২ বছর Anniversary স্পেশাল উৎসবের অংশগ্রহন।

স্টকমার্কেটবিডি.কম/////