ব্যাংক ঋণ নিতে স্বাক্ষরের পাশাপাশি আঙুলের ছাপও লাগবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংক থেকে ঋণ নিতে এতদিন প্রয়োজনীয় কাগজপত্রে শুধু স্বাক্ষর হলেই চলত। তবে এখন থেকে ঋণ নিতে বাধ্যতামূলকভাবে উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ দিতে হবে। ঋণের জামিনদাতাদের আঙুলের ছাপও নেওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকগুলো জাতীয় পরিচয়পত্রের জন্য সংরক্ষিত ডাটাবেজ থেকে আঙুলের ছাপ যাচাই করে তা গ্রহণ করবে। পাশাপাশি ঋণ দেয়ার উদ্দেশ্যে গ্রহণ করা চার্জ ডকুমেন্টসের বিষয়বস্তু ঋণগ্রহীতা, জামিনদাতাসহ সংশ্লিষ্ট তৃতীয় ব্যক্তিকে পড়ে শোনাতে হবে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঋণ বিতরণের আগে ঋণসংশ্লিষ্ট চার্জ ডকুমেন্টগুলো সম্পাদন করাসহ প্রাথমিক ও সহজামানতের ওপর চার্জ আরোপের নির্দেশনা রয়েছে। এতে গ্রাহকভিত্তিক, ঋণের ধরনভিত্তিক ও ঋণের জামানতভিত্তিক গৃহীত চার্জ ডকুমেন্টগুলো তালিকা আকারে উল্লেখ করা রয়েছে, যেখানে ঋণগ্রহীতা ও তৃতীয় ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করা হয়ে থাকে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *