এক মাসে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক বড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন গত এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩১৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৪৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৪ কোটি  ৩০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৭৭ কোটি ৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৮টির আর দর অপরিবর্তিত আছে ১৮৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, ইষ্টার্ণ হাউজিং, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, ইয়াকিন পলিমার, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৫.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৬৬পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৪০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৩ কোটি ১১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ইউনিয়ন ইন্সুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদী ঋণমান এসেছে ‘এএ+’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি বিডি লিমিটেড (ওসিঅরসিএল)।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ওসিঅরসিএল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ ৫ সেপ্টেম্বর বেলা ৩ রাজধানীর পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্যকারণ বশত এটা স্থগিত করা হয়েছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। তালিকাভুক্তির পরে এ প্রথমবার বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

নগদ লভ্যাংশ পাঠিয়েছে সি এন্ড এ টেক্সটাইলস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সি এন্ড এ টেক্সটাইল র্লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ বিও হিসাবে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ০.৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের বাৎসরিক বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ বেলা ৩টায় রাজধানীর পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিমাটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। তালিকাভুক্তির পরে এ প্রথমবার বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের চলতি বছরের বাৎসরিক বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ বেলা ৩:৩০টায় রাজধানীর মতিঝিলে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিমাটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একইদিন অনুষ্ঠিত আরেক বোর্ড সভায় বিমাটির চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু