জেমিনী সী ফুডের ঋণমান ‘বিবিবি’ ও ‘এসটি-৩’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও সহযোগী শিল্প খাতের কোম্পানি জেমিনী সী ফুড লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবিবি’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইসিএল)।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইসিএল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ইউনিক হোটেল এন্ড রিসোর্টের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও আবাসন শিল্প খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসির বাৎসরিক বোর্ড সভা আগামী ১৮ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর বনানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

কন্টিনেন্টাল ইন্সুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

গত ২৯ আগস্ট এই শেয়ারটির দাম ছিল ৪৫.২০ টাকা। গত ৭ সেপ্টেম্বর এই শেয়ারটির দর বেড়ে ৪৯.১০ টাকা দাঁড়িয়েছে।

প্রতিষ্ঠানটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ইস্টার্ন ইন্সুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

গত ৩১ আগস্ট এই শেয়ারটির দাম ছিল ৪৭.৯০ টাকা। গত ৭ সেপ্টেম্বর এই শেয়ারটির দর বেড়ে ৬৩.২০ টাকা দাঁড়িয়েছে।

প্রতিষ্ঠানটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস নো ডেভিডেন্ট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক  খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮.৩৬ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদের আয় দাঁড়িয়েছে ৯.১৮ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ ডিসেম্বর সকাল ১১:৩০ ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ইউনিয়ন ক্যাপিটালের নো ডেভিডেন্ট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক  খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১১.৯৫ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদের দায় দাঁড়িয়েছে ১৫.৮৬ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরে জানিয়ে দেওয়া হবে । আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/রাজু