শাহজিবাজার পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫২ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৬.৭১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জানুয়ারি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সকালে ম্যাকসন স্পিনিংয়ের বোর্ড সভা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ সকালে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর উত্তরায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০২৩ সালের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রিপাবলিক ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে বীমাটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত বীমাটির পরিচালনা বোর্ডের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বীমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৬১ টাকা।

অপরদিকে, এবছর ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বীমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৫ টাকা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১.৮১ টাকা।

একই সময়ে বীমাটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৮৬ টাকা। যা গত বছর একই সময় ছিল ১৭.৭৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে বীমাটির আয় বেড়েছে। বীমা সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত বীমাটির পরিচালনা বোর্ডের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বীমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৭১ টাকা।

অপরদিকে, এবছর ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বীমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১.৯৯ টাকা।

একই সময়ে বীমাটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১.৪৮ টাকা। যা গত বছর একই সময় ছিল ২০.৭৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি