ট্রাষ্ট রিজওনাল ইক্যুইটিকে স্টক ডিলার অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ট্রাষ্ট রিজওনাল ইক্যুইটিকে স্টক ডিলারের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাষ্ট রিজওনাল ইক্যুইটি ডিএসই সদস্য। এর সদস্য নম্বর-৩০১।

গত ২৪ অক্টোবর থেকে এই ট্রাষ্ট রিজওনাল ইক্যুইটিকে এই স্টক ডিলারের অনুমোদন প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

ট্রাষ্ট রিজওনাল ইক্যুইটির থ্রি ডিজিটের আইডি নম্বর DLRTRL.

স্টকমার্কেটবিডি.কম/এসবি

জিকিউ বলপেনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় জিকিউ বলপেন  লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনতে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, ফিন্যান্স কম্পানির স্থাপনার (প্রধান কার্যালয়, শাখা, ব্যবসাকেন্দ্র, বুথ, নিজস্ব বা ভাড়াকৃত ভবনের প্রবেশপথে, অভ্যন্তরে, স্থাপনার বাইরে চারদিকে এবং সব ধরনের আইটিরুমে প্রয়োজনীয়সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

এছাড়া স্থাপিত বা স্থাপিতব্য সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে প্রয়োজনে নিকটস্থ থানা বা পুলিশ পেতে পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম////

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের নাম পরিবর্তন অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির নতুন নাম হবে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি।

সূত্রটি জানায়, ব্যাংকটির নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন দিয়েছে ডিএসইর পরিচালনা বোর্ড।

আগামীকাল বৃহস্পতিবার থেকে ব্যাংকটির এই নতুন নাম কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ওয়াটা কেমিক্যালসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২৩ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও তথ্য উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইমাম বাটনের শেয়ারের অস্বাভাবিক লেনদেন তদন্তের নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রি লিমিটেডের অস্বাভাবিক লেনদেন তদন্তে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সইকরা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ইমাম বাটনের শেয়ারের দর গত ৭ সেপ্টেম্বর ১০৪.৪০ টাকা ছিল যা বৃদ্ধি পেয়ে ২৬ অক্টোবর ১৯৪.১০ টাকা হয়েছে। শেয়ার মূল্যের অস্বাভাবিক গতিবিধির জন্য উক্ত কোম্পানিটির সাম্প্রতিক সময়ের লেনদেন (ট্রেডিং) এর উপর তদন্তের নির্দেশনা দিয়ে ২৮ নভেম্বের ঢাকা স্টক এক্সচেঞ্জকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সার্ভেইল্যান্স বিভাগ থেকে পত্র মারফত ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////