ডিএসইতে সূচক সামান্য কমলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচক সামান্য কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৫১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৭ কোটি ৯১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৫০ কোটি ২০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০০টির আর দর অপরিবর্তিত আছে ১৭৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সেন্ট্রাল ফার্মা, ফুয়াং সিরামিকস, এ্যাডভেন্ট ফার্মা, বিডি থাই এলুমিনিয়াম, ইয়াকিন পলিমার, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং,মুন্নু সিরামিকস, ফুয়াং ফুডস, এসকে ট্রিমস ও সী র্পালস রিসোর্ট এন্ড স্পা।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯.৭৪ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৪৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৫১টির ও দর অপরিবর্তিত রয়েছে ১১৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১০ কোটি ৫২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিএটিবিসি ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এজিএম স্হগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্হগিত করা হযেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির ৩৪তম, ৩৫তম ও ৩৬তম এজিএম আজ ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিমাটির এই এজিএমের পরিবর্তিত দিন পরে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘ মেয়াদী ঋণমান এসেছে “এএএ”। একই সময় কোম্পানিটির স্বল্প মেয়াদী ঋণমান এসেছে “এসটি-১”। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল)।

২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

নাভানা সিএনজির ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ-’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল)।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ডরিন পাওয়ারের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সাইফ পাওয়ারটেক ব্যবসা সম্প্রসারণ করবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন শিল্প খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড ব্যবসা সম্প্রসারণ করবে। এজন্য ইনোভেটিভ লজিস্টিক এন্ড শিপিং লিমিটেড নামে একটি কোম্পানিতে বিনিয়োগ করবে তারা। এই কোম্পানির ৫১ শতাংশ শেয়ারের মালিক সাইফ পাওয়ারটেক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি বন্দর এলাকায় লজিস্টিক সাপোর্ট, পরিবহন ব্যবস্হাপনা, কার্গো, বন্দর ব্যবস্হাপনা কার্যক্রম, থাদ্য সংরক্ষণ, তেল ও খাদ্য পণ্য পরিবহন, শ্রমিক ব্যবস্হাপনা, আমদানি ও রপ্তানীকারক কোম্পানির পরিবহনের পার্কিং ক্যবস্হাপনা, কমিশন এজেন্ট, শিপিং এজেন্ট, সি এন্ড এফসহ দেশি-বিদেশি পণ্যের ডিস্ট্রিবিউটর, বিক্রয় ব্যবস্হপনায় সহযোগিতা করবে।

এছাড়া বন্দর এলাকায় সব ধরণের ট্রেডিং ব্যবসায় টেন্ডারিং থেকে শুরু করে সরবরাহ ও বাজারজাত করণে যাবতীয় সহযোগিতা প্রদান করবে ইনোভেটিভ লজিস্টিক এন্ড শিপিং লিমিটেড ।

এই খাতে সাইফ পাওয়ারটেক লিমিটেড ২ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করবে। ইনোভেটিভ লজিস্টিক এন্ড শিপিং লিমিটেড নামে এই কোম্পানিটিকে একটি সাবসিডিয়ারি কোম্পানি হিসাবে মূল্যায়ন করা হবে।

তবে কোন কোন বন্দরে এই ব্যবসা সম্প্রসারণ করা হবে সে ম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

মুন্নু সিরামিকসের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.০৪ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮১.৮৪ টাকা। গতবছর ২০২৩ সালের ৩০ জুন এই এনএভি ছিল ৮০.২৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আজ রবিবার বেলা ২:৩৫ টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির প্রধান অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি