শেয়ারবাজারেও যাবে সর্বজনীন পেনশনের অর্থ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বজনীন পেনশন স্কিম চালুর পর চার মাস হয়ে গেল। যদিও সাড়া কম, তারপরও এ স্কিমে অংশ নিচ্ছেন মানুষ। টাকা জমছে সরকারের হাতে, তা বিনিয়োগও করা হচ্ছে। তবে সাড়া বেশি পাওয়া গেলে এবং জমা টাকার অঙ্ক অনেক বেড়ে গেলে তখন সরকার কী করবে? কোথায় বিনিয়োগ করবে এত টাকা? আবার এই বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে কি না, সম্প্রতি এসব প্রশ্ন সরকারের সামনে এসেছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সর্বজনীন পেনশন তহবিলের অর্থ বিনিয়োগের বিষয়ে একটি বিধিমালা তৈরির উদ্যোগ নিয়েছে। খসড়া বিধিমালাটির নাম দেওয়া হয়েছে ‘সর্বজনীন পেনশন তহবিল (বিনিয়োগ ব্যবস্থাপনা) বিধিমালা’।

খসড়ায় বলা হয়েছে, তহবিলের অর্থ কম ঝুঁকিপূর্ণ ও অধিক লাভজনক পোর্টফোলিওতে বিনিয়োগ করতে হবে। এর মধ্যে শেয়ারবাজার বা শেয়ারবাজারের নামও রয়েছে। এ ছাড়া আছে বাণিজ্যিক দোকান বা এমন কোনো স্থাবর সম্পত্তি, যা থেকে নিয়মিত আয় আসার সুযোগ রয়েছে।

বিধিমালার খসড়ায় বলা হয়েছে, সর্বজনীন পেনশন তহবিল ব্যবস্থাপনা কমিটি, বিনিয়োগ ব্যবস্থাপনা কমিটি ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি নামে তিনটি কমিটি গঠন করা হবে। আট সদস্যের প্রথম দুই কমিটিই মূলত বিনিয়োগের সিদ্ধান্ত নেবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিচালনা পর্ষদ।

তহবিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (তহবিল ব্যবস্থাপনা)। কমিটিতে অর্থ বিভাগের একজন যুগ্ম সচিব; বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক পদের নিচে নন এমন পদমর্যাদার কোনো কর্মকর্তা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের একজন সদস্য এবং পেনশন কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক পর্যায়ের দুজন কর্মকর্তা থাকবেন।

বিনিয়োগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন পেনশন কর্তৃপক্ষের সদস্য (বিনিয়োগ)। এতে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সোসাইটি অব বাংলাদেশের একজন প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যানকে রাখা হবে। বাকিরা তহবিল ব্যবস্থাপনা কমিটির মতোই সদস্য থাকবেন। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/////

বিমানের ঢাকা-চেন্নাই ফ্লাইট শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সরাসরি ভারতের চেন্নাই শহরে ফ্লাইট শুরু করেছে।

গতকাল শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ভিডিও বার্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ঢাকা-চেন্নাই-ঢাকা ফ্লাইট উদ্বোধন করেন।

এরপর দুপুর ১২টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছাড়ে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ৩টা ২০ মিনিটে চেন্নাই পৌঁছানোর কথা।

শিডিউল অনুসারে—বিজি৩৬৩ ফ্লাইটটি প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে চেন্নাই যাবে। এ ছাড়াও, বিজি৩৬৪ ফ্লাইট স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় চেন্নাই থেকে রওনা হয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা পৌঁছবে।

বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে চেন্নাই ফ্লাইট পরিচালনা করা হবে।

যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিমানের বিক্রয়কেন্দ্র, কল সেন্টার ও বিমানের অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এই রুটের টিকিট কিনতে পারবেন।

ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, বিমানের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ও সাবেক জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আজিম উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/////

আর্গন ডেনিমসের ২৫ কোটি টাকার স্পেস ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি কমার্সিয়াল স্পেস লিমিটেড রাজধানীতে অফিস স্পেস ক্রয় করবে। কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় এই কমার্সিয়াল স্পেস ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, আর্গন ডেনিমস রাজধানীর গুলশানের হেনা সুবাস্তু স্কাই লাইন এভিনিউ ভবনের ৭২৯১ স্কয়ার ফুট এই স্পেস কিনবে। যার মূল্য ধরা হয়েছে ২৫ কোটি ৫১ লাখ ৮৫ হাজার টাকা।

কোম্পানিটি গত ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত এই সাধারণ সভা আহবান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আজিজ পাইপসের এজিএমের দিন পরিবর্তন 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হযেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আসন্ন এজিএম আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমের দিন অনিবার্যকারণ কারণ:বশত পরিবর্তন করা হয়।

এর আগে এই এজিএম তারিখ নির্ধারণ করা হয় ২৭ ডিসেম্বর । তবে কোম্পানিটির এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি