দেড় বছরে পদ্মা সেতুর আয় ১১৮৬ কোটি টাকার বেশি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতু উদ্বোধনের পর গত দেড় বছরে মোট টোল আদায় হয়েছে এক হাজার ১৮৬ কোটি ৮২ লাখ টাকারও বেশি।

সোমবার (১৮ ডিসেম্বর) পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, যান চলাচলের দিন থেকে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মাওয়া ও জাজিরার দুই টোল প্লাজা মিলে ১ হাজার ১৮৬ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা টোল আদায় হয়েছে। গত ২০ সেপ্টেম্বর সেতু উদ্বোধনের এক বছর দুই মাস ২৫ দিনের মাথায় সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকা ছাড়ায়।

২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলাকে সম্পৃক্ত করতে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হয়েছে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু।

স্টকমার্কেটবিডি.কম////

আইটি কনসালটেন্টসের ২৩তম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস পিএলসি-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এজিএমটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইটি কনসালটেন্টস পিএলসির চেয়ারম্যান লিম কিয়াহ মেং।

সভায় এমডি ও সিইও ড. কাজী সাইফুউদ্দীন মুনির, ইনডিপেন্ডেন্ট পরিচালক কামাল উদ্দিন ও দাশগুপ্ত অসীম কুমার আর অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন। এছাড়া কোম্পানিটির সিএফও শ্যামল কান্তি কর্মকার ও কোম্পানি সচিব আনিন্দ্য সরকারসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উক্ত সভায় ২০২২-২৩ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০ শত্যাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

এছাড়াও এই সভায় কোম্পানিটির নাম পরিবর্তন করে আইটি কনসালটেন্টস পিএলসি রাখার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সিটি ব্যাংকের নাম পরিবর্তন ডিএসইতে অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির নতুন নাম হবে সিটি ব্যাংক পিএলসি।

সূত্রটি জানায়, ব্যাংকটির নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন দিয়েছে ডিএসইর পরিচালনা বোর্ড।

আগামীকাল মঙ্গলবার থেকে ব্যাংকটির এই নতুন নাম কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

জুট স্পিনার্সের লোকসান কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫.৫০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১২.৪৫ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫২৭ টাকা। গতবছর ২০২৩ সালের ৩০ জুন এই এনএভি ছিল ৫২২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইনটেকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ২১ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানী পল্টনে অবস্থিত কোম্পানিটির প্রধান অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইষ্টার্ণ লূব্রিকেন্টসের এজিএমের সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ণ লূব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আসন্ন এজিএমটি সকাল ১১:৩০টার পরিবর্তে ১১টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমের সময়টি অনিবার্যকারণ কারণ:বশত পরিবর্তন করা হয়।

আগামী ৩ ফেব্রুয়ারি এই এজিএমটি তারিখ নির্ধারণ করা হয়েছে, যা অপরিবর্তিত থাকবে। কোম্পানিটির এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় পরিবর্তন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের নতুন সিএস নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন কোম্পানি (সিএস) নিয়োগ পেয়েছেন শেখ বিন আবেদীন। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস হিসাবে শেখ বিন আবেদীনকে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে কবে থেকে তিনি কোম্পানিটির নতুন সিএসের দ্বায়িত্ব পালন করবেন তা জানানো হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

নাভানা ফার্মার ঋণমান প্রকাশ

স্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’ । আর একই সময়ে স্বল্পমেয়াদী ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এসবি