মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে এবং এর সম্ভাবনা মোটামুটি ভালো।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাকটিভলি কনসিডার করছি।

এ নিয়ে একটি কমিটি কাজ করছে। তারা তাদের প্রস্তাবনা আমাদের দেবে। এরপর দেখা যাবে কখন থেকে দেওয়া যাবে, কত দিতে পারবো। ‘
তিনি আরও জানান, এখনই নির্দিষ্ট সময় কিংবা টাকার অঙ্ক বলা সম্ভব নয়।

সাংবাদিকরা যখন ১০-১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার গুঞ্জন সম্পর্কে জানতে চান, অর্থ উপদেষ্টা বলেন,’আমি বিষয়টা এখনও ওয়ার্কআউট করছি। সবকিছু চূড়ান্ত হওয়ার পর এটি কেবিনেটে যাবে, প্রধান উপদেষ্টার অনুমোদনের পরই তা জানানো যাবে। ‘

সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘হতাশ হওয়ার কিছু নেই। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি।

তবে সরাসরি ‘সুখবর’ বলা হবে কি না জানতে চাইলে তিনি সংযত উত্তর দেন, এমন কিছু বলার দরকার নেই, তবে বিবেচনা করবো। ‘

স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ হওয়ায় সম্ভাব্য প্রভাব নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে। আজই তারা আমার সঙ্গে দেখা করবে। আমি এখনই কিছু বলতে পারছি না। ‘

আজকে বিকেলে তো আপনার কাছে এনবিআর আসবে সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এনবিআরের বিষয়ে আমি কিছু বলবো না।

একইসঙ্গে এনবিআরকেও মন্ত্রণালয়ে কিছু বলতে দেবো না। যদি কাভারেজ করেন তাদের ইসে তাহলে আমি পানিশমেন্টের ব্যবস্থা নেবো। আমি বাংলাদেশ ব্যাংকে থাকতে যখন ব্যাংকারদের সঙ্গে কথা বলেছি। তাদের স্পষ্ট বলে দিতাম কোনো ব্যাংকার, চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংক নিয়ে কিছু বলবেন না। ‘

স্টকমার্কেটবিডি.কম///

এনসিসি ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক পিএলসির একজন উদ্দ্যোক্তা পরিচালক ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলহাজ নুরুন নেওয়াজ নামে এক উদ্দ্যোক্তা পরিচালক ব্যাংকটির ৩০ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে কোম্পানিটির ২ কোটি ৬২ লাখ ৭ হাজার শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৮০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৭ কোটি ৭১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৮৮ কোটি ৭৮ লাখ টাকা

ডিএসইতে দিনভর ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত আছে ৭৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, বিচ হ্যাচারি, ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সিটি ব্যাংক, ফুয়াং ফুডস, বারাকা পতেঙ্গা পাওয়ার, এনআরবি ব্যাংক ও বিএসসি।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৭.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৭০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৬৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ১৬ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওবেন ব্যাগ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ওরিয়ন ইনফিউশন
  2. স্কয়ার ফার্মা
  3. বিচ হ্যাচারি
  4. ব্র্যাক ব্যাংক
  5. মিডল্যান্ড ব্যাংক
  6. সিটি ব্যাংক
  7. ফুয়াং ফুডস
  8. বারাকা পতেঙ্গা পাওয়ার
  9. এনআরবি ব্যাংক
  10. বিএসসি।

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় স্থানে স্কয়ার ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৩ লাখ টাকা।

বিচ হ্যাচারির ১২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৬২ লাখ, মিডল্যান্ড ব্যাংকের ৭ কোটি ২৬ লাখ, সিটি ব্যাংকের ৬ কোট ৪৯ লাখ, ফুয়াং ফুডসের ৫ কোটি ৯৮ লাখ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৪ কোটি ৮৩ লাখ, এনআরবি ব্যাংকের ৪ কোটি ৭৬ লাখ ও বিএসসির ৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রিজার্ভ বেড়ে ২৫.৪৪ বিলিয়ন ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৫.৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫৪৪৪.৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০ দশমিক ০৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

কয়েকজন উপদেষ্টা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চানকয়েকজন উপদেষ্টা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুসারে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০.০৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

দেশে স্টারলিংকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুইটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে (অফিশিয়ালি) কার্যক্রম শুরু করেছে স্টারলিংক।

আজ মঙ্গলবার সকালে এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বিষয়টি জানিয়েছেন।

ফয়েজ আহমদ লিখেছেন, স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গতকাল বিকেলে তারা ফোন কলে আমাকে বিষয়টা জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, শুরুতে স্টারলিংক দুইটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটি ৬০০০ টাকা, অপরটি ৪২০০ টাকা। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোনও স্পিড ও ডেটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম////

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভার দিন পরিবর্ডন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ মে এই বোর্ড সভাটি আহবান করা হয়েছে। এর আগে ২৯ মে এই বোর্ড সভার দিন ধার্য করা হয়েছিল।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২:৩০টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি।

একইদিনে আরেক বোর্ড সভায় বিমাটির চলতি বছরের প্রথম পান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আল আরাফাহ ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩:৩০টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি।

একইদিনে আরেক বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের প্রথম পান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি