কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

রবিবার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ জামিলের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি হয়।

এতে বলা হয়েছে, দ্য সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪-এ রুল ১৬ এর সাব-রুল (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করল।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নোবেল জুরি বোর্ড সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করেছে। প্রযুক্তির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গবেষণার স্বীকৃতিস্বরূপ মার্কিন-ইসরায়েলি অর্থনীতিবিদ জোয়েল মকির, ফ্রান্সের ফিলিপ আজিওঁ এবং কানাডার পিটার হুইটের নাম এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে।

জুরি বোর্ড জানায়, মকির পুরস্কারের অর্ধেক পেয়েছেন ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত চিহ্নিত করার’ জন্য, আর বাকি অর্ধেক ভাগ করে নিয়েছেন আজিওঁ ও হুইট ‘সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব উপস্থাপনের’ জন্য।

স্টকমার্কেটবিডি.কম////

১৭ দিন পর বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে। এনিয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ সোমবার বিটিআরসি-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিমকার্ড রেখে অতিরিক্ত সিমকার্ডসমূহ ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল)/মালিকানা পরিবর্তন করুন।

নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা ১৬০০১#, এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে সতর্ক করেছে বিটিআরসি।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল; ২য় স্থানে প্রগতি ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৩ লাখ টাকা।

সিভিও পেট্রোর ১৬ কোটি ৫২লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফারইষ্ট নিটিংর ১৫কোটি ৬৪ লাখ, মিডল্যান্ড ব্যাংকের ১৫ কোটি ৬১ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৬২ লাখ, সাপোর্টের ১৩ কোট ২০ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৮৭ লাখ, সোনালী পেপারের ১১ কোটি ৭১ লাখ ও রবি আজিয়াটার ১১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ডমিনেজ স্টিল
  2. প্রগতি ইন্স্যুরেন্স
  3. সিভিও পেট্রো
  4. ফারইষ্ট নিটিং
  5. মিডল্যান্ড ব্যাংক
  6. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  7. সাপোর্ট
  8. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  9. সোনালী পেপার
  10. রবি আজিয়াটা।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,২২৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০০৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩০ কোটি টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৪২ কোটি ৫৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৪০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২০টির আর অপরিবর্তিত আছে ৫০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ডমিনেজ স্টিল, প্রগতি ইন্স্যুরেন্স, সিভিও পেট্রো, ফারইষ্ট নিটিং, মিডল্যান্ড ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাপোর্ট, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার ও রবি আজিয়াটা।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৩৪.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭২৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৭৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ১০ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

মুন্নু সিরামিকসের শেয়ার হস্হান্তরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি মুন্নু সিরামিকসের উদ্যোক্তা পরিচালক আফরোজা খানম নিজ প্রতিষ্ঠানের ১.৫০ লাখ শেয়ার অপর পরিচালকের নিকট হস্তান্তর করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আফরোজা খানম উল্লেখিত পরিমাণ শেয়ার কোম্পানির অপর পরিচালক ও তার স্বামী রাশেদ মাইমুনুল ইসলামের কাছে হস্তান্তর করবেন ।

উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার উপহার হিসাবে হস্তান্তর সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পাঁচ ব্যাংক একীভূত নিয়ে বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে : অর্থ মন্ত্রণালয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এ রকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (১৩ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত’ করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে মর্মে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে।

এতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এ রকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

স্টকমার্কেটবিডি.কম/////

এপ্রিল–জুন প্রান্তিকে এফডিআই কমেছে ৬১ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

লুইজিয়ানাভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি চলতি বছরের ২৪ জানুয়ারি এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বছরে ২ কোটি ৫০ লাখ টন সক্ষমতার একটি এলএনজি টার্মিনাল স্থাপন করছে। তারা বাংলাদেশ সরকারের সঙ্গে একটি অ-বাধ্যতামূলক চুক্তি (নন-বাইন্ডিং এগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে, যার আওতায় বাংলাদেশ প্রতি বছর সর্বোচ্চ ৫০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে পারবে। যদিও আর্জেন্ট এলএনজি একটি গ্রীনফিল্ড প্রকল্প। এ প্রকল্প থেকে ২০৩০ সালের আগে কোনো গ্যাস পাওয়ার সম্ভাবনা নেই। এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। গ্যাস বিষয়ক ওই চুক্তিতে বিডার নির্বাহী চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে ওই সময়েই প্রশ্ন উঠেছিল।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরের পর ফেব্রুয়ারিতে জাপান সফর করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। টোকিও ও ওসাকায় বাংলাদেশ দূতাবাস ও বিডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ইনভেস্ট বাংলাদেশ রোড শো ২০২৫। এপ্রিলে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে যোগ দিয়ে কাতারের দোহায় যান বিডা নির্বাহী চেয়ারম্যান। সেখানে তিনি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও শিল্প উন্নয়ন সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।

জুলাইয়ে চৌধুরী আশিক চীনের সাংহাইয়ে বিডার উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন। সেখানে বাংলাদেশ–চায়না ইনভেস্টমেন্ট সেমিনার ২০২৫–এ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের বিদ্যুৎ, টেক্সটাইল ও আইটি খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

আগস্টে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কুয়ালালামপুরে অনুষ্ঠিত বাংলাদেশ–মালয়েশিয়া ব্যবসায়িক ফোরামে অংশ নেন আশিক মাহমুদ বিন হারুন। সেখানে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বিশেষ প্রণোদনার সুযোগ ব্যাখ্যা করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/////