ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ কারাগারে

 স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৮৯ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি মামলায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ কারাগারে পাঠানোর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন তাকে বিকেলে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে এ সময় আসামিপক্ষে জামিনের আবেদন ছিল না। এর আগে বুধবার সকালে ধানমণ্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক।

গত ২৮ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের আছাদগঞ্জ শাখা থেকে নিয়ম ভেঙে ঋণ নেওয়ার মাধ্যমে ১৮৯ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ, নুরজাহান গ্রুপের পরিচালক ও ওবায়েদ উল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

স্টকমার্কেটবিডি.কম///

নভেম্বরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি মাসের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নভেম্বরের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৪০ লাখ ডলার।

আর গত বছরের একই সময়ে এসেছিল ১৪৫ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এছাড়া গত ১৮ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে ১০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৫ দশমিক ৯০ শতাংশ।

এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

স্টকমার্কেটবিডি. কম///

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি প্রিন্সের

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠন এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। দেশটিতে সফরকালে সৌদি বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলারে নেওয়ারে বড় ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (১৯ নভেম্বর) এ তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু।

এর আগের দিন ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এমবিএস বলেন, আমরা আশা করছি আজ বা আগামীকাল ঘোষণা দিতে পারবো যে ৬০০ বিলিয়ন ডলারের প্রকৃত বিনিয়োগ বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারে উন্নীত করছি।

তিনি আরও জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে একাধিক বড় চুক্তি হবে, যা ভবিষ্যতে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে।

ক্রাউন প্রিন্সের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, মানে, ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে? জবাবে এমবিএস বলেন, হ্যাঁ, অবশ্যই। আজ যে চুক্তিগুলো স্বাক্ষর হচ্ছে, সেগুলোই এই বৃদ্ধিকে সম্ভব করবে।

ট্রাম্প সৌদি বিনিয়োগের প্রশংসা করে বলেন, আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন-এজন্য ধন্যবাদ। আর যেহেতু আমার বন্ধু, তাই হয়তো এই অঙ্ক ১ ট্রিলিয়নেও পৌঁছাতে পারে। তবে এ বিষয়ে আমাকে আরও কিছু কাজ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

গাজীপুরে কেমিক্যাল কারখানায় আগুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর বাঘের বাজার এলাকার ফিনিক্স নামে কারখানাটিতে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্টকমার্কেটবিডি.কম//////

ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারের বাড়তি চাহিদা মেটাতে ছোলা, খেজুর, সয়াবিন তেল, চিনি, মটর ডাল ও মসুর ডাল—এই ছয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে এসব পণ্যের ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১১ থেকে ২৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সয়াবিন তেল আমদানি বেড়েছে ৩৬ শতাংশ, চিনি ১১ শতাংশ, মসুর ডাল ৮৭ শতাংশ, ছোলা ২৭ শতাংশ, মটর ডাল ২৯৪ শতাংশ এবং খেজুরের আমদানি ২৩১ শতাংশ। রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আগেভাগেই আমদানিকারক প্রতিষ্ঠানগুলো এলসি খুলছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমদানির চাপ থাকা সত্ত্বেও ব্যাংকগুলোতে ডলারের কোনো সংকট নেই। ফলে ব্যাংক ও ব্যবসায়ীরা আগেই এলসি খোলার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলোতে ডলার স্বাভাবিক আছে এবং বিনিময় হারও স্থিতিশীল। ব্যাংক ও ব্যবসায়ীরা আলোচনা করে কয়েক মাস আগে থেকেই এলসি খুলছে।

অন্যদিকে পেঁয়াজ, রসুন ও আদার আমদানিতে বিপরীত চিত্র দেখা গেছে। আগের বছরের তুলনায় এবার পেঁয়াজের এলসি খোলা কমেছে ৯৯ শতাংশ, রসুনে ৮৯ শতাংশ এবং আদায় ২২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম//////

লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার; ২য় স্থানে আফতাব অটোস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে আফতাব অটোসের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২ লাখ টাকা।

ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিমের ১১ কোটি ৪১ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১১ কোটি ৪ লাখ, স্কয়ার ফার্মার ৯ কোটি ৫০ লাখ, মুন্নু সিরামিকসের ৮ কোটি ৫০ লাখ, রানার অটোসের ৮ কোটি ৪৮ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৮ কোট ৯ লাখ ও সামিট পোর্টের ৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. শাহজিবাজার পাওয়ার
  2. আফতাব অটোস
  3. ব্র্যাক ব্যাংক
  4. লাভেলো আইসক্রিম
  5. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  6. স্কয়ার ফার্মা
  7. মুন্নু সিরামিকস
  8. রানার অটোস
  9. ওরিয়ন ইনফিউশন
  10. সামিট পোর্ট।

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়রেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১১.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩১০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৬টির আর অপরিবর্তিত আছে ৩০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –শাহজিবাজার পাওয়ার, আফতাব অটোস, ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, খানব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিকস, রানার অটোস, ওরিয়ন ইনফিউশন ও সামিট পোর্ট।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৪১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ২৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ১০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৪২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে শর্ত শিথিল করতে বলেছি : আসিফ নজরুল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে দেশটির দেওয়া শর্ত শিথিল করার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার রাজধানীর এক‌টি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা তিনি।

আসিফ নজরুল জানান, কয়েক‌টি বড় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ‌ থেকে কর্মী নিতে চায় মালয়ে‌শিয়া। দেশ‌টির এই শর্ত শিথিল করে যতটা সম্ভব রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত সুযোগ রাখার কথা মালয়ে‌শিয়াকে জা‌নিয়েছে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, মালয়েশিয়া থেকে যে ১০টি শর্ত দিয়েছে, তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে আমরা শক্ত আপত্তি জানিয়েছি। আমরা বলেছি যে, সময়সীমা বাড়াতে হবে। আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে জানিয়েছি যে, বেশিরভাগ শর্ত পূরণ করা সম্ভব না। এগুলো পূরণ করতে গেলে সিন্ডিকেট হবে আবার।

স্টকমার্কেটবিডি.কম///

প্রভাতী ইন্স্যুরেন্সের নাম পরিবর্তন অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির নতুন নাম হবে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি।

সূত্রটি জানায়, বিমাটির নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন দিয়েছে ডিএসইর পরিচালনা বোর্ড।

আগামীকাল বৃহস্পতিবার থেকে বিমাটির এই নতুন নাম কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি