‘ফসলের দাম নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষি অর্থনীতি টেকসই করতে সবার আগে কৃষকের ফসলের দাম দিতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

তিনি বলেন, চলতি বছরে চার হাজার কোটি টাকা সাশ্রয় করে কৃষকের প্রয়োজনে বিভিন্ন খাতে ব্যয় করা হচ্ছে। প্রকল্প দুর্নীতি ও অপচয় কমিয়ে দেশের কৃষককের স্বার্থ সুরক্ষায় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন তিনি।

‘কৃষির রুপান্তর : দেশীয় উপযোগী কৃষিযন্ত্র ও কৃষিপণ্য রপ্তানি চ্যালেঞ্জ’ স্লোগানে সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ)।

কৃষি সচিব বলেন, দেশের কৃষি খাতে সামগ্রিক উন্নয়ন ও আধুনিকীকরণ নিশ্চিত করতে আগামী ২৫ বছরের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যেই এ পরিকল্পনার চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে। আমরা এমনভাবে পরিকল্পনা নিচ্ছি যাতে করে সারের খরচ বছরে দুই থেকে তিন হাজার কোটি টাকার সাশ্রয় হয়।

ইতোমধ্যে সারে চলতি বছরেই ১ হাজার কোটি টাকা সাশ্রয় করেছি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদ প্রকল্পের পরিচালক ড. কে এম সাইফুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম///

ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার যুদ্ধবিধ্বস্ত দেশের তিনগুণ : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ৩৬ শতাংশ। খেলাপি ঋণের এ হার যুদ্ধবিধ্বস্ত দেশের তিনগুণ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) চার দিনব্যাপী সিরামিক এক্সপো উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত সরকার অর্থনীতি শেষ করে দিয়ে গেছে।

বর্তমান অন্তর্বর্তী সরকার স্থিতিশীলতা আনতে কাজ করছে। ফলে ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ উন্নতি হয়েছে। চার দিনব্যাপী সিরামিক এক্সপো তারই দৃষ্টান্ত।

সিরামিক শিল্পকে এগিয়ে যেতে যা করার জন্য, এ সরকার তাই করবে।
এ মেলার মধ্য দিয়ে সিরামিক শিল্পের আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় আমদানি-রপ্তানির ক্ষেত্রে যেসব সমস্যা আছে, সেগুলো তুলে ধরার মাধ্যমে সমস্যা সমাধান হবে। দেশে চাহিদা পূরণ করে রপ্তানির বাজার সম্প্রসারিত হবে বলে মনে করেন এ খাতের উদ্যোক্তা নেতারা।

স্টকমার্কেটবিডি.কম////

মোবাইলের দাম যাতে না বাড়ে, সে বিষয়ে সতর্ক বিটিআরসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) পদ্ধতি চালুর পর মোবাইল হ্যান্ডসেটের দাম যাতে না বাড়ে, সে বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি কমিশনার মাহমুদ হোসেন বলেন, আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে হ্যান্ডসেট নিবন্ধন বা এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার) সিস্টেম চালু হবে। তবে বাজারে কোন স্মার্টফোনের বাজারদর কত, তা দেখে রাখা হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ হ্যান্ডসেটের দাম বাড়াতে না পারে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে এনইআইআর’র গুরুত্ব’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন তিনি।

টিআরএনবি সভপতি সমীর কুমার দে’র সঞ্চালনায় সেমিনারে বক্তৃতা করেন বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব রইছ উদ্দিন খান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পরিচালক মো. জাহিদুল ইসলাম, এমআইওবি সভাপতি জাকারিয়া শাহীদ, মোবাইল ফোন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল্লাহ আল হারুন রাজু, কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সিনেসিস আইটি’র সিএসও আমিনুল বারী সৌরভ, নগদ-এর ভিপি মোহাম্মদ জাহিদুল ইসলাম, টিআরএনবি’র সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন ও সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান।

স্টকমার্কেটবিডি.কম///

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পুনর্নির্বাচিত নাসির উদ্দিন চৌধুরী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পরিচালক হিসেবে মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী পুনরায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি আইনানুযায়ী, আগামী ১১ ডিসেম্বর ২০২৫-এ সিএসইর সাধারণ বার্ষিক সভায় একজন পরিচালকের পদ শূন্য হওয়ার কথা থাকায় নির্বাচনী প্রক্রিয়ায় নমিনেশন জমা দেওয়ার শেষ দিনেও আর কেউ নমিনেশন জমা না দেওয়ায়, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরি বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

একেএম মোহসেন উদ্দিন আহমেদ চৌধুরী, চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটি এই ঘোষণা দেন। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. শওকত আলি তালুকদার ও ড. মো. খোরশেদ আলম তালুকদার।

স্টকমার্কেটবিডি.কম////

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৩৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫২৭ কোটি ৮৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত আছে ৭৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, শাহজিবাজার পাওয়ার, বিচ হ্যাচারি, বারাকা পতেঙ্গা পাওয়ার, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল, রহিমা ফুডস, মুন্নু সিরামিকস ও লাভেলো আইসক্রিম।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ২৫.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৫৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২৮ কোটি ৭০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  2. শাহজিবাজার পাওয়ার
  3. বিচ হ্যাচারি
  4. বারাকা পতেঙ্গা পাওয়ার
  5. আনোয়ার গ্যালভানাইজিং
  6. ওরিয়ন ইনফিউশন
  7. ডমিনেজ স্টিল
  8. রহিমা ফুডস
  9. মুন্নু সিরামিকস
  10. লাভেলো আইসক্রিম।

লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স; ২য় স্থানে শাহজিবাজার পাওয়ার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৫ লাখ টাকা।

বিচ হ্যাচারির ১১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বারাকা পতেঙ্গা পাওয়ারের ১১ কোটি ১৯ লাখ, আনোয়ার গ্যালভানাইজিংর ১০ কোটি ৪৮ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৪৮ লাখ, ডমিনেজ স্টিলের ৯ কোটি ৪৬ লাখ, রহিমা ফুডসের ৯ কোটি ১৫ লাখ, মুন্নু সিরামিকসের ৮ কোটি ৫০ লাখ ও লাভেলো আইসক্রিমের ৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এসিআইয়ের চেয়ারম্যানের শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের চেয়ারম্যান ৩ লাখ ৬০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির চেয়ারম্যান আনিস উদ্দৌলা কোম্পানিটির এসব শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

গ্লোবাল হেভী কেমিক্যালসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়র ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি গ্লোবাল হেভী কেমিক্যালস লিমিটেড বাৎসরিক বোর্ড সভা আগামী ৪ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০২৫ সালের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ব্যাংকের এমডি হতে লাগবে ২৫ বছরের অভিজ্ঞতা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে সিনিয়র পর্যায়ের নেতৃত্ব নিশ্চিত করতে অভিজ্ঞতার শর্ত আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা একটি সার্কুলারে বলা হয়, এমডি হতে হলে প্রার্থীকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সমন্বিতভাবে বা পৃথকভাবে মোট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আগের নীতিমালার তুলনায় এটি একটি বড় পরিবর্তন। পূর্বে এমডি নিয়োগের জন্য আগের পদে দুই বছরের অভিজ্ঞতা আবশ্যক ছিল, তবে এএমডি বা ডিএমডি পদে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক ছিল না। নতুন সার্কুলার অনুযায়ী এএমডি বা ডিএমডি পদে অভিজ্ঞতা এখন বাধ্যতামূলক করা হয়েছে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রথম শ্রেণির বা সমমানের জ্যেষ্ঠ পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা এবং জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা ব্যক্তিদেরও এমডি পদের জন্য মনোনয়ন দেওয়া যেতে পারে।

স্টকমার্কেটবিডি.কম////////