সিডিবিএল তদারকিতে বিএসইসির নতুন কমিটি

bsecনিজস্ব প্রতিবেদক :

সেন্ট্রাল ডিপোজিটরি অফ বাংলাদেশের (সিডিবিএল) কার্যক্রম তদারকি বাড়াচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষে ৫ সদস্যের নতুন একটি কমিটি গঠন করেছে বিএসইসি।

বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বিএসইসি পরিচালক রাজিব আহমেদ। কমিটির অন্য সদস্যরা হলেন বিএসইসি পরিচালক মো. আবুল কালাম, শেখ মাহবুব-উর রহমান ও মো. গোলাম কিবরিয়া। এছাড়া কাজী মো. আল-ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

এদিকে কর্পোরেট গভর্ন্যান্স গাইড লাইন (সিজিজি)-সংক্রান্ত আইন সংশোধনে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন এম হাছান মাহমুদ, প্রদীপ কুমার বসাক, মো. আবুল কালাম এবং মো. ফখরুল ইসলাম মজুমদার।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *