বন্দরে সাইফ পাওয়ারটেকের ১৮ কোটি টাকার চুক্তি

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে ১৮ কোটি ৪৫ লাখ টাকার একটি চুক্তি করেছে। এ চুক্তির আওতায় কোম্পানিটি বন্দরের ৪টি ক্রেন মেরামত, রক্ষণাবেক্ষণ এবং একটি এক্সাভেটর সরবরাহ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, চুক্তির আওতায় আগামী ৬ বছর বন্দরের চারটি কালমার ব্র্যান্ড রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি) ক্রেন মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে সাইফ পাওয়ারটেক। এজন্য বন্দর কর্তৃপক্ষ ১৭ কোটি ২৮ লাখ টাকা দেবে কোম্পানিটিকে।

এছাড়া চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে একটি হাইড্রলিক এক্সাভেটর সরবরাহ করবে সাইফ পাওয়ারটেক। আর এজন্য তারা পাবে ১ কোটি ২৮ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

একীভূত হচ্ছে সিএমসি কামাল ও আলিফ ইউনিটেক্স

cmc--kamal.jpg&w=50&h=35স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিএমসি কামাল টেক্সটাইল ও অ-তালিকাভুক্ত আলিফ ইউনিটেক্স একীভূত হচ্ছে। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ সভায় একীভূত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে কোম্পানি দুটি একই ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আওতায় পরিচালিত হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি আইন-১৯৯৪ এর ২২৮ ও ২২৯ সেকশন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অনুমোদনক্রমে কোম্পানি দুটি একীভূত হবে।

কোম্পানি দুটি একীভূত হওয়ার ক্ষেত্রে আদালতের অনুমোদনক্রমে আলিফ ইউনিটেক্সের জমি, বিল্ডিং, স্থানান্তরযোগ্য, অ-স্থানান্তরযোগ্য, প্যাটার্ন, সুনাম, লাইসেন্স, দায়, বাধ্যবাধকতা, দাবি অর্থাৎ স্থাবর অস্থাবর সব ধরনের সম্পত্তি ও দায়দেনা কামাল টেক্সটাইল মিলসের অনুকূলে স্থানান্তরিত হবে।

কোম্পানি দুটি একীভূত হওয়ার জন্য ১০ টাকা অভিহিত মূল্যে সিএমসি কামালের ৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার সাধারণ শেয়ার আলিফ ইউনিটেক্সের শেযারহোল্ডারদের অনুকূলে ইস্যু করা হবে। কোম্পানি দুটির শেয়ারের বিনিময় হার হবে ৮.৪৫ :১। অর্থাৎ আলিফ ইউনিটেক্সের ৮.৪৫টি শেয়ারের বিপরীতে শেযারহোল্ডাররা সিএমসি কামাল টেক্সটাইল মিলের ১টি শেয়ার পাবেন। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনক্রমে শেয়ার ইস্যু ও বিনিময়ের এ হার কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

স্পট মার্কেটে সায়হাম কটন

saiham-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন লিমিটেড আগামীকাল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ১৬ সেপ্টেম্বর বুধবার স্পট মার্কেটে লেনদেন হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির রেকর্ড ডেট আগামী ১৭ সেপ্টেম্বর। রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট/ব্লক মার্কেটে হবে।ওই দিনগুলোতে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

গত ৩০ আগস্ট ২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

অকারণে দর বৃদ্ধি প্রগতি লাইফ ইন্সুরেন্সের

PRAGATILIFস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্সুরেন্সের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ আগস্ট শেয়ারটির দর ছিল ৯০.১০টাকা । গতকাল ১৩ সেপ্টেম্বর বেড়ে হয় ১১২.৭০ টাকা। এ সময় শেয়ারটির দর উঠা-নামা করে এবং দর বৃদ্ধি পায় ২২.৬০ টাকা ।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

সাইফ পাওয়ারটেক বোর্ড সভা ২০ সেপ্টেম্বর

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড আগামী ২০ সেপ্টেম্বর রবিবার বেলা ৩ টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এ বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সাইফ পাওয়ারটেক লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/