একীভূত হচ্ছে সিএমসি কামাল ও আলিফ ইউনিটেক্স

cmc--kamal.jpg&w=50&h=35স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিএমসি কামাল টেক্সটাইল ও অ-তালিকাভুক্ত আলিফ ইউনিটেক্স একীভূত হচ্ছে। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ সভায় একীভূত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে কোম্পানি দুটি একই ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আওতায় পরিচালিত হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি আইন-১৯৯৪ এর ২২৮ ও ২২৯ সেকশন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অনুমোদনক্রমে কোম্পানি দুটি একীভূত হবে।

কোম্পানি দুটি একীভূত হওয়ার ক্ষেত্রে আদালতের অনুমোদনক্রমে আলিফ ইউনিটেক্সের জমি, বিল্ডিং, স্থানান্তরযোগ্য, অ-স্থানান্তরযোগ্য, প্যাটার্ন, সুনাম, লাইসেন্স, দায়, বাধ্যবাধকতা, দাবি অর্থাৎ স্থাবর অস্থাবর সব ধরনের সম্পত্তি ও দায়দেনা কামাল টেক্সটাইল মিলসের অনুকূলে স্থানান্তরিত হবে।

কোম্পানি দুটি একীভূত হওয়ার জন্য ১০ টাকা অভিহিত মূল্যে সিএমসি কামালের ৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার সাধারণ শেয়ার আলিফ ইউনিটেক্সের শেযারহোল্ডারদের অনুকূলে ইস্যু করা হবে। কোম্পানি দুটির শেয়ারের বিনিময় হার হবে ৮.৪৫ :১। অর্থাৎ আলিফ ইউনিটেক্সের ৮.৪৫টি শেয়ারের বিপরীতে শেযারহোল্ডাররা সিএমসি কামাল টেক্সটাইল মিলের ১টি শেয়ার পাবেন। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনক্রমে শেয়ার ইস্যু ও বিনিময়ের এ হার কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *