শাহজিবাজার পাওয়ারের বোর্ড সভার দিন নির্ধারণ

shahjibazarস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড বোর্ড সভার তারিখ ও সময় নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ সিদ্ধান্তে আগামী ২৮ অক্টোবর বুধবার বিকেল ৪টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড গত বছর ২০১৪ বিনিয়োগকারিদের জন্য ২৫ লভ্যাংশ নগদ লভ্যাংশ ও ৫ লভ্যাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে সূচকের পতন হলেও বেড়েছে শেয়ারের দর

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতৃর্থদিনে সব সূচকের পতন হয়েছে। তবে আজ সিএসইতে বেড়েছে অধিকাংশ শেয়ারের দর ও লেনদেন গতদিনের চেয়ে বেশী। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, বুধবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ২৯.৭২ পয়েন্ট কমে ১৪ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ১৮.৭৮ পয়েন্ট কমে ৮ হাজার ৬৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৬৩.৬৫ পয়েন্ট কমে ১২ হাজার ৫০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ৫.৫৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ২.৮৩ পয়েন্ট কমে ৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

বুধবার সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ কোটি ৬৩ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট
মঙ্গলবারে হয়েছিল ২৯ কোটি ৮৯ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। গতকাল সোমবার হয়েছিল ২৯ কোটি ৩৩ লাখ টাকা। রবিবারে হয়েছিল ২৯ কোটি ৯৩ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে বেঙ্গল উইন্ডসর ও কেডিএস।

সিএসইতে ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০১টির দাম বেড়েছে, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

২৬ অক্টোবর দুলামিয়া স্পিনিংয়ের বোর্ড সভা

dulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ আগামী ২৬ অক্টোবর সোমবার বিকেল ৩টায় বোর্ড সভা অনুষ্ঠানে সিদ্ধান্ত নিয়েছেন।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড গত বছর ২০১৪ বিনিয়োগকারিদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করে নাই।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডিএসইতে সূচকের পতন

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ অন্যান্য সূচকের পতনে দিনে সমাপ্তি। আজ সূচকের পতন হলেও বেড়েছে অধিকাংশ শেয়ারের দর। এই দিন লেনদেন হয়েছে গতদিনের চেয়ে বেশী। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.৯৭ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪৭ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ২.২৭ পয়েন্ট কমে ১ হাজার ১১৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৪.৩০ পয়েন্ট কমে ১ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.০১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫৭ পয়েন্ট, শরিয়া সূচক ডিএসইএস ৬.৯৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৩.৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৬ পয়েন্টে অবস্থান করছিল।

আজ দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ১৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট
গত কার্যদিবস মঙ্গলবার হয়েছিল ৩৩৯ কোটি ১৬ লাখ ১৩ হাজার টাকা। সোমবার ৩৩৫ কোটি ৮০ লাখ ১৮ হাজার টাকার। টাকার অংকে মঙ্গলবারের চেয়ে আজ বধবারের লেনদেন ১৭ কোটি ১ লাখ ৮১ হাজার টাকা বেশী।

ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১ টির দাম বেড়েছে, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা, বেক্স ফার্মা, কেডিএস, শাহাজিবাজার, আমান ফিড, বেঙ্গল উইন্ডসর, সাইফ পাওয়ারটেক, ইউসিবিএল, গ্রামীণফোন ও ফার কেমিক্যাল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এএফসি এগ্রো বাওটেকের অফিস পরিবর্তন

afc-agro-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি এগ্রো বাওটেক লিমিটেডের করপোরেট অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির করপোরেট অফিস রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডে স্থানান্তর করা হয়েছে।

আগামী ২৫ অক্টোবর থেকে সকল বিনিয়োগকারী ও স্টোক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইবনে সিনার উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

ibnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা কোম্পানিটির শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, মো: ফজলুর রহমান নামে এই উদ্যোক্তা নিজের হাতে থাকা কোম্পানিটির ২৪ হাজার ৯৪৮টি শেয়ার বিক্রয় করবেন।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে বাজার দরে তিনি এসব শেয়ার বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্পট মার্কেটে যাচ্ছে ফার ক্যামিক্যাল

far camস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগামী ২৫ ও ২৬ অক্টোবর স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৫ অক্টোবর রবিবার ও ২৬ অক্টোবর সোমবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ২৭ অক্টোবর মঙ্গলবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

আর এজিএমের দিন ঘোষণা করেছে আগামী ২ নভেম্বর।

ফার কেমিক্যাল লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

দুর্গাপূজা উপলক্ষে শেয়ারবাজার বন্ধ

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পরের ২ দিনের সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/বিএ

২৫ অক্টোবর কাসেম ড্রাইসেলের লেনদেন বন্ধ

Quasem-Drycells-Battery2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কাসেম ড্রাইসেল লিমিটেড আগামী ২৫ অক্টোবর রবিবার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এইদিন রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

আর এজিএমের দিন ঘোষণা করেছে আগামী ২৬ নভেম্বর।

গতকাল ২০ অক্টোবর মঙ্গলবার ও আজ ২১ অক্টোবর বুধবার এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট/ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ