ভিয়েতনামের চাল আসছে, দ্রুতই স্বাভাবিক হবে দাম : বাণিজ্যমন্ত্রী

tofailনিজস্ব প্রতিবেদক :

চালের দাম দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। ভিয়েতনাম থেকে সরকার চাল আমদানি করছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শিগগিরই এই চাল এসে যাবে এবং বাজারের চালের দাম স্বাভাবিক হবে। বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদপরবর্তী মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আগামী নির্বাচন নিয়ে তোফায়েল আমহমেদ বলেন, সব গণতান্ত্রিক দেশেই যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশেও হবে এবং নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাবে।

এর বাইরে সহায়ক সরকার বা অন্যকিছু করার সুযোগ নেই জানিয়ে ক্ষমতাসীন দলের এই নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন এটা নিশ্চিত। কারণ, খালেদার সামনে বিকল্প কিছু নেই।

তিনি আরও বলেন, এবারের ঈদ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বাজারম‍ূল্য সামগ্রিকভাবে নিয়ন্ত্রণে ছিল। চালের দাম দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। ইতিমধ্যে ১০ শতাংশ ট্যারিফ কমানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. রিজেন্ট টেক্সটাইল
  3. সিভিও পেট্রো কেমিক্যালস
  4. বেক্সিমকো লিমিটেড
  5. বেক্স ফার্মা
  6. প্রাইম ব্যাংক
  7. এএফসি এগ্রো
  8. ইফাদ অটোস
  9. ডরিন পাওয়ার
  10. সিটি ব্যাংক।

ছুটির পর সুচক উর্ধ্বমূখী হলেও ডিএসইতে লেনদেন কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

টানা ৫ দিন ঈদুল ফিতরের ছুটির পর প্রথম দিনে দেশের দুই শেয়ারবাজার সব ধরণের মূল্য সূচক উর্ধ্বমূখী ছিল। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সর্বশেষ দিনের লেনদেনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬২৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এই লেনদেন ৭৪৪ কোটি ১২ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৭.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৮৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – লংকাবাংলা ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, সিভিও পেট্রো কেমিক্যালস, বেক্সিমকো লিমিটেড, বেক্স ফার্মা, এএফসি এগ্রো, ইফাদ অটোস, ডরিন পাওয়ার ও সিটি ব্যাংক।

এদিকে বুধবার দিনেশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এই লেনদেন ৩১ কোটি ৯১ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে

dseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বিদেশি নিট বিনিয়োগ বেড়েছে একহাজার ৩৯০ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১১ মাসে এ বিনিয়োগ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে (ডিএসই) এ তথ্য জানা গেছে।

ওইসময়ে বিদেশি নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৮৭৮ কোটি ১৫ লাখ টাকা, যা গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪৮৭ কোটি ৩০ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১১ মাসে বিদেশি পোর্টফোলিওতে লেনদেন হয়েছে আট হাজার ৯৩৬ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে পোর্টফোলিওতে শেয়ার ক্রয় করা হয়েছে পাঁচ হাজার ৪০৭ কোটি ৪৪ লাখ টাকা। এর বিপরীতে পোর্টফোলিওতে শেয়ার বিক্রয় হয়েছে তিন হাজার ৫২৯ কোটি ২৯ লাখ টাকা। ওই সময়ে শেয়ার বিক্রির চেয়ে কেনার হার বেড়েছে এক হাজার ৮৭৮ কোটি ১৫ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইষ্টার্ণ ব্যাংকের জমি বিক্রির ঘোষণা

eblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড জমি বিক্রয় করবে। কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় জমি বিক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি ঢাকা, গাজিপুর ও সাভারে এই ৫৬৪ কাঠা জমি বিক্রি করবে।

ঢাকায় বসুন্ধরায় এ ব্লকে ১০০ কাঠা ও গাজীপুর কালিগঞ্জে ৮৫ কাঠা ও সাভার আশুলিয়ায় ৩৭৯ কাঠা জমি বিক্রি করবে ব্যাংকটি।

তবে কি দরে এসব জমি বিক্রি করা হবে তা জানানো হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

গ্যাস সমস্যা সাময়িক, বিদ্যুৎ ঠিক আছে: প্রতিমন্ত্রী

nasrulনিজস্ব প্রতিবেদক :

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস উৎপাদন বন্ধ থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহের এ সমস্যা ‘সাময়িক’ জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিদ্যুতে কোনো সমস্যা হচ্ছে না।

বুধবার সচিবালয়ে নিজের কক্ষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, “আমরা আগে থেকেই জানিয়ে এসেছি যে বিবিয়ানা গ্যাস ফিল্ডে সার্ভিসিং হবে। ঈদের আগে থেকে আমরা সবাইকে জানিয়ে আসছি, পেপারেও দিয়েছি।”

সে কারণেই সিএনজি ফিলিংস্টেশনগুলোতে গ্যাস দিতে সাময়িক অসুবিধা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এটা বেশিক্ষণ নয়, ২৪ ঘণ্টার জন্য; গতরাত ১২টা থেকে আজ রাত ১২ পর্যন্ত।”

তবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলছেন, যেসব গাড়ি সিএনজিতে চলে, সেগুলো তেলেও চালানো যায়। ফলে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়।

“আমাদের সবচেয়ে বড় চিন্তা ছিল পাওয়ার প্ল্যান্ট নিয়ে। তবে আমি দেখেছি, গ্যাসের কারণে পাওয়ারের কোনো সমস্যা হচ্ছে না। এখন যে অবস্থা আছে, ৫০০ থেকে ৬০০ এমসিএফ কমে গেছে বোধ হয়।

“বাট আমরা স্টেবল আছি। সব জায়গায় আমরা পাওয়ার ঠিক মতো দিতে পারছি। কারণ আমাদের হাতে কিছু রিজার্ভ ছিল। সেটা দিয়ে আমরা মোটামুটি কভার দিয়েছি।”

সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরও দুই থেকে তিন বছর সময় লাগবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

প্রগতি ইন্স্যুরেন্সের ২০১৬ সালের ঋণমান প্রকাশ

progotiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, বিমাটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এএ+’। অন্যদিকে স্বল্প মেয়াদি ঋণমান এসেছে এসটি-২।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

রিজেন্ট টেক্সটাইলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

logo-regentস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। কোম্পানিটির শেয়ারের দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ জুন এ শেয়ারের দর ছিল ২৭.৬০ টাকা এবং গত ২১ জুন এ শেয়ারের দর দাঁড়ায় ৩১.৭০ টাকা। এসময় শেয়ারটির দর বেড়েছে ৪.১০ টাকা। শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে রিজেন্ট টেক্সটাইল লিমিটেডে জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

খুলনা প্রিন্টিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

KPPL1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। কোম্পানিটির শেয়ারের দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৪ জুন এ শেয়ারের দর ছিল ৮.৪০ টাকা এবং গত ২২ জুন এ শেয়ারের দর দাঁড়ায় ১০.৮০ টাকা। এসময় শেয়ারটির দর বেড়েছে ২.৪০ টাকা। শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডে জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

২০১৭-১৮ সালে আইসিবির বিনিয়োগ লক্ষমাত্রা ৪৫০০ কোটি টাকা

icbনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারের চাকা সচল রাখতে আগামী অর্থবছরে (২০১৭-১৮) নতুন করে ৪ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ লক্ষমাত্রা নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

২০১৭-১৮ হিসাব বছরের শুরুতেই বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে শেয়ারবাজারের উন্নয়নে এ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত হয়েছে। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে আইসিবি’র এ চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ১৮ জুন চুক্তিতে স্বাক্ষর করেন আইসিবি’র চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব।

চুক্তি অনুযায়ী, ২০১৭-১৮ অর্থ বছরে শেয়ারবাজারের উন্নয়নে নতুন করে ৪ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে আইসিবি। চলতি ২০১৬-২০১৭ অর্থ বছরে শেয়ারবাজারে নতুন বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬০০ কোটি টাকা। তবে মার্চ পর্যন্ত পুঁজিবাজারে আইসিবি মোট ৩ হাজার ৪৫৪ কোটি টাকা নতুন বিনিয়োগ করেছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩ শতাংশ বেশি।

এছাড়া ২০১৭-২০১৮ অর্থ বছরে আইসিবি-কে শেয়ারবাজারে ১৪০০ কোটি টাকা মার্জিন ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেধে দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ২০১৬-২০১৭ অর্থ বছরের মার্চ পর্যন্ত ১৩৫৪ কোটি টাকার নতুন মার্জিন ঋণ বিতরণ করেছে আইসিবি।

এ প্রসঙ্গে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার-উজ-জামান গনমাধ্যমকে বলেন, টেকসই শেয়ারবাজার গঠনের পাশাপাশি এর উন্নয়নের জন্য আইসিবি নিরলসভাবে কাজ করছে। প্রতিবছরের মতো চলতি বছরেও পূঁজিবাজারের উন্নয়নে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে আইসিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ