ইউনিয়ন ক্যাপিটালের মনোনীত পরিচালকের শেয়ার বিক্রয় ঘোষণা

unionস্টকমার্কেট ডেস্ক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের একজন মনোনীত পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
তাজরীনা শিকদার নামে (পালমাল গার্মেন্টস হোসিয়ারি লিমিটেডের মনোনীত ) কোম্পানিটির এই পরিচালকের  হাতে থাকা ৬ লাখ ৬৯ হাজার ৪১১টি শেয়ারের ২ লাখ শেয়ার বিক্রয় করবেন। এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে বিক্রয় করবেন।
তিনি ঘোষণা ৩০ কার্য দিবসের মধ্যে এসব শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন বলে কোম্পানিটি জানিয়েছ।
স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। কমেছে কোম্পানির শেয়ারদর। প্রথম দুই ঘন্টায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এসময় সেখানে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টা ৩১ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫.০১ পয়েন্ট বেড়ে ৫৮৬৭ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ৩.১১ পয়েন্ট বেড়ে ২১০৬ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৬ কমে ১৩০৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৪৫১ কোটি ৬৭ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত ছিল ৪৯টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২১.১৫ পয়েন্ট কমে ১৮ হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে৩৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৭০টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত ছিল ৩০টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

প্রকাশিত সংবাদ মনগড়া ও নিজস্ব মতামত ভিত্তিক : বিবিএস ক্যাবলস

bbsস্টকমার্কেট ডেস্ক :

বিবিএস ক্যাবলসের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি বিষয়ে একটি দৈনিকে প্রকাশিত সংবাদ মনগড়া ও নিজস্ব মতামত ভিত্তিক বলে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গতকাল ২২ আগস্ট একটি দৈনিক সংবাদপত্রে বিবিএস ক্যাবলসের শেয়ার অস্বাভাবিক দরে লেনদেন বিষয়ে একটি খবর প্রকাশিত হয়।  এ খবর ডিএসইর নজরে এলে ডিএসই বিষয়টির কারণ জানতে বিবিএস ক্যাবলসের কাছে। এর জবাবে কোম্পানিটি জানায়, আমাদের মতামতের দৃষ্টিকোণ থেকে গত ২২ আগস্ট সংবাদপত্রে প্রকাশিত খবরের কোনো সত্যতা নেই। এটি তাদের নিজস্ব মতামতের ওপর ভিত্তি করে তৈরি করা।

উল্লেখ্য, চলতি বছরের ৩১ জুলাই দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শুরু করেছে বিবিএস ক্যাবলস। কোম্পানিটি শেয়ারবাজারে যাত্রা শুরুর পর থেকে এর শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। এর জন্য শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

পাওনিয়ার ইন্স্যুরেন্স রিচালকের শেয়ার বিক্রয় ঘোষণা

PIONEER INSURANCE smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পাওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ফারহানা খান নামে কোম্পানিটির এই উদ্দ্যোক্তার হাতে থাকা ২ লাখ শেয়ার বিক্রয় করবেন। এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে বিক্রয় করবেন।

তিনি ঘোষণা ৩০ কার্য দিবসের মধ্যে এসব শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন বলে কোম্পানিটি জানিয়েছ।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

প্রিমিয়ার ব্যাংকের নগদ লভ্যাংশ বিতরণ

Premier-Bank1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিএফটিএনের মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৭ জুলাই অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২৫ মে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

বিবিএস ক্যাবলসের দরবৃদ্ধি : ক্যাবলস ও ইউনিট-২ দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান

bbsস্টকমার্কেট ডেস্ক :

বিবিএস ক্যাবলস লিমিটেড ও বিবিএস ইউনিট-২ লিমিটেড দুটি আলাদা প্রতিষ্ঠান বলে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কয়েকটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশিত হয় যে, বিবিএস ক্যাবলস ২২০ কেভি ভোল্টটেজ গ্রেড ক্যাবলস উৎপাদন করছে। এ খবর ডিএসইর নজরে এলে গত ২১ আগস্ট ডিএসই বিষয়টির কারণ জানতে বিবিএস ক্যাবলসের কাছে। এর জবাবে কোম্পানিটি জানায়, গত ১৮ আগস্ট বিবিএস ক্যাবলস ইউনিট-২ ও কয়েকটি বিদেশী বিক্রেতাদের মধ্যে যন্ত্রাংশ সরবরাহের চুক্তি হয়।

তবে বিবিএস ক্যাবলস লিমিটেড ও বিবিএস ইউনিট-২ লিমিটেড দুটি আলাদা প্রতিষ্ঠান। বিবিএস ক্যাবলস লিমিটেড  আমাদের স্বণামধন্য কোম্পানি। বিশ্ব বিখ্যাত ক্যাবলস যন্ত্রাংশ সরবরাহকারীদের প্রণোদনা ও আকৃষ্ট করা ও  বিজ্ঞাপনের উদ্দেশ্যে শুধু আমরা বিবিএস ক্যাবলস লিমিটেডের লোগো ব্যবহার করি। এ বিষয়ে আমরা আইনী প্রক্রিয়ার দিকটার প্রতি অবগত নয়।

উল্লেখ্য, চলতি বছরের ৩১ জুলাই দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শুরু করেছে বিবিএস ক্যাবলস। কোম্পানিটি শেয়ারবাজারে যাত্রা শুরুর পর থেকে এর শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। এর জন্য শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোনাস শেয়ার বিতরণ

Purbi insনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমাখাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস শেয়ার বিও একাউন্টে জমা করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

গত ২২ আগস্ট বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের স্ব স্ব বিও একাউন্টে ১০ শতাংশ বোনাস শেয়ার জমা করা হয়েছে। গত ৩০ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আর কোম্পানিটির রেকর্ড ছিল ৯ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

আরএন স্পিনিংয়ের বার্ষিক বোর্ড সভা ২৯ আগস্ট

rn spinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি আরএন স্পিনিং লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৯ আগস্ট আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ ২০১৬-২০১৭ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

টেক্সটাইল খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ সালের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এ সভায় সমাপ্ত বছরে কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.