সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন ও কোম্পানির শেয়ারদর বেড়েছে। প্রথম দেড় ঘন্টায় দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন ও শেয়ারদর কমছে।। এসময় সেখানে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। সিএসইতে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টা ৭মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৯০ পয়েন্ট কমে ৬০৭১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ০.০২ পয়েন্ট বেড়ে ২১৫৭ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭৪ বেড়ে ১৩৩৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৬৩৮ কোটি ৮১ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত ছিল ৪১টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৭.৩৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৬৮টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত ছিল ২৯টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

আমরা নেটওয়ার্কসের আইপিও লটারি বৃহস্পতিবার

aamra-networksনিজস্ব প্রতিবেদক :

আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারি ড্র  আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আগামী ১৬ আগস্ট পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন করতে পারবেন বলে স্টকমার্কেটবিডি.কমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা এনামুল হক ।

কোম্পানিটি জানায়, এদিন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠিত হবে।

২১ কোটি ৯ লাখ টাকার বিপরীতে কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে প্রায় মোট চাহিদার ১৮.০৭ গুণ। যা টাকার অঙ্কে দাঁড়ায় ৩৯৪ কোটি ৩৮ টাকা। আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হবে।

গত ১৪ জুন অনুষ্ঠিত কমিশনের ৬০৬তম সভায় বুক বিল্ডিং পদ্ধতিতে এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। এই আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৫৬ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করে ব্যাংক ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ, ডাটা সেন্টার ও ওয়াই-ফাই হটস্পট স্থাপন এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

আবেদনকারীদের নিকট হতে প্রতি লটের জন্য ৩৫০০ টাকা জমা নিবে কোম্পানিটি। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) ২১.৯৮ টাকা এবং বিগত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

মোবাইল অ্যাপসের জনপ্রিয়তা বাড়ছে : ব্যবহারকারী ১৭,০০০ জন

mobilবিশেষ প্রতিবেদক :

সহজসাধ্য ও আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে বিনিয়োগকারীকে সেবা পৌঁছে দিতে ২০১৬ সালের ৯ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে চালু হয় ‘ডিএসই-মোবাইল’ নামের একটি অ্যাপস, যা গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করে স্মার্টফোনে সংযুক্ত করতে হয়। ব্রোকারেজ হাউসের কাছ থেকে পাসওয়ার্ড ও আইডি নম্বর নিয়ে শেয়ার কেনাবেচা ও পোর্টফোলিও এবং মার্কেটের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, শেয়ারবাজারে শেয়ার লেনদেনে মোবাইল অ্যাপস ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। চলতি আগস্ট মাসে ব্যবহারকারীর সংখ্যা আরো বেড়ে ১৭ হাজার ছাড়িয়েছে। ক্রমাগতভাবেই এই ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। দেশের শেয়ারবাজার বিকাশের ক্ষেত্রে সংযোজিত হয় ডিএসই মোবাইল অ্যাপ। এই অ্যাপস চালুর পর ক্রমবর্ধমান হারে মোবাইলে লেনদেন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ২০১৭ সালের ২৪ আগস্ট পর্যন্ত এ হিসাব দাঁড়ায় ১৭ হাজার ৬৪৫ জন। অ্যাপসটি চালুর পর শুরুতে তেমন সাড়া না থাকলেও পরিচিতি পাওয়ার পর ক্রমেই সংখ্যা বাড়ছে। চালুর পর প্রথম চার মাসে গ্রাহকসংখ্যা ছিল দুই হাজারের মতো। ডিসেম্বরে মোবাইলে গ্রাহকসংখ্যা ছয় হাজার ছাড়িয়ে যায়। চলতি বছরের সাত মাসে বেড়েছে প্রায় ১০ হাজারের বেশি।

গত তিন মাসের হিসাব পর্যালোচনায় দেখা যায়, প্রতি মাসে গড়ে এক হাজারের বেশি মোবাইল অ্যাপস ব্যবহারের মাধ্যমে লেনদেনকারী বেড়েছে। ২০১৭ সালের ৩১ মে সময়ে অ্যাপস ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৪ হাজার ২৮১ জন। জুন মাসে এই সংখ্যা দাঁড়ায় ১৫ হাজার ৪৮ জন। আর জুলাই মাসে দাঁড়ায় ১৬ হাজার ৩৯৯ জন।

জানা গেছে, ডিএসই-মোবাইল অ্যাপসের মাধ্যমে যেকোনো স্থান থেকেই শেয়ার কেনা-বেচা করা যাবে। স্মার্টফোনে বাজার ও নিজ পোর্টফোলিওর সঙ্গে সরাসরি থাকতে পারবে বিনিয়োগকারীরা। ল্যাপটপ কিংবা ডেস্কটপে ব্যবহারের জন্যও ডিএসই-ইনভেস্টর নামের অ্যাপস রয়েছে। এই অ্যাপস সংযোজনে বা রেজিস্ট্রেশনে বাড়তি কোনো ফি নেই।

বিনিয়োগকারীরা বলছেন, মোবাইল অ্যাপসে লেনদেনে বিস্তর সুবিধা রয়েছে। রাজধানীর ট্রাফিক জ্যাম ফেলে শেয়ার ব্যবসা করতে আসতে হয় না। এমনকি সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও অফিসে বসেই শেয়ার ক্রয়-বিক্রয় সম্ভব হচ্ছে। বাড়তি কোনো সময় ব্যয় না করে ঘরে বসে শেয়ার লেনদেন হচ্ছে।

বিনিয়োগকারীরা বলেন, কোন শেয়ার কিনব বা বেচব তার জন্য এখন ব্রোকারেজ হাউসে আসতে হয় না। মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে পোর্টফোলিও দেখা ও শেয়ার লেনদেন করা সম্ভব হচ্ছে। আগে শেয়ার লেনদেন ও পোর্টফোলিও দেখতে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসে আসতে হতো। এখন আর ব্রোকারেজ হাউসেও আসতে হয় না। এতে যেমন সময় বাঁচছে তেমনি লেনদেনও সহজসাধ্য হচ্ছে। প্রযুক্তির উৎকর্ষতায় লেনদেনে গতি এসেছে। ’

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান বলেন, ‘প্রযুক্তির সর্বোচ্চ সেবা বিনিয়োগকারীকে দিতেই এই মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে লেনদেন জনপ্রিয় হয়ে উঠছে। ব্রোকারেজ হাউসে আসা ছাড়াই বিনিয়োগকারী শেয়ার লেনদেন করতে পারছে। ’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

লিগ্যাসি ফুটওয়্যারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

legaciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে গত ৪ সেপ্টেম্বর জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৭ আগস্ট শেয়ার দর ছিল ১৮৫ টাকা। গত ৫ সেপ্টেম্বর  সর্বশেষ তা ৬৯১ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর বেড়েছে ২৭৩.৫১ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.