বিডি ফাইন্যান্সের বার্ষিক বোর্ড সভা ১৮ এপ্রিল

bd-finaceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৮ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে, গত বছরে প্রতিষ্ঠানটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ড্রাগন সোয়েটারের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেডের চলতি বছরের তৃর্তীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৬ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মালিবাগে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ব্র্যাক ব্যাংক
  3. কেয়া কসমেটিকস
  4. ইউনিক হোটেল
  5. আলিফ ম্যানুফ্যাকচারিং
  6. জেনারেশন নেক্সট
  7. মুন্নু সিরামিক্স
  8. গ্রামীন ফোন
  9. মার্কেন্টাইল ব্যাংক
  10. ইফাদ অটোস লিমিটেড।

দুই শেয়ারবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৭১০ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে বেড়েছে। এদিন লেনদেন বাড়লেও সূচক কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭১০ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৬৯১ কোটি ৫২ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৮ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২২ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৪ টির। আর দর অপরিবর্তিত আছে ৩২ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিকস, ইউনিক হোটেল, আলিফ ম্যানুফ্যাকচারিং, জেনারেশন নেক্সট, মুন্নু সিরামিক্স , গ্রামীন ফোন, মার্কেন্টাইল ব্যাংক ও ইফাদ অটোস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৫.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৯৩৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৪৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন লেনদেন হয়েছে ৪৫ কোটি ২৩ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ৯২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে এসিআই লিমিটেড ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বুধবার স্পট মার্কেটে যাবে মার্কেন্টাইল ব্যাংক ও ইউনাইটেড ইন্স্যুরেন্স

spotস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড আগামী ১১ এপ্রিল বুধবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ১২ এপ্রিল বৃহস্পতিবার পযর্ন্ত। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , প্রতিষ্ঠান দুইটি আগামী ১১ ও ১২ এপ্রিল অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ১৫ এপ্রিল রবিবার প্রতিষ্ঠান দুইটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠান দুইটি আগামী ১৫ এপ্রিল লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কুইন সাউথের নতুন সিইও লিয়াং চিন-হাচিন

queenস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের নতুন সিইও নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের নতুন সিইও হিসাবে লিয়াং চিন-হাচিনকে নিযুক্ত করা হয়েছে।

এর আগে ৮ এপ্রিল রথীন্দ্র কুমার চৌধুরী সিইও পদ থেকে পদত্যাগ করেন। গত ৯ এপ্রিল থেকে নতুন সিইও দায়িত্ব পালন শুরু করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৩য় প্রান্তিকের বোর্ড সভা ১৯ এপ্রিল

bsclস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড চলতি বছরের তৃর্তীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর গুলশান লিংরোড কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

alarfaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.১৫ টাকা । যা আগের বছরে ছিল ৩.০৭ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২০.৮৭ টাকা। যা আগের বছরে ছিল ১৯.৭২ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ৩ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম