সোনারগাঁ টেক্সটাইলের সংবেদনশীল অপ্রকাশিত তথ্য নেই

sonargoan-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১২ নভেম্বর এ শেয়ারের দর ছিল ১৮.৫০ টাকা এবং গতকাল ২৭ নভেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ২২ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফারইষ্ট নিটিংয়ের ৬০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

fekdilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৬০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আসিফ মঈন নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৬০ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার ৩১ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. খুলনা পাওয়ার
  2. বার্জার পেইন্টস
  3. ইউনাইটেড পাওয়ার
  4. সায়হাম টেক্সটাইল
  5. ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড
  6. ইনটেক লিমিটেড
  7. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  8. এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ
  9. ফার্মা এইডস
  10. ইফাদ অটোস লিমিটেড।

ডিএসইতে ৬৩৮ ও সিএসইতে ২৩ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৬৩৮ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে সেখানে লেনদেন ও সূচক বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮৩ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫৬৯ কোটি ৪৫ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৬২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৩টির। আর দর অপরিবর্তিত আছে ৪৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, বার্জার পেইন্টস, ইউনাইটেড পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড, ইনটেক লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ, ফার্মা এইডস ও ইফাদ অটোস লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৯৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ৩০ কোটি ৪৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড ও সায়হাম কটন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ন্যাশনাল টির শেয়ার দর বাড়ার অপ্রকাশিত তথ্য নেই

NTCস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১২ নভেম্বর এ শেয়ারের দর ছিল ৫৬২ টাকা এবং গতকাল ২৬ নভেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৮২৫ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

চলতি করবর্ষের রিটার্ন দাখিলে শেষ সময়ের ব্যস্ততা

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি করবর্ষে নিয়মিত আয়কর রিটার্ন জমার শেষ সময় ৩০ নভেম্বর। এ হিসাবে আজসহ বাকি আছে আর চার দিন। তবে শেষ দিন সরকারি ছুটি হওয়ায় বিভিন্ন কর অঞ্চল থেকে আবেদনের প্রেক্ষিতে ২ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময় বাড়ানো হতে পারে বলে জানা যায়।

গতকাল সোমবার সরেজমিনে বিভিন্ন কর অঞ্চলে গিয়ে দেখা যায়, চলতি সপ্তাহে রিটার্ন জমা দিতে আসা করদাতাদের সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেশি। করদাতারা কোনোভাবেই যেন ভোগান্তির শিকার না হন তা বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারির তাগিদ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। প্রত্যেক কর অঞ্চলের কর কমিশনারকে এ নির্দেশ দিয়েছেন।

করদাতা যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন এবং তা প্রমাণ হয় তবে ওই কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে এনবিআরসংশ্লিষ্টরা জানান।

বিভিন্ন কর অঞ্চল ঘুরে দেখা যায়, রাজস্ব কর্মকর্তারা আগত করদাতাদের রিটার্ন ফরম কিভাবে পূরণ করা যায় তার সহযোগিতা করছেন। অনেকের রিটার্ন ফরম এনবিআরসংশ্লিষ্টরা পূরণ করে দিচ্ছেন। অনেকে জানতে চাইছেন রিটার্ন দাখিল কারা করবে। অর্থাৎ তিনি বা পরিচিতরা রিটার্ন দাখিলের যোগ্য কি না সে বিষয়ে স্পষ্ট ধারণা নিয়ে গিয়ে প্রস্তুত হয়ে আসবেন বলে জানান।

রিটার্নসংক্রান্ত কাজ করতে অনেক করদাতা নিজেই এসেছেন আবার অনেকেই কর আইনজীবী পাঠিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেড

রেকিট বেনকাইজারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

rekitস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি রেকিট বেনকাইজার (বিডি) লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১২ নভেম্বর এ শেয়ারের দর ছিল ১২২০ টাকা এবং গতকাল ২৬ নভেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৭২৩ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে রেকিট বেনকাইজার লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বীকন ফার্মার এজিএমের দিন পিছালো

beacon-logo-finalস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের বস্ত্র শিল্প খাতের কোম্পানি এমএল ডায়িং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৫ ডিসেম্বরর এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। কোম্পানিটির গত বছরের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ম প্রান্তিক ইপিএস ২.৪০ টাকা

olimpicস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪০ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২.২৪ টাকা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩.৯৩ টাকা, যা গত ৩০ জুন ছিল ২৯.৩২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ