মিরপুরে নিরাপদ সবজির কৃষকের বাজার উদ্বোধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভোক্তার জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ সবজি সহজলভ্য করা, সেই সাথে কৃষকের জন্য উৎপাদিত পণ্যের সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে রাজধানীর মিরপুরের ৬ নং ওয়ার্ডের ট ব্লকে একটি কৃষকের বাজারের উদ্বোধন করা হয়েছে।

প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে রাজধানীর নিকটবর্তী সাভারের বিরুলিয়া থেকে কৃষকেরা তাদের উৎপাদিত নিরাপদ সবজি-ফল এ বাজারে বিক্রি করবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যাচাইকৃত নিরাপদ সবজি চাষীরাই এ বাজারে তাদের পণ্য বিক্রি করবেন। এ উদ্যোগের ফলে ভোক্তাগণ সাশ্রয়ী মূল্যে তাদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন।

শুক্রবার সকালে মিরপুরের ৬ নং ওয়ার্ডের ট ব্লকে কৃষকের বাজার উদ্বোধনকালে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। মিরপুর ৬ নং ওয়ার্ডের ট ব্লকের কুষকের বাজারের উদ্বোধনী দিনে সাভারের বিরুলিয়া থেকে আট (৮) জন কৃষক তাদের উৎপাদিত নিরাপদ বিভিন্ন সবজি, যেমন- ধুন্দল, চিচিঙ্গা, শসা, লাউশাক, পুঁইশাক, কলমি শাক ইত্যাদি নিয়ে আসেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মরিয়ম খাতুন বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে নিরাপদ সবজি চাষীদের আমরা নিয়মিত প্রশিক্ষণ দেয়া, জৈব সার ও জৈব বালাই নাশক সরবরাহ করা সহ বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করে থাকি। নিরাপদ সবজি চাষে কৃষকদের কষ্ট এবং ব্যয় উভয়ই কিছুটা বেশি হয় বলে দাম একটু বেশি। কিন্তু এ সবজিগুলো নিরাপদ ও স্বাস্থ্যের জন্য ভালো।

কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক মোফজলুর রহমান বলেন, কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে সেচ ভবনে কৃষকের বাজারের যাত্রা প্রথম শুরু হয়। মিরপুর ৬ নং ওয়ার্ডের এই কৃষকের বাজারটি এক্ষেত্রে একটি নতুন সংযোজন। যে কোন ধরণের সহযোগিতা প্রদানের ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সচেষ্ট থাকবো।

জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ন্যাশনাল প্রোজেক্ট কো-অর্ডিনেটর জয়নাল আবেদীন বলেন, জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সকলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিতে বিশ্বব্যাপী কাজ করছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর অফিস ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পক্ষ থেকে আমরা পরীক্ষামূলকভাবে কৃষকের বাজারটি স্থাপন করেছি। এ কার্যক্রমটি সফল হলে আমরা উত্তর সিটি কর্পোরেশনের অন্যান্য এলাকায় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেও এটি বাস্তবায়ন করবো।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সিনিয়র প্রজেক্ট অফিসার জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সাসটেইনেবল এগ্রিকালচার স্পেশালিস্ট জাহাঙ্গীর আলম, মোনজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটিকর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের ট-ব্লকের বায়তুল জামে মসজিদের সভাপতি ডা. আবুল হোসেন ও সদস্য সচিব বেলায়েত হোসেন, মিরপুর ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো আবদুর রহিম সর্দার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

বাংলাদেশকে ২১২৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সামাজিক বিকাশ এবং টেকসই কর্মসূচির অন্তর্ভুক্তি ও প্রতিক্রিয়াশীলতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারকে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১২৫ কোটি টাকা (প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে)।

শুক্রবার (১৮ জুন) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবির দক্ষিণ এশিয়ার সিনিয়র সামাজিক খাত বিশেষজ্ঞ হিরোকো উচিমুরা-শিরোশিই বলেন, করোনা সংকটে ঋণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দারিদ্র্য বিমোচনে পরোক্ষভাবে ভূমিকা পালন করবে। এর মাধ্যমে সামাজিক সুরক্ষা কর্মসূচি শক্তিশালী হবে।

সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে বাংলাদেশের সামাজিক উন্নয়নের আন্তঃখাতের সমস্যাগুলি সমাধানের জন্য প্রাতিষ্ঠানিক ও নীতিগত সংস্কার অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনার প্রশাসনিক দক্ষতার উন্নতির মাধ্যমে সামাজিক সুরক্ষা ব্যবস্থার কভারেজ এবং দক্ষতা বাড়ানো।

কর্মসূচির মাধ্যমে ৬২ বছরের বেশি বয়সী নারীদের জন্য বয়স্ক ভাতা এবং ১৫০টি জেলা-জেলা ইউনিট বা উপজেলায় বিধবা, নিঃসঙ্গ ও নিস্ব নারীদের জন্য ভাতার আওতা বাড়ানো হবে। অবহেলিত নারীদের কাছে এর পরিধি আরও প্রসারিত হবে। অন্যান্য সংস্কারের মধ্যে রয়েছে মোবাইল আর্থিক পরিষেবাগুলো ব্যবহারকে উৎসাহ দেওয়া এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য উদ্বুদ্ধ করা।

এডিবি প্রোগ্রাম বাস্তবায়ন, নীতি বিশ্লেষণ এবং সামাজিক বিকাশ সম্পর্কিত মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধি করবে। একটি প্রযুক্তিগত সহায়তাও সরবরাহ করবে। দারিদ্র্য নিরসনে কারিগরি সহায়তা দেবে এডিবি।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

১১ মাসে রাজস্ব ঘাটতি ৪৪ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহামারি পরিস্থিতিতে চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। করোনার প্রভাবে রাজস্ব আহরণের গতি শ্লথ হয়ে পড়লে লক্ষ্যমাত্রা ২৯ হাজার কোটি টাকা কমানো হয়। তবে সংশোধিত এ লক্ষ্যমাত্রা থেকেও পিছিয়ে পড়েছে রাজস্ব আহরণ।

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) রাজস্ব আহরণে ঘাটতি ৪৪ হাজার ৩৬১ কোটি টাকা ছাড়িয়েছে। করোনার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রয়োজনীয় সংস্কার না হওয়াকে রাজস্ব আহরণে ঘাটতির কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে এনবিআরের সর্বশেষ রাজস্ব আহরণ অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদনে (সাময়িক) দেখা গেছে, সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি অর্থবছর ৩ লাখ ১ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ করতে হবে। সে হিসেবে অর্থবছরের প্রথম ১১ মাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২ লাখ ৬২ হাজার ১১৭ কোটি ৫৪ লাখ টাকা। এ সময়ে আহরণ হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৫৬ কোটি ১৫ লাখ টাকা।

অর্থাৎ সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতির পরিমাণ ৪৪ হাজার ৩৬১ কোটি ৪০ লাখ টাকা। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব বেড়েছে সাড়ে ২৯ হাজার কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৭ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

শেয়ারবাজারের ভবিষ্যত ভালো: সালমান এফ রহমান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত ১ বছর ধরে শেয়ারবাজারে নতুন ধরন দেখছেন জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নতুন কমিশন অনেকগুলো সুন্দর পদক্ষেপ নিয়েছে। এখানে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। এছাড়া লেনদেন ও বাজার মূলধন বেড়েছে। একইসঙ্গে বেসিক সমস্যা ইক্যুইটি ভিত্তিক মার্কেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সবমিলিয়ে শেয়ারবাজারের ভবিষ্যত ভালো দেখছি।

শনিবার (১৯ জুন) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘বাজেট পরবর্তী আলোচনা ও শেয়ারবাজারের উন্নয়নের পথ’ শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

এছাড়া আলোচক হিসেবে ছিলেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি শরিফ আনোয়ার হোসাইন ও এএমসি এসোসিয়েশনের সভাপতি ড. হাসান ইমাম।

সালমান এফ রহমান বলেন, শেয়ারবাজার ভালো হওয়ার সঙ্গে সঙ্গে স্টেকহোল্ডারদের দায়িত্ব বাড়বে। এক্ষেত্রে দেশের ঊভয় স্টক এক্সচেঞ্জের ম্যানেজমেন্টের সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া বিশ্বের উন্নত দেশগুলোর শেয়ারবাজার যেভাবে পরিচালিত হয় এবং সেখানে যে ধরনের সুযোগ-সুবিধা আছে, সেগুলো আমাদেরকেও চালু করতে হবে।

তিনি বলেন, আজকের আলোচনায় চূড়ান্ত বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহার ব্যবধান বাড়ানো, লভ্যাংশে দ্বৈত করহার প্রত্যাহার, মার্চেন্ট ব্যাংকের করহার কমানো, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগসহ যেসব প্রস্তাব করা হয়েছে-সেগুলোর পেছনে যুক্তি আছে। এই প্রস্তাবগুলো চূড়ান্ত বাজেটে অন্তর্ভূক্ত করার চেষ্টা করব।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন বিএমবিএর সভাপতি মো. ছায়েদুর রহমান ও সিএমজেএফ এর সভাপতি হাসান ইমাম রুবেল উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

এবারের বাজেট শেয়ারবাজারের জন্যেও ইতিবাচক : শিবলী রুবাইয়াত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, এবারের বাজেট ‘মেড ইন বাংলাদেশ বাজেট’। এই বাজেট শেয়ারবাজারের জন্যেও ইতিবাচক।

তিনি বলেন, তারা বিজনেস ফ্রেন্ডলি রেগুলেটর হিসেবে কাজ করছে। সরকারের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের অবদান বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে কমিশন।

শনিবার (১৯ জুন) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘বাজেট পরবর্তী আলোচনা ও শেয়ারবাজারের উন্নয়নের পথ’ শীর্ষক অনলাইন সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বিশেষ অতিথি হেসেবে উপস্থিত ছিলেন, বিএসইসি কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

এছাড়া আলোচক হিসেবে ছিলেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি শরিফ আনোয়ার হোসাইন ও এএমসি এসোসিয়েশনের সভাপতি ড. হাসান ইমাম।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নতুন কমিশন অনেকগুলো সুন্দর পদক্ষেপ নিয়েছে। এখানে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। এছাড়া লেনদেন ও বাজার মূলধন বেড়েছে। একইসঙ্গে বেসিক সমস্যা ইক্যুইটি ভিত্তিক মার্কেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সবমিলিয়ে শেয়ারবাজারের ভবিষ্যত ভালো দেখছি।

সালমান এফ রহমান বলেন, শেয়ারবাজার ভালো হওয়ার সঙ্গে সঙ্গে স্টেকহোল্ডারদের দায়িত্ব বাড়বে। এক্ষেত্রে দেশের ঊভয় স্টক এক্সচেঞ্জের ম্যানেজমেন্টের সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া বিশ্বের উন্নত দেশগুলোর শেয়ারবাজার যেভাবে পরিচালিত হয় এবং সেখানে যে ধরনের সুযোগ-সুবিধা আছে, সেগুলো আমাদেরকেও চালু করতে হবে।

তিনি বলেন, আজকের আলোচনায় চূড়ান্ত বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহার ব্যবধান বাড়ানো, লভ্যাংশে দ্বৈত করহার প্রত্যাহার, মার্চেন্ট ব্যাংকের করহার কমানো, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগসহ যেসব প্রস্তাব করা হয়েছে-সেগুলোর পেছনে যুক্তি আছে। এই প্রস্তাবগুলো চূড়ান্ত বাজেটে অন্তর্ভূক্ত করার চেষ্টা করব।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন বিএমবিএর সভাপতি মো. ছায়েদুর রহমান ও সিএমজেএফ এর সভাপতি হাসান ইমাম রুবেল উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ইউনিক হোটেলের সাবসিডিয়ারির ৩০০০ কোটি টাকা সিন্ডিকেটেড ঋণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৫৮৪ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ইউনিক গ্রুপের মালিকানাধীন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের সাবসিডিয়ারি কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড। এ বিদ্যুৎকেন্দ্রে সম্প্রতি ৩ হাজার কোটি টাকারও বেশি সিন্ডিকেটেড ঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক।

অগ্রণী ব্যাংকের নেতৃত্বে সিন্ডিকেটভুক্ত অন্য তিন ব্যাংক হচ্ছে সোনালী, জনতা ও রূপালী ব্যাংক লিমিটেড। দেশের বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ খাতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের এটিই সবচেয়ে বড় সিন্ডিকেটেড অর্থায়ন।

বিদ্যুৎকেন্দ্রটিতে অর্থায়নে গত মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড ও রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মধ্যে ‘সিন্ডিকেশন প্রজেক্ট লোন ফ্যাসিলিটি এগ্রিমেন্ট’ সই হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত। চুক্তিতে ইউনিক মেঘনাঘাট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত এবং অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. আব্দুল্লাহ আল মামুন ও রাষ্ট্রায়ত্ত অন্য তিন ব্যাংকের মহাব্যবস্থাপকরা সই করেন। বিদ্যুৎ প্রকল্পটির মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৩ কোটি ৮৪ লাখ টাকা। কেন্দ্রটি ২০২২ সালের জুলাইয়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম আজাদ, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইউনিক মেঘনাঘাট পাওয়ারের চেয়ারম্যান ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী, ইউনিক গ্রুপের অন্যান্য পরিচালক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের কান্ট্রি চিফ এক্সিকিউটিভ অফিসার নাসির এজাজ বিজয়, জিই বাংলাদেশের কান্ট্রি ম্যানেজারসহ রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক ও ইউনিক মেঘনাঘাট পাওয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেঘনাঘাট এলাকায় নিজেদের প্লট থেকে বিদ্যুৎ প্রকল্পের জন্য ২৫ একর জমি দিয়েছে ইউনিক হোটেল কর্তৃপক্ষ। প্রকল্পের কারিগরি অংশীদার জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি প্লান্টের সব যন্ত্রপাতি সরবরাহ করছে।

সাবসিডিয়ারি কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ারের শেয়ার ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের কাছে ৫০ দশমিক ৯১ শতাংশ, জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট বিভির কাছে ২০ দশমিক ১ শতাংশ, নিবরাসের কাছে ২৪ শতাংশ ও স্ট্র্যাটেজিক ফাইন্যান্সের কাছে ৪ দশমিক ৯৯ শতাংশ শেয়ার থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ডিএসইতে পিই রেশিও কমেছে ১.৩০ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের (১৩-১৭ জুন) ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় (পিই রেশিও) ১ দশমিক ৩০ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৮.৪৮ পয়েন্টে। যা সপ্তাহ শেষেও ১৮.২৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.২৪ পয়েন্ট বা ১.৩০ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৫৭ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২১.১৮ পয়েন্টে, বস্ত্র খাতের ৩৩.০১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৩৯ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৩.৬৮ পয়েন্টে, বীমা খাতের ২৭.৮৯ পয়েন্টে, বিবিধ খাতের ৬০.৮২ পয়েন্টে, খাদ্য খাতের ১৯.৭৯ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১.৯০ শতাংশ, চামড়া খাতের ৮৫.৯৪ পয়েন্টে, সিমেন্ট খাতের ১৪.৫৮ পয়েন্টে, আর্থিক খাতের ৪২.৪৩ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৪৯.৯৩ পয়েন্টে, পেপার খাতের ৯৪.৯৪ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১১.২৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২০.৬৪ পয়েন্টে, সিরামিক খাতের ২৭.৫০ পয়েন্টে এবং পাট খাতের পিই ঋণাত্বক ৩৬.৭৯ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক দর কমার শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১০টির বা ৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের দর সবচেয়ে বেশি কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের দর ১.৩০ টাকা বা ১০.৮৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলিফ ম্যানুফ্যাকচারিং ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনাবাংলা ইন্স্যুরেন্সের ১০.৩১ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৯.৯৫ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৯.৬৬ শতাংশ, মুন্নু এগ্রোর ৯.৫৭ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯.৫২ শতাংশ, সোনালী পেপারের ৯.৫১ শতাংশ, সমতা লেদারের ৯.৪০ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৯.৩৮ শতাংশ এবং মুন্নু সিরামিকের শেয়ার দর ৯.৩৬ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ছিল সাফকো স্পিনিং

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৮টির বা ৩৯.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সাফকো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬.৪০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮.৫০ টাকা বা ৫১.৮৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাফকো স্পিনিং ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২৬.৫৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৬.২৭ শতাংশ, কপারটেকের ২২.০৭ শতাংশ, রূপালী ব্যাংকের ২০.৮৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৯.৬৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭.৬৮ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১৬.২৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৫.৮৮ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর ১২.৯৯ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮১৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১৭ কোটি ১১ লাখ টাকার।

ওরিয়ন ফার্মা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৪৮ লাখ টাকার।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজের ১৬৬ কোটি ২১ লাখ, লূব রেফ বিডির ১৬৫ কোটি ৮৯ লাখ টাকার, ন্যাশনাল ফিডস মিলের ১৫১ কোটি ১৪ লাখ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ১৪৮ কোটি ১৭ লাখ টাকার, এনআরবিসি ব্যাংকের ১৪৮ কোটি ৬ লাখ টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৩৪ কোটি ৭১ লাখ টাকার ও প্রগ্রতি ইন্স্যুরেন্সের ১৩৩ কোটি ১৩ লাখ টাকা লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস