১৫ দিনে ১০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে সয়াবিন তেলের বাড়তি দাম নিয়ে ১৫ দিনে আনুমানিক প্রায় ১০০০ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই তথ্য দিয়েছে।

বুধবার ঢাকায় ভোজ্য তেল মিল মালিক এবং ডিলারদের নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক থেকে বলা হয়েছে, তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহের সংকট সৃষ্টির সাথে জড়িতদের চিহ্নিত করা হবে।

এছাড়াও কর্মকর্তারা জানিয়েছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম আগামিকাল থেকে তেল মিলগুলোতে গিয়ে সয়াবিন তেলের সরবরাহ নিশ্চিত করবে।

একই সাথে মিল মালিকদের দেয়া তিন মাসের সরবরাহের তথ্য ঐ টিম যাচাই করে দেখবে।

অভিযোগ তুলে খুচরা এবং পাইকারি বাজারে তেলের বেশি দাম নেয়া হয় দুই সপ্তাহ ধরে।

এই পরিস্থিতিতে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামানের নেতৃত্বে ভোজ্য তেল মিল মালিক ও ডিলারদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মি: সফিকুজ্জামান তথ্য দিয়েছেন যে, তেলের বাড়তি দাম নিয়ে গত ১৫ দিনে প্রায় এক হাজার কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে।

এ ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে মি. সফিকুজ্জামান বলেছেন, প্রতিদিনের ভোজ্য তেলের চাহিদার সাথে তুলনা করে তারা অনুমানিক এই পরিসংখ্যান পেয়েছেন।

“প্রতিদিন যদি ৫০০০ টন ভোজ্য তেলে চাহিদা থাকে, তাতে লিটারে ১০ টাকা করে বাড়লে মোট অংকটা অনেক বড় হয়। এভাবে আনুমানিক একটা পরিসংখ্যান আমরা দিয়েছি,” বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।

সয়াবিনের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার টিসিবির মাধ্যমে কমদামে তেলসহ বিভিন্ন পণ্য বিক্রি করে।। ঢাকার বিভিন্ন জায়গায় তেলসহ পণ্য বিক্রির টিসিবির ট্রাকগুলোকে ঘিরে কয়েক সপ্তাহ ধরে ক্রেতার ভিড় লক্ষণীয়।

বাজারে এই পরিস্থিতি কারা সৃষ্টি করেছে-তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে ঐ বৈঠকে। সূত্র : বিবিসি বাংলা

স্টকমার্কেটবিডি.কম/জেড

শেয়ারবাজারে বিনিয়োগে যাচ্ছে সীমার নিচে থাকা ব্যাংকগুলো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে বিনিয়োগ সীমার নিচে থাকা ব্যাংকগুলো দ্রুত বিনিয়োগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

বুধবার (৯ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের বিএসইসি কার্যালয়ে ৩৩টি ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বৈঠকে সংস্থাটির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে রেজাউল করিম সাংবাদিকদের বলেন, বর্তমান শেয়ারবাজার পরিস্থিতিতে তারল্য বৃদ্ধির লক্ষ্যে তালিকাভুক্ত ব্যাংকগুলোর সিইওদের সঙ্গে বৈঠক হয়েছে।

বৈঠকে তিনটি বিষয়ে সবাই একমত হয়েছেন। প্রথমত, শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের যে সীমা ২৫ শতাংশ, যেসব ব্যাংকের ২৫ শতাংশের নিচে বিনিয়োগ আছে তারা আগামী কয়েকদিনের মধ্যে ২ শতাংশ বিনিয়োগ করবেন।

দ্বিতীয়ত, ব্যাংকের শেয়ারবাজারে এক্সপোজারের বাইরে যে ২০০ কোটি টাকা তহবিল রয়েছে, যেসব ব্যাংক ২০০ কোটি টাকার ফান্ড এখনো গঠন করেনি, তারা সেটা গঠন করে সক্ষমতা অনুযায়ী বিনিয়োগ করবেন। এছাড়া যারা ফান্ড গঠন করেও এখনো বিনিয়োগ করেনি, তারাও বিনিয়োগ করবে।

তৃতীয়ত, টায়ার ১ ও ২ অনুযায়ী ব্যাংকগুলোর মূলধন শক্তিশালী করার জন্য পারপিচ্যুয়াল ও সাবঅর্ডিনেটেড বন্ডের অনুমোদন সুপার ফার্স্ট গতিতে দেওয়া হবে।

বৈঠকে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান ও মোহাম্মদ রেজাউল করিম অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

খাবার পানি, বিড়ি ও মোবাইল ডাটায় শুল্ক প্রত্যাহারের প্রস্তাব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাবার পানি, বিড়িতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব ও মোবাইল ডাটায় শুল্ক কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ সব প্রস্তাব তুলে ধরা হয়।

এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম। এমটব ছাড়াও ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি), বিড়ি শিল্প মালিক সমিতি এবং বাংলাদেশ বেভারেজ ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব)র সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ বলেন, কয়েক বছর ধরে মোবাইল খাতের রাজস্ব দেশের জিডিপির ১ শতাংশের বেশি ছিল। এ খাতের কর ও ফি-এর পরিমাণ ছিল সরকারি কর রাজস্বের সাড়ে ৪ শতাংশ। অর্থনীতিতে মোবাইল খাত সংশ্লিষ্ট করের অবদান এর আকারের চারগুণেরও বেশি। অর্থনীতিতে এ খাতের অবদান জিডিপিতে আনুমানিক ৭ শতাংশ।

এ খাতে করপোরেট করের হার বেশি উল্লেখ করে এস এম ফরহাদ বলেন, ‘মোবাইল অপারেটর কোম্পানিগুলোর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট কর হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং অ-তালিকাভুক্ত কোম্পানির কর হার ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩২ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করছি।’

বিড়িতে শুল্ক কমানোর প্রস্তাব

আলোচনা সভায় বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি বিজয় কৃষ্ণ দে আগামী বাজেটে বিড়িতে বিদ্যমান শুল্ক কমানো, অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার করা, বাকিতে ব্যান্ডরোল দেওয়া, সরেজমিনে পরিদর্শন ছাড়া বিড়ি কারখানার লাইসেন্স প্রদান বন্ধের প্রস্তাব করেন।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবিসি) ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম নকল ব্যান্ড রোল এবং নকল সিগারেট বন্ধ করার আহ্বান জানান।

এসময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, সিগারেট-মদের ওপর রাজস্ব নির্ভরতা থাকবে। রাজস্বের বোঝা বাড়িয়ে ব্যবহার নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা আছে, সেটা অব্যাহত থাকবে। অনেক সময় দেখা যায়, রাজস্ব বাড়িয়েও এটা নিয়ন্ত্রণ করা যায় না। ভ্যাট ফাঁকি, চোরাচালানের জায়গা তৈরি হয়। এ কারণে সিগারেট, বিড়ির ব্যাপারে সতর্কতার সঙ্গে পলিসি গ্রহণ করা হচ্ছে।

খাবার পানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব

বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুনুর রশিদ খাবার পানির ওপর অর্পিত ৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানান। এছাড়া কার্বোনেটেড বেভারেজের উৎপাদনপূর্বক সরবরাহ পর্যায়ে বিদ্যমান সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ ও পণ্য পরিবহন সেবার ক্ষেত্রে শতভাগ রেয়াত গ্রহণের সুযোগ প্রস্তাব করেন।

এসময় অন্যদের মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল ও এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আনিসুর রাহমান উপস্থিত ছিলেন।

এসময় তিনি কোমল পানীয়ের ওপর সব ধরনের কর মিলে ৪৩ দশমিক ৭৫ শতাংশ নেওয়া হচ্ছে জানিয়ে এটাকে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব করেন। এছাড়া সেবা আমদানির ক্ষেত্রে উপকরণ কর রেয়াত ও আমদানি করা পরিশোধিত চিনিতে আমদানি শুল্ক প্রত্যাহারের দাবিও জানায় সংগঠনটি।

এসময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আপনাদের দাবি সম্পর্কে আমরা অবগত আছি। এটা আমরা পর্যালোচনা করবো।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য মো. মাসুদ সাদিক (কাস্টমস নীতি), জাকিয়া সুলতানা সদস্য (ভ্যাট নীতি) এবং সামসুদ্দিন আহমেদ সদস্য (আয়কর নীতি)।

স্টকমার্কেটবিডি.কম/

আরও ৩৫ কোটি টাকা ফেরত পাবেন কিউকমের গ্রাহকরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কিউকমের গ্রাহকরা দু’একদিনের মধ্যে আরও ৩৫ কোটি টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এ এইচ এম সফিকুজ্জামান।

বুধবার (৯ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাস, বাংলাদেশ ডিল ও আনন্দ বাজারের প্রতারিত গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া হয়।

সফিকুজ্জামান বলেন, অনেক ই-কমার্স প্রতিষ্ঠান অফিস বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে। তারা যদি গ্রাহকের টাকা শোধ করে ব্যবসায় আসে তাহলে আস্থার জায়গাটা ফিরে আসবে। ই-কমার্স ইন্ড্রাস্টির সামনে যে গ্রোথ আছে, যে পরিকল্পনা আছে সেটি নিয়ে আমরা কাজ করছি। কিউকমের এখন পর্যন্ত ২৩ কোটি টাকা ফেরত দিয়েছে। দু’একদিনের মধ্যে আরও ৩৫ কোটি টাকা চলে যাবে। তাহলে কিউকমের ৬০ কোটি টাকার মধ্যে ৫৭ কোটি টাকার মতো পরিশোধ হয়ে যাবে, বাকি কিছু থাকতে পারে। তাদের একশ কোটি টাকার প্রোডাক্ট আছে সেগুলোও প্রক্রিয়া করা যাবে।

কিউকমের মালিকের জামিন প্রসঙ্গে তিনি বলেন, জামিনের বিষয়ে আমরাও বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, ই-ক্যাবকে বলেছিলাম কোর্টে যোগাযোগ করার জন্য। তারা সেখানে গেছেন, সেটার রেজাল্টও আপনারা জানেন। একটা মামলার জামিন হয়ে গেছে। সে যদি লিগ্যাল প্রসিডিউরে আসতে পারলে কিউকমের আটকে থাকা প্রায় চারশ কোটি টাকা ফেরত দেওয়া যাবে। এটি ফেরত দিতে পারলে বড় ধরনের রিলিফ হবে।

তিনি আরও বলেন, এ কারণে আবারও বলবো যারা যেখানে সমস্যায় আছে, গা ঢাকা দিয়ে আছে তারা যদি যোগাযোগ করে পজিটিভলি টাকাগুলো ফেরত দেয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা আছে। তাদের আমরা আপাতত ডিস্টার্ব করবো না।

অতিরিক্ত সচিব বলেন, যারা এই বিষয়গুলোর ক্ষেত্রে লুকিয়ে থাকবে, তারা মার্চের পর গা ঢাকা দিয়ে থাকতে পারবে না। এই তথ্যটা সবার মাধ্যমে জানাতে চাই। কোথাও ব্যত্যয় দেখলে মিডিয়াকে তা জানানোর অনুরোধ করছি।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২ শুরু ১৭ মার্চ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের জুয়েলারি শিল্পকে দেশে ও বিদেশে নতুন করে তুলে ধরতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২। ’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৭ মার্চ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আয়োজিত তিনদিনের জুয়েলারি এক্সপো-২০২২ উদ্বোধন হবে।

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের শুভক্ষণে বাংলাদেশ জুয়েলারি এক্সপোর-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী ও কর্মকর্তাদের।

১৭ থেকে ১৯ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি ও পুষ্পগুচ্ছ হলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জুয়েলারি এক্সপোতে-২০২২ দেশ-বিদেশের অনেক ক্রেতা-বিক্রেতার শতাধিক স্টল অংশ নেবে।

বাংলাদেশ জুয়েলারি এক্সপোতে-২০২২ আগত ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকবে বিশাল মূল্যছাড়সহ আকর্ষণীয় সব অফার।

এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কোষাধ্যক্ষ ও এক্সিবিশন ট্রেড অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান উত্তম বণিক বলেন, প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২ দেশের স্বর্ণ ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন করবে। খুলে যাবে রপ্তানির দুয়ার। বৈদেশিক মুদ্রা উপার্জনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৭ লাখ টাকার।

২৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ড্রাগন সোয়েটার স্পিনিংয়ের ১৫ কোটি ৭৪ লাখ, ওরিয়ন ফার্মার ১৪ কোটি ৬৬ লাখ, ব্র্যাক ব্যাংকের ১৩ কোটি ২৩ লাখ, একমি পেসটিসাইডের ১২ কোটি ৩৮ লাখ, অগ্নি সিস্টেমসের ১২ কোটি ২২ লাখ, লাফার্জ হোলসিম বিডির ১২ কোটি ১৩ লাখ ও বিএটিবিসি লিমিটেডের ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. ফরচুন সুজ
  4. ড্রাগন সোয়েটার স্পিনিং
  5. ওরিয়ন ফার্মা
  6. ব্র্যাক ব্যাংক
  7. একমি পেসটিসাইড
  8. অগ্নি সিস্টেমস
  9. লাফার্জ হোলসিম বিডি
  10. বিএটিবিসি লিমিটেড।

গম- ভুট্টাসহ খাদ্যশস্য রপ্তানি নিষিদ্ধ করল ইউক্রেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গমসহ একাধিক খাদ্যশস্য রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। বুধবার দেশটির সংসদে এই মর্মে একটি আইন পাস করা হয়।

সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেন সরকার খাদ্যশস্য গম, ভুট্টা, লবণ, মাংসহ প্রধান প্রধান কৃষিপণ্য নিষিদ্ধ করেছে।
ইউক্রেনের সংসদে পাসকৃত আইন অনুযায়ী, ওটস, চিনি, বাজরা, গবাদিপশুসহ এসবের উপজাত পণ্যও রপ্তানি এখন থেকে নিষিদ্ধ।

ইউক্রেনের কৃষি নীতি বিষয়ক মন্ত্রী রোমান লেসশেঙ্কো বলেছেন, ইউক্রেনে মানবিক বিপর্যয় রোধে খাদ্যশস্য রপ্তানি নিষিদ্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউরোপীয় কমিশনের তথ্যানুসারে, ইউক্রেন ইউরোপের অন্যতম বৃহৎ কৃষিপণ্য রপ্তানিকারক দেশ। রাশিয়া এবং ইউক্রেন যৌথভাবে বিশ্বের ৩০ শতাংশ গমের যোগান দিয়ে থাকে।

সূত্র: সিএনএন

স্টকমার্কেটবিডি.কম/এম

কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে উদ্যোগ নেবে এফএও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। আগামী অক্টোবরে এফএও বিনিয়োগ সম্মেলনের আয়োজন করবে। সেখানে তারা অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন ও দাতা সংস্থাকে বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে ও কৃষিখাদ্য ব্যবস্থার রূপান্তর করতে বিনিয়োগে উদ্বুদ্ধ করবে।

এ ছাড়া এফএও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রণ জানাবে এবং তারা আশা করছে, প্রধানমন্ত্রী সেখানে যাবেন।

আজ বুধবার সকালে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির সঙ্গে বৈঠকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোংয়ু (Qu Dongyu) এ কথা জানান। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের কৃষি খাতের উন্নয়নে আন্তর্জাতিক বিনিয়োগ দরকার। আমরা বারিড পাইপ (ভূগর্ভস্থ লাইন) দিয়ে সেচব্যবস্থার উন্নয়ন করতে চাই। আমরা উপকূলীয় লবণাক্ত অঞ্চলে নতুন উদ্ভাবিত ফসলের জাতের সম্প্রসারণ করতে যাচ্ছি। পাহাড়ি এলাকায় উচ্চমূল্যের ফসলের চাষ আরো বাড়াতে চাই। এ ছাড়া কৃষিপণ্যের প্রক্রিয়াজাত করে ভ্যালু অ্যাড ও রপ্তানি করতে চাই। এসব ক্ষেত্রে বিনিয়োগ প্রয়োজন। ‘

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, এফএওর সহকারী মহাপরিচালক জং-জিন কিম,বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসনসহ এফএওর ১০ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।

সাক্ষাৎ শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, ‘ঢাকায় এফএওর সম্মেলন চলছে, এ উপলক্ষে এফএওর ডিজি বাংলাদেশে এসেছেন। এফএও কৃষি উন্নয়নে আমাদের সহযোগিতা করে থাকে। তারা আমাদের কারিগরি সহায়তা দেয়। ডোনারদের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করে। কীটনাশকের ক্ষতিকর দিকগুলো যাতে কমাতে পারি, সেই বিষয়ে বৈশ্বিক যে নিয়ম তা তৈরি করে এফএও। ‘

তিনি আরো বলেন, ‘আমরা এখন দেশে ৫৭ লাখ টন ভুট্টা উৎপাদন করছি। বাংলাদেশের আবহাওয়া ভুট্টার জন্য খুবই ভালো। বাংলাদেশে ভুট্টা উৎপাদনের ক্ষেত্রে এফএও বড় ভূমিকা রেখেছে। আমি মনে করি, আগামীতে এফএওর সঙ্গে আমাদের সম্পর্ক আরো সম্প্রসারিত হবে। ‘

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব বাংলাদেশে দ্রব্যমূল্যের ওপর পড়বে কি না―এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব দেশে দ্রব্যমূল্যের ওপর কিছুটা পড়েছে। তবে আমাদের নিকট এখন খাদ্যশস্যের সর্বোচ্চ মজুদ আছে। ফসলের উৎপাদনও ভালো। এ ছাড়া এপ্রিলের ১৫ তারিখ থেকেই নতুন চাল আসবে। কাজেই সব মিলিয়ে আমাদের কোনো মেজর প্রবলেম হবে না। কোনো খাদ্যসংকট, হাহাকার―এ রকম কিছু হবে না। ’

স্টকমার্কেটবিডি.কম/

নতুন সার্কিট ব্রেকারে ১৫৫ পয়েন্ট সূচকের উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পতন ঠেকাতে শেয়ার নতুন দাম কমার সীমা (সার্কিট ব্রেকার) কমিয়ে দেওয়ায় সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচক ১৫৫ পয়েন্ট বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়ল ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫৫.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৬৩০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩০.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪১.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪১৫ পয়েন্টে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ থেকে শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা বা সার্কিট ব্রেকার বেঁধে দেয় ২ শতাংশে। অর্থাৎ আজ থেকে শেয়ারবাজারে কোনো শেয়ারের দাম ২ শতাংশের বেশি কমার সুযোগ ছিল না।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭৩ কোটি ১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৬৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩টির, আর দর অপরিবর্তিত আছে ১০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফরচুন সুজ, ড্রাগন সোয়েটার স্পিনিং, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, একমি পেসটিসাইড, অগ্নি সিস্টেমস, লাফার্জ হোলসিম বিডি ও বিএটিবিসি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৮২.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪০০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫০টির, কমেছে ৩২টির ও দর অপরিবর্তিত রয়েছে ১১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সাইফ পাওয়ারটেক ও ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/