ন্যাশনাল টীর ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি ন্যাশনাল টী কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩১.১২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৩১.৯১ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৯.৭৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৩৪.৩২ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫২.১৪ টাকা। যা গত ২০২১ সালের ৩০ জুন এই এনএভি ছিল ৮৪.২৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

মিজোরাম-বাংলাদেশ সীমান্তেও সীমান্ত হাট চালু করা হবে : টিপু মুনশি

স্টক মার্কেটবিডি ডেস্ক :

ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে দেশটির মিজোরাম-বাংলাদেশ সীমান্তেও এবার সীমান্ত হাট চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

চার দিনের মিজোরাম সফর শেষে সোমবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান মন্ত্রী। এর আগে বাণিজ্যমন্ত্রী ২২ থেকে ২৫ এপ্রিল মিজোরাম রাজ্য সফর করেন। এ সময় তিনি মিজোরামের বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে সঙ্গে নিয়ে বর্ডার হাটের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

এছাড়াও দক্ষিণ মিজোরামের লুংলেই জেলার কাওরপইুছুয়া এবং বাংলাদেশের তেগামুখ সীমান্তে ‘সুসংহত চেক পোস্ট’ (আইসিপি)-এর অবকাঠামোর কাজ খতিয়ে দেখেন মুনশি। সোমবার মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা’র সাথেও সাক্ষাত করেন টিপু মুনশি।

মিজোরামের সরকারি বাংলোতে ওই বৈঠকে উপস্থিত ছিলেন মিজোরামের বাণিজ্যমন্ত্রীসহ অন্য সরকারি কর্মকর্তারাও। ছিলেন টিপু মুনশির সাথে যাওয়ার কয়েকজন সরকারি কর্মকর্তাও।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে বাংলাদেশ ও মিজোরাম সরকারের তরফে ‘সুসংহত চেক পোস্ট’ (আইসিপি), সড়ক যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেয়া হয় দুই সরকারের তরফে। ওই বৈঠক শেষে সোমবার দুই পক্ষের তরফে একটি যৌথ সংবাদ সম্মেলন করা হয়।

সিলভা ফার্মার ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.১৯ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭৩ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.০১ টাকা। যা গত ২০২১ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১৬.০৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

মার্চে শ্রীলঙ্কার প্রবাসী আয় কমেছে ৪৭ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শ্রীলঙ্কার দুর্দশার যেন শেষ নেই। মার্চ মাসে আনুষ্ঠানিক চ্যানেলে আসা দেশটির রেমিট্যান্স বা প্রবাসী আয় কমেছে ৪৭ দশমিক ৯ শতাংশ। গত মাসে সে দেশে প্রবাসী আয় এসেছে ৩১ কোটি ৮৪ লাখ ডলার। তবে বিশ্লেষকেরা বলছেন, মুদ্রার বিনিময় হার কমানোর কারণে প্রবাসীরা আনুষ্ঠানিক চ্যানেলে প্রবাসী আয় পাঠানো কমিয়েছেন।

তবে মার্চ মাসে ফেব্রুয়ারির তুলনায় বেশি প্রবাসী আয় পেয়েছে শ্রীলঙ্কা। মার্চ মাসে প্রবাসী আয় বৃদ্ধির কারণ হলো এ মাসে শ্রীলঙ্কার নববর্ষ উদ্‌যাপন।

২০২১ সালের মে মাস থেকেই শ্রীলঙ্কায় আনুষ্ঠানিক চ্যানেলে প্রবাসী আয় আসা কমতে থাকে। মূলত টাকা ছাপানো বৃদ্ধি এবং অগ্রহণযোগ্য বিনিময় হারের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়। ইকোনমি নেক্সট সূত্রে এ খবর পাওয়া গেছে।

বিদেশি মুদ্রার সংকটের কারণে শ্রীলঙ্কা থেকে অন্য দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে নানা শর্ত আরোপ করা হয়েছে। আমদানিকারকদের বিল পরিশোধ করতে বা অন্য দেশে ডলার পাঠাতে হলে মানুষকে এখন প্রিমিয়াম পরিশোধ করতে হচ্ছে। এতে কালোবাজারে ডলারের দাম অনেকটাই বেড়ে গেছে।

তামিলদের সঙ্গে দীর্ঘ ৩০ বছরের গৃহযুদ্ধের পর শ্রীলঙ্কা সরকার পরিবর্তনশীল বিনিময় হারের নীতি গ্রহণ করেছিল। কিন্তু দেশটির রপ্তানিকারকেরা নিজ স্বার্থে মুদ্রার বিনিময় হার কম রাখার চাপ দিয়েছেন। তাঁদের কারণে দেশটির সরকার নীতিতে স্থির থাকতে পারেনি।

অর্থনীতিবিদেরা বলেন, মন্দ মুদ্রা অর্থনীতির জন্য ইতিবাচক নয়। ধরা যাক, পাশাপাশি দুটি দেশ—যার একটিতে আছে মন্দ মুদ্রা ও অন্যটিতে উত্তম মুদ্রা। প্রথম দেশটিতে সরকার অতিরিক্ত টাকা ছাপিয়ে কিংবা ঘোষণা দিয়ে কৃত্রিমভাবে নিজের মুদ্রার অবমূল্যায়ন করে রেখেছে। এর ফলে সেই দেশে টাকার ক্রয়ক্ষমতা কম হবে এবং একই মানের পণ্যের দাম পাশের দেশের তুলনায় বেশি মনে হবে। এতে সমাজে অস্থিরতা বৃদ্ধি পায়। শ্রীলঙ্কায় এখন ঠিক তা–ই হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

 

ওরিয়ন ইনফিউশনের ৩য় প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩৩ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.১২ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৫৫ টাকা। যা গত ২০২১ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১২.৯৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

বীকন ফার্মার ৩য় প্রান্তিকের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি বীকন ফার্মা লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.০১ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৫৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩.২৭ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫.২৬ টাকা। যা গত ২০২১ সালের ৩০ জুন এই এনএভি ছিল ২২.৭১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

স্টাইল ক্রাফটের শেয়ার প্রতি লোকসান ৪.৮৬ টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লােকসান (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লােকসান ছিল ০.৫২ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লােকসান (ইপিএস) হয়েছে ৪.৮৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লােকসান ছিল ০.৫৬ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৩৩ টাকা। যা গত ২০২১ সালের ৩০ জুন এই এনএভি ছিল ২২.১৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

প্রধানমন্ত্রীকে সভাপতি করে রপ্তানিসংক্রান্ত জাতীয় কমিটি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে ২০২৬ সালে বের হলে বাংলাদেশকে কী ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সে নিয়ে করণীয় নির্ধারণে ‘রপ্তানিসংক্রান্ত জাতীয় কমিটি’ গঠন করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে গঠিত এ কমিটির সদস্যসংখ্যা ৪৪। বাণিজ্য মন্ত্রণালয় ২২ এপ্রিল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীসহ ১১ জন মন্ত্রী, অর্থসচিব, বাণিজ্যসচিবসহ ১১ জন সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডা, বেজা, বেপজার নির্বাহী চেয়ারম্যান, এফবিসিসিআই সভাপতিসহ সম্পর্কিত বিভিন্ন চেম্বার ও সমিতির সভাপতিরা এ কমিটির সদস্য।

দেশের সার্বিক রপ্তানি পরিস্থিতি পর্যালোচনা, রপ্তানির ক্ষেত্রে বিরাজমান সমস্যা, রপ্তানির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্কযুক্ত বিষয় পর্যালোচনা ও এলডিসির তালিকা থেকে ২০২৬ সালে বেরিয়ে যাওয়ার পর যে পরিস্থিতি তৈরি হবে, সেগুলো মোকাবিলার জন্য করণীয় নির্ধারণ করা হচ্ছে এ কমিটির কার্যপরিধি।

টেকসই রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে রপ্তানি পদ্ধতি, রপ্তানিতে উৎসাহ দেওয়া, রপ্তানি পণ্য উৎপাদনসংক্রান্ত বিষয়ে পর্যালোচনাও কার্যপরিধির মধ্যে আছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কমিটি নিয়মিতভাবে বৈঠক করবে এবং বাণিজ্য মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা করবে।

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (সিডিপি) ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের এলডিসি উত্তরণের সুপারিশ করেছে। বলা হয়েছে, ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে।

তখন বাংলাদেশের কিছু বাণিজ্য ও অন্যান্য সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। কিছু সুবিধাও পাওয়া যাবে, যা মূলত অর্জন করতে হবে। এলডিসি থেকে বের হওয়ার পর বেশি সমস্যায় পড়তে হবে রপ্তানি খাতকে। এলডিসি হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় যে শুল্কমুক্ত বাণিজ্যসুবিধা পায়, তা আর পাওয়া যাবে না। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পাওয়া শুল্কসুবিধাও বন্ধ হয়ে যাবে। যদিও বলা আছে, ২০২৭ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/