ফরচুন সুজের কারখানায় আগুন; নিয়ন্ত্রণে ৬টি ইউনিট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেশারবাজারে তালিকাভুক্ত জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুন সুজের একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

জানা গেছে শনিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশালে বিসিক শিল্প নগরীতে ফরচুন সুজের একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ প্রসঙ্গে ফরচুন সুজের কোম্পানি সেক্রেটারি রিয়াজ উদ্দিন ভূঁইয়া বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। কারাখানার একটি কক্ষ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুন কেন লেগেছে বা কিভাবে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।

ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, আগামী কালকের মাঝে তা নিয়ে বিস্তারিত বলতে পারবো। এখনি কিছু বলা যাচ্ছে না। তবে কারখানাটির বীমা করা থাকায় চিন্তার কোন কারণ নেই।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে।

স্টকমার্কেটবিডি.কম///

ডিমের দাম বাড়িয়ে ১১২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষুদ্র খামারিদের সংগঠন ‘বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন’ জানিয়েছে, গত ১৫ দিনে বড় কোম্পানিগুলো ডিমের বাজার থেকে ১১২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। শুধু ডিম নয়, মুরগির বাচ্চার দাম বাড়িয়ে লুটে নিয়েছে ২৩৪ কোটি টাকা। ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে লুটে নিয়েছে ১৭২ কোটি টাকা।

আজ শনিবার (২০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার।

মো. সুমন হাওলাদার বলেন, দেশে প্রতিদিন ডিমের চাহিদা সাড়ে চার কোটি পিস। এর মধ্যে বড় কম্পানিগুলোই এই চাহিদার আড়াই কোটি সরবরাহ করে। প্রতি ডিমে তিন টাকা করে বেশি নিয়ে প্রতিদিন সাত কোটিরও বেশি টাকা তারা অবৈধভাবে লাভ করেছে। এভাবে গত ১৫ দিনে বড় কম্পানিগুলো ডিমের বাজার থেকে ১১২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি আরো বলেন, প্রতিদিন এক কোটি ৩০ লাখ বাচ্চা বিক্রি থেকে গত ১৫ দিনে ২৩৪ কোটি টাকা অবৈধ মুনাফা করেছে। আর বয়লার মুরগির দাম বাড়িয়ে মুনফা করেছে ১৭২ কোটি টাকা। এভাবে মোট ৫১৮ কোটি বাড়তি মুনাফা করেছে দেশি-বিদেশি কম্পানিগুলো। তেলের দাম বাড়ার পর থেকে আজ পর্যন্ত তারা এ মুনাফা করেছে বলে জানিয়েছেন মো. সুমন হাওলাদার।

স্টকমার্কেটবিডি.কম///

চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ল ২৫ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চা শ্রমিকদের দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে। এর ফলে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত চা শ্রমিকরা। আজ শনিবার বিকেলে শ্রীমঙ্গলে শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল এ তথ্য নিশ্চিত করে বলেছেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করছি। আমাদের মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে।

তিন শ টাকা মজুরির দাবিতে শনিবার (২০ আগস্ট) অষ্টম দিনের মতো চা শ্রমিকদের আন্দোলন চলছিল। এরপর বিকালে তাদের ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এর আগে ধর্মঘট চলাকালে সরকার ও মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও মজুরি নিয়ে কোনো সমাধান না আসায় অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছিল শ্রমিকরা।

স্টকমার্কেটবিডি.কম///

সিমটেক্সের নতুন চেয়ারম্যান মো. সারওয়ার হোসেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সম্প্রতি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক বোর্ডের ইনডিপেনডেন্ট ডিরেক্টর পদ থেকে অব্যাহতি নিয়েছেন মো. আকরাম হোসেন।

প্রতিষ্ঠানটির নতুন ইনডিপেনডেন্ট ডিরেক্টর পদে নিয়োগ হয়েছেন মেজর জেনারেল (অব.) মো. সারওয়ার হোসেন।

একই সঙ্গে মেজর জেনারেল (অব.) মো. সারওয়ার হোসেন সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে পরিচালক বোর্ডের চেয়ারম্যান ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আনিসুর রহমান। —বিজ্ঞপ্তি

স্টকমার্কেটবিডি.কম ///

পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হয়েছে।

আজ শনিবার দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হবে।

২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

৬ ব্যাংকের এমডির কাছে ব্যাখা চায় কেন্দ্রীয় ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করার অভিযোগে ৬টি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ৬টি ব্যাংক হলো-ডাচ বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

গতকাল বুধবার রাতে এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাংকগুলোর এমডিদের আগামী ৭ দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এর আগে অতিরিক্ত লাভ করতে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৬ আগস্ট এই ৬ ব্যাংকের ট্রেজারি প্রধানদের মানবসম্পদ বিভাগে বদলির নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক আরেকটি নোটিশে এই ৬ ব্যাংককে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত বৈদেশিক মুদ্রা বাজার থেকে অর্জিত মুনাফা ব্যাংকের আয়ের অ্যাকাউন্টে স্থানান্তর না করার নির্দেশ দিয়েছে।

এই আয়ের হিসাব একটি পৃথক অ্যাকাউন্টে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো ব্যাংক এই ৫ মাসের বৈদেশিক মুদ্রা বাজারের মুনাফা নিজ আয়ের অ্যাকাউন্টে স্থানান্তর করে, তাহলে তাকে ওই অর্থ ফেরত দিতে হবে।

এ বছরের ১১টি ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যালেন্স শিট দেখে জানা যায়, তারা চলতি বছরের প্রথম ছয় মাসে আগের বছরের তুলনায় ১৫০ থেকে ৭০০ শতাংশ মুনাফা করেছে।

ব্যাংকগুলো রপ্তানিকারকদের কাছ থেকে কম দামে ডলার কিনে ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে অনেক বেশি দামে ডলার বিক্রি করেছে বলে অভিযোগ আছে।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইতে পিই রেশিও বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে (১৪ থেকে ১৭ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৮৭ শতাংশ বেড়েছে। । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৩.৮৪ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৩.৯৬ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১২ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় মালেক স্পিনিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২১০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মালেক স্পিনিং মিলস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ টাকার।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ৮৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  ফরচুন সুজের ৮৫ কোটি ২ লাখ, লাফার্জ হোলসিম বিডির ৮০ কোটি ৫৩ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৭২ কোটি ৪২ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ডের ৬৮ কোটি ২ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ৬৬ কোটি ৯৬ লাখ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৪৬ কোটি ৭৪ লাখ ও কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ৪২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৩ দিনে বাজার মূলধন বেড়েছে ৪,৮৪৩ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৪,৮৪৩ কোটি টাকা বেড়েছে। এসপ্তাহে সেখানে লেনদেন ও সূচকের বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৩ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে ৩ হাজার ৫৮৪ কোটি ৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২০.৮০ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৯৪৬ কোটি ২৩ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৯৬ কোটি ১ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৫.৬১ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯২.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৫.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২২০ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২০.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৬ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫৭টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির শেয়ার ও ইউনিটের দর। আর ৭টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩ হাজার ২৬৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৮ হাজার ১০৯ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪,৮৪৩ কোটি টাকা বা ০.৯৬ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///