আইপিও অনুমোদন পেল এমএস হোল্ডিংস

singaporস্টকমার্কেট ডেস্ক :

বিশ্বখ্যাত আবাসন খাতের কোম্পানি এমএস হোল্ডিংস লিমিটেড ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও) অনুমোদন পেয়েছে। শুক্রবার কোম্পানিটিকে এই অনুমোদন দিয়েছে সিংগাপুর এক্সচেঞ্জ।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১০.৮ বিলিয়ন ডলার তুলবে।

নির্মান শিল্পে জড়িত সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান মএস হোল্ডিংস  stock code “40U” এর অধীনে Singapore Exchange (SGX) এ নিবন্ধিত হয়েছে।

কোম্পানিটি মুলত বিশ্বের ৩৫০ টিরও বেশি প্রতিষ্ঠানে নির্মান, নৌ ও তেল-গ্যাস অনুসন্ধানে লজিষ্টিক সহায়তা দিয়ে আসছে। কোম্পানিটির IPO অনুমোদন ইতিমধ্যেই বিনিয়োগকারিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে।

কোম্পানির সিইও ও নির্বাহি পরিচালক জোভান ইয়াপ বলেন, কোম্পানির ৫০ বছরের ব্যবসায়িক পথচলায় এই IPO ভিন্ন মাত্রা যোগ করেছে। আমরা আমাদের ব্যবসায়িক কৌশল ও বিকাশ অব্যহত রাখতে কাজ করব যা আমাদের সম্মানিত বিনিয়োগকারিদেরকে উওযুক্ত মুনাফা অর্জনে সহায়তা করবো।

সুত্ত্র- www.sgx.com
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *