আইএফসির বিনিয়োগ তালিকায় শীর্ষে ভারত ও ৯ম বাংলাদেশ

ifc-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের বহু দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্পায়নে বিনিয়োগ করে আসছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। সংস্থাটি বিশ্বের যেসব দেশে বিনিয়োগ করেছে সম্প্রতি এর একটি তালিকা প্রকাশ করেছে।

এতে সর্বাধিক বিনিয়োগকারী ১০টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী, বাংলাদেশের অবস্থান নবম। দেশের বিভিন্ন কোম্পানির মূলধন হিসেবে প্রায় এক হাজার ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বিশ্বজুড়ে ‘সফট উইন্ডো লোন’ হিসেবে পরিচিত বিশ্বব্যাংকের এই অঙ্গসংস্থাটি।

বিনিয়োগ করা কোম্পানির তালিকায় রয়েছে- বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক লিমিটেড, আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স, শিল্প গ্রুপ প্রাণ, মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ, অনন্ত গ্রুপ, এসকোয়ারিজ গ্রুপ, ব্র্যাক ব্যাংক লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড গ্রামীণফোন, রবি আজিয়াটা ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের নাম।

বিশ্বের বিভিন্ন দেশে বৃহৎ বিনিয়োগ নিয়ে আইএফসি প্রকাশিত ওই প্রতিবেদনে বাংলাদেশ নয় নম্বরে থাকলেও প্রথমেই রয়েছে প্রতিবেশী ভারত। ভারতে আইএফসির বিনিয়োগের পরিমাণ ৫ হাজার ৬০২ মিলিয়ন মার্কিন ডলার। তালিকার ১০ নম্বরে রয়েছে কলম্বিয়া। দেশটিতে এক হাজার ১১১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে আইএফসি।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা তুরস্কে আইএফসি বিনিয়োগ করেছে ৪ হাহার ৪০৫ মিলিয়ন ডলার। তিন নম্বরে রয়েছে চীন। বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশে ৩ হাজার ২১১ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সংস্থাটি।

এরপর ধারাবাহিকভাবে রয়েছে ব্রাজিল (২ হাজার ৬৮৯ মিলিয়ন ডলার), নাইজেরিয়া (১ হাজার ৫৫৮ মিলিয়ন ডলার), পাকিস্তানে (১ হাজার ২৯৪ মিলিয়ন ডলার), মেক্সিকো (১ হাজার ২৯৩ মিলিয়ন ডলার) এবং ইন্দোনেশিয়া (১ হাজার ২৮০ মিলিয়ন ডলার)।

প্রতিবেদনে বলা হয়, আইএফসি বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে নানা ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি উন্নয়নের সমস্যা সমাধানেও কাজ করছে। সংস্থাটি ঋণ দেওয়ার পাশাপাশি মূলধন সরবরাহ, যৌথ বিনিয়োগ, যন্ত্রপাতি কাঠামোতে অর্থায়ন ও নিশ্চিয়তাদানকারী হিসেবে কাজ করে যাচ্ছে।

আইএফসির দক্ষ কর্মী বাহিনীর মাধ্যমে নানা ধরনের পরামর্শ, নতুন নতুন বাজারের খুঁজে বের করা, সামাজিক, বাণিজ্যিক ও সরকারি কর্ম পরিবেশ উন্নয়নেও কাজ করছে আইএফসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব বিনিয়োগের বাইরেও নতুন করে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে আইএফসি। এর মধ্যে ৪৫ শতাংশ আর্থিক খাতে, ২৮ শতাংশ অবকাঠামো উন্নয়নে, ১৭ শতাংশ কৃষি ব্যবসা ও উৎপাদনে ও ১০ শতাংশ টেলি কমিউনিকেশন খাতে বিনিয়োগ করা হবে। চলতি বছরের জুন পর্যন্ত ৪২ কোটি ৬ লাখ ডলার বিনিয়োগও করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *