আইনে আয়কর কর্মকর্তাদের স্বেচ্ছাক্ষমতা কমানোর প্রস্তাব এফবিসিসিআই’র

fbcciনিজস্ব প্রতিবেদক :

নতুন আয়কর আইনে আয়কর কর্মকর্তাদের স্বেচ্ছাক্ষমতা কমনোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার মতিঝিলে এফবিসিসিআই’র কার্যালয়ে আয়োজিত নতুন আয়কর আইন বিষয়ে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

শফিউল ইসলাম বলেন, ‘কর নির্ধারণ বা মূল্যায়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অধিক ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে কর আদায়ের সময় অনেকে হয়রানির শিকার হন। তাই তাদের ক্ষমতা কমানো উচিত।’

সভায় এফবিসিসিআই’র পক্ষ থেকে আটটি প্রস্তাব তুলে ধরা হয়। অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- শিল্পের মৌলিক কাঁচামালের ওপর পাঁচ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, উচ্চ আদালতে আপিল করার ক্ষেত্রে আরোপিত ২৫ শতাংশ বিরোধীয় কর প্রত্যাহার, কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্যদের কমিশনার পদমর্যাদা না দেওয়া প্রমুখ।

এফবিসিসিআই’র সভাপতি বলেন, ‘সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করতে আয়কর আইন থাকা প্রয়োজনীয়। যা হবে সহজ ও সবার জন্য যুগোপযোগী, বিনিয়োগ ও করদাতা বান্ধব এবং আধুনিক।’

এ সময় তিনি আইনটি বাংলায় অনুবাদের ক্ষেত্রে সহজ, সাবলীল ও ব্যবহারবান্ধব শব্দ চয়ন করার প্রস্তাব দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারমন্যান মো. নজিবুর রহমান, সদস্য পারভেজ ইকবাল ও আব্দুর রাজ্জাক এবং ব্যবসায়ী নেতারা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *