আগামীকাল থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলমান লকডাউনের মধ্যে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে সোমবার থেকে টিসিবি সারাদেশে ট্রাকসেল কার্যক্রম চালু করা হবে। সরকারের খোলা বাজার বিক্রি (ওএমএস) কার্যক্রম থেকে চাল ও আটা কিনতে ভিড় বেড়েছে নিম্ন আয়ের মানুষের। অনেকেই কম দামের এসব পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। এ কারণে ওএমএস কার্যক্রমে বরাদ্দ বাড়ানোর কথা ভাবছে কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতির মধ্যে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারী উদ্যোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে বাজারে পেঁয়াজ, মুরগি ও মাছ-মাংসের দাম বেড়ে গেছে। স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে সোমবার থেকে সরকারী বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু করা হবে।

আগের মতোই এবারও ভোজ্যতেল সয়াবিন, চিনি ও মসুর ডাল -এই তিন পণ্য ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিতরণ করবে টিসিবি। রাজধানীসহ দেশব্যাপী আগের তুলনায় ৫০টি ট্রাক বাড়িয়ে ৪৫০ জন ডিলারের মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে। আগামী ২৯ জুলাই পর্যন্ত পণ্য বিক্রি চলবে। এসব পণ্যের দাম আগের মতোই থাকবে।

এক্ষেত্রে খোলাবাজারের তুলনায় প্রতি কেজি পণ্যে ৪৯ টাকা পর্যন্ত কমে পাবে সাধারণ মানুষ। সবচেয়ে চাহিদার পণ্য সয়াবিন তেলেই বেশি সাশ্রয় হবে ক্রেতাদের। কারণ বাজারে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতে ১৪৯ টাকা লাগে। টিসিবি বিক্রি করবে ১০০ টাকা লিটার। মসুর ডাল কিনতে লাগে ৯০ টাকা কেজি টিসিবির দাম ৫৫ টাকা কেজি। পার্থক্য দাঁড়ায় ৩৫ টাকা। বাজারে চিনি বিক্রি হয় ৭০ টাকা কেজি, টিসিবির দাম ৫৫ টাকা। অর্থাৎ কেজিপ্রতি ১৫ টাকা সাশ্রয়। টিসিবির ট্রাক থেকে প্রতিজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তেল, (দুই লিটারের বোতল হলে ৪ লিটার), দুই কেজি মশুরু ডাল ও দুই কেজি চিনি কিনতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *